কোম্পানি ছোট কিংবা বড় হোক, এমপ্লয়ী ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আর এমপ্লয়ী ম্যানেজমেন্ট-এ নতুন নতুন ফিচার নিয়ে বরাবরই নতুন মাত্রা যোগ করছে sBusiness প্ল্যাটফর্ম। sBusiness প্ল্যাটফর্মের সাহায্যে এমপ্লয়ীর অফিস অ্যাটেন্ডেন্সের টাইম মেইনটেইন করার মত জটিল কাজ হয়ে গিয়েছে সহজতর। অ্যাপটিতে শুধুমাত্র অফিস অ্যাটেন্ডেন্স টাইম ঠিক করাই নয় থাকছে আরও নানান ধরণের সুবিধা।

কী কী সুবিধা থাকছে অফিস অ্যাটেন্ডেন্সের টাইম সেট করার ক্ষেত্রে?

* স্বয়ংক্রিয়ভাবে অফিস শুরুর, শেষ হওয়ার টাইম, এবং উইকেন্ডের দিন ঠিক করা থাকবে।

* Company Policy অনুযায়ী এইচ আর ম্যানেজার এমপ্লয়ীর অফিস টাইম এডিট করতে পারবেন।

* বরাদ্দকৃত পাবলিক হলিডে এডজাস্টমেন্ট করার সুযোগ।

* এমপ্লয়ী, এইচ আর এবং ম্যানেজমেন্ট Attendance report দেখতে পারবে digiGO অ্যাপে প্রয়োজন অনুযায়ী।

কীভাবে sBusiness প্ল্যাটফর্মে অফিস অ্যাটেন্ডেন্সের টাইম সেট করবেন?

* sBusiness প্ল্যাটফর্মে লগইন করার পর HRM Solutions-এ ক্লিক করে Settings বাটনে প্রেস করুন

* এরপর Office Settings-এ ক্লিক করুন

* Operational Information থেকে Edit Information বাটনে ক্লিক করুন

* এখন আপনার Company Policy অনুযায়ী অফিস টাইম সেট করে নিন

* সাথে উইকেন্ডের দিনগুলোও সিলেক্ট করতে পারেন

* সবশেষে Save বাটনে ক্লিক করুন

আপনার অফিসের এমপ্লয়ী ম্যানেজ করুন ঝামেলাহীনভাবে sBusiness এর digiGO অ্যাপে।

বিস্তারিত জানতে ভিজিট করুন http://sBusiness.xyz/digigo অথবা ডায়াল করুন ১৬৫১৬ নাম্বারে।

সাবস্ক্রিপশন ফি ছাড়া অ্যাপ ট্রায়াল নিতে তথ্য দিন এই লিংকে: https://cutt.ly/GetdigiGO

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS