জনাব আদনান সাহেব একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এইচ আর ম্যানেজার। অফিসের কয়েকজন কর্মীর জন্য জরুরী ভিত্তিতে তার কোম্পানির লোগোসহ কাস্টমাইজড ১০০টি পিপিই প্রয়োজন। কিন্তু তিনি জানেন না এত অল্প সময়ে কোথা থেকে এতগুলো পিপিই ম্যানেজ করা সম্ভব। এছাড়া, দাম ও কোয়ালিটি নিয়ে প্রশ্ন তো থেকেই যায়।
উপরন্তু, পত্রিকা কিংবা অন্য কোন মাধ্যমে টেন্ডার প্রকাশ করার মত সময় এবং বাজেট কোনটিই তাঁর নেই। বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তিনি; এত কম সময়ে তার প্রয়োজন অনুযায়ী সার্ভিস কোথায় পাবেন!-এই ভেবে।
হঠাৎ তারই একজন সহকর্মীর মাধ্যমে জানতে পারেন sBusiness.xyz-এর ওয়েবসাইটে টেন্ডার ফিচারের কথা। শুনে বেশ আগ্রহী হয়েই প্রবেশ করলেন ওয়েবসাইটে। ফ্রি ট্রায়ালের সুযোগ দেখে, খুব সহজে এবং দ্রুত রেজিস্ট্রেশন করে ফেললেন তিনি। সেখানে তিনি তার প্রয়োজন অনুযায়ী সকল তথ্য দিয়ে অনলাইনে কোটেশন ফর্ম ফিলাপ করে ফেললেন নিমেষেই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা শেয়ার করে দিলেন।
শুধু তাই নয়, তিনি তার পরিচিত কিছু সার্ভিস প্রোভাইডারকেও এই কোটেশনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানালেন।
আশ্চর্যজনকভাবে খুব অল্প সময়েই তিনি অনেক সার্ভিস প্রোভাইডার এর কাছ থেকে বেশ সাড়া পেলেন। পাশাপাশি যেসব সার্ভিস প্রোভাইডার বিড-এ অংশগ্রহণ করেছেন তাদের সকলের কোটেশন একই সাথে এবং খুব সহজেই তুলনা করে দেখতে সক্ষম হলেন।
এরপর বিড-এ অংশগ্রহণকারী সব সার্ভিস প্রোভাইডারের মধ্য থেকে তিনি প্রত্যেকের কোটেশন পৃথকভাবে যাচাই করে তাঁর পছন্দ ও চাহিদা অনুযায়ী একটি কোম্পানিকে বেছে নিলেন। এতে যেমন আদনান সাহেবের অতিরিক্ত খরচ বেঁচে গেল, তেমনি খুব অল্প সময়েই তিনি তার চাহিদামত সার্ভিস প্রোভাইডারও পেয়ে গেলেন।
আদনান সাহেবের মত হয়ত আপনার অফিসের যেকোনো প্রয়োজনে খুব অল্প সময়ে একজন নির্ভরযোগ্য সার্ভিস প্রোভাইডার প্রয়োজন। আপনি হয়ত বুঝে উঠতে পারছেন না এত কম সময়ে কোন প্রতিষ্ঠান আপনাকে সার্ভিসটি দিতে পারে। এসব সমস্যার বহুমুখী সমাধানেই sBusiness নিয়ে এসেছে “টেন্ডার” সুবিধাটি।
যেভাবে টেন্ডার থেকে আপনার প্রয়োজনীয় সার্ভিস টি পেতে পারেনঃ
- প্রথমে ভিজিট করুনxyz -এই ওয়েবসাইটে।
- এরপর Tender ট্যাব এ প্রবেশ করুন।
- Add Title-এ আপনার প্রয়োজনীয় সার্ভিসের একটি টাইটেল বা নাম প্রদান করুন।
- Description Box-এ আপনার প্রয়োজন অনুযায়ী পরিমাণ, আকার, রঙ ইত্যাদির বিস্তারিত বর্ণনা দিন। যত বিস্তারিত বর্ণনা, তত ভালো প্রাইস কোটেশন পাওয়ার সম্ভাবনা।
- এরপর, যদি আপনার কাঙ্ক্ষিত কোন বাজেট থাকে, তবে তা উল্লেখ করুন।
- আপনার প্রয়োজনীয় সার্ভিস এর জন্য নির্দিষ্ট কোন ট্যাগ ব্যবহার করুন যেন ভেন্ডরদের জন্য তা খুঁজে পাওয়া সহজতর হয়। যেমনঃ টি-শার্ট, পিপিই ইত্যাদি।
- Additional Information ট্যাবে যদি অতিরিক্ত কোন তথ্য থাকে তবে তা দিতে পারেন।
- Add attachment-এ প্রয়োজনীয় কোন ছবি বা ফাইল সংযুক্ত করতে পারেন।
- আপনার কোন জিজ্ঞাসা থাকলে Ask for Company Evaluation-এ তা যুক্ত করতে পারেন।
sBusiness.xyz -এর টেন্ডার ফিচারের মাধ্যমে এখন অফিসের প্রয়োজনের সমাধান হবে দ্রুত এবং খুব সহজেই।
বিস্তারিত জানতে ভিজিট করুন sBusiness.xyz অথবা ডায়াল করুন ১৬৫১৬ অথবা ০৯৬৭৮০১৬৫১৬ নাম্বারে।