শীত চলে এসেছে। আর শীত আসলে সবাই যে সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে অন্যতম হলো কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করা। আর পানি ফুটিয়ে গোসল করাটাও একটি ঝামেলার কাজ, যা সবসময় করা সম্ভব হয় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে একটি ইলেকট্রিক গিজার কিনে নিতে পারেন খুব সহজেই। যাতে পানি গরম করার ঝামেলা এড়ানো যাবে এবং ফুটনো পানি গায়ে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ও থাকবে না। অনেকেই শীত উপলক্ষে গিজার কেনার কথা ভাবেন, কিন্তু এটি সম্পর্কে অনেকের কোনো ধারনা নেই।
ইলেকট্রিক গিজার
গিজার কেনার আগে প্রয়োজন ও পরিবারের সদস্য সংখ্যার বিষয়টি মাথায় রাখা। চারজনের পরিবারের জন্য ২৫ বা ৩৫ লিটারের গিজার হলে ভালো। গোসলের কমপক্ষে ১০ মিনিট আগে গিজার চালু করে নিতে হয়। শীতের সময় গিজারের বিক্রিটা বেড়ে যায়। Sheba.xyz এ পাচ্ছেন উন্নত মানের গিজার সাথে থাকছে এক্সপার্ট সার্ভিস প্রোভাইডার দ্বারা ফ্রি ইনস্টলেশন এবং ডেলিভারি মাত্র ২৪ ঘন্টার মধ্যেই।
ভালো গিজার কেনার আগে যেসব বিষয় লক্ষ্য রাখা উচিৎ
গিজার এমন একটি জিনিস যেটি প্রতিদিন কেনার প্রয়োজন হয় না। তাই অনেকেই ভালো গিজার যাচাই-বাছাই করে কেনার বিষয়টি জানেন না। দেখা যায় আমরা অনেক সময় কেনার জন্য দোকানে গিয়ে ফিচারগুলো ভালো করে দেখার সুযোগ পাই না। কিন্তু আপনি চাইলেই Sheba.xyz অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে উন্নত মানের সব গিজার সম্পর্কে দরকারি তথ্যগুলো পেয়ে যাবেন একসাথেই। আর তাই খুব সহজেই আপনি বুঝে যাবেন কি করে একটি ভালো মানের একটি গিজার চেনা যায়।
ব্র্যান্ডের গিজার
গিজার মানুষ কিনে থাকে দীর্ঘসময় ব্যবহার করার জন্য, এজন্য কেনার আগে দেখেশুনে ভালো ব্র্যান্ডের গিজার কেনা উচিৎ। এর কারণ হলো আপনি টাকা খরচ করে কম দামের সাধারণ গিজার কিনলেন কিন্ত সেটিতে অনেক সময়ই সমস্যা দেখা দেয় এবং তা হয় ঝুঁকিপূর্ণ। এজন্য আপনার একটু বেশি খরচ হলেও ব্র্যান্ডের গিজার কেনা ভালো। Sheba.xyz এ পাচ্ছেন গিজার এর সাথে ৫ বছরের ওয়ারেন্টি, এই সময়ের মধ্যে কোনো ধরণের সমস্যার দেখা দিলে সাথে সাথে রিপ্লেস এর বেবস্থা রয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ী গিজার
একটি গিজার বিদ্যুতের সাহায্যে পানি গরম করে থাকে, এজন্য বিদ্যুৎ খরচ যাতে বেশি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তা নাহলে সবকিছু ঠিক থাকলেও দেখা যায় মাস শেষে বেড়ে যায় বিদ্যুৎ বিল।
অবস্থা বুঝে কিনুন সেরা মানের গিজার
আপনি যদি ব্যাচেলর বাসায় থাকেন, এবং সেই বাসার জন্য গিজার কিনতে চান তবে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট গিজার সবচেয়ে ভালো। আর যদি আপনার নিজের বাড়ি হয় এবং পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আপনার জন্য বিদ্যুৎ সাশ্রয়ী গিজার উপযুক্ত। সুতরাং আর দেরি না করে সব ফিচার এবং বাজেটের ব্যাপারটা মাথায় রেখে অর্ডার করে ফেলুন একটি গিজার আজই।
গিজার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন