এই লেখাটা শুরু করতে চাই একটা কৌতুক দিয়ে।

প্রায় একই সময়ে মৃত্যুর পর তিনজন লোক গিয়েছে স্বর্গের দরজায়। সেখানে দাঁড়িয়ে থাকা স্বর্গের দারোয়ান বললো, তোমাদের ভেতর থেকে মাত্র একজন প্রবেশ করতে পারবে স্বর্গে। তাই তোমাদের সবচেয়ে কষ্টের কথাটা আমাকে বলো। যার কথা শুনে আমার বেশি কষ্ট লাগবে, তারই জায়গা হবে এখানে, বাকিদের জন্য নরক ছাড়া উপায় নেই।

এই শুনে প্রথমজন বললো, আমি বিয়ে করেছিলাম তিনবার, তিনবারই বৌ আমাকে ছেড়ে চলে গিয়েছিলো।
দারোয়ান সান্ত্বনার গলায় বললো, আহারে! একটা, বা বড়জোর দুইটা বউ হলে তাও মানা যেতো, কিন্তু তিন তিনটা বৌ চলে যাওয়াটা খুবই দুঃখজনক। আচ্ছা, পরেরজন বলো শুনি।

দ্বিতীয়জন বললো, সারাজীবন আমার অভাব অনটনে কেটেছে। কিন্তু হুট করে একদিন একটা একটা লটারি জিতে গেলাম, এক কোটি টাকা। তবে কপাল খারাপ হলে যা হয়, যেদিন টাকাটা তুলতে যাবো, সেদিনই একটা গাড়ির নিচে চাপা পড়ে মরে গেলাম।

দারোয়ান কথাটা শুনে বেশ দুঃখ পেলো। বললো, তোমার ঘটনা দেখি আরো কষ্টের। টাকা পেয়েও জীবন উপভোগ করার সুযোগ পাওনি। আচ্ছা, শেষেরজন বলো দেখি, তোমার জীবনে সবচেয়ে বেশি দুঃখটা কিসের?

তৃতীয়জন বললো, আমার জন্ম ঢাকা শহরে, একটা জীবন কাটিয়ে দিয়েছি ভাড়া বাসায় থাকতে থাকতে। সারাটা জীবনে মোট তেপ্পান্নোবার বাসা পাল্টাতে হয়েছিলো আমাকে..।

এই শুনে দারোয়ানের চোখে পানি চলে এলো। ধরা গলায় সে বললো, থাক আর কিছু বলিস না..ঢাকা শহরে বাসা পাল্টানো যে কি কষ্টের সেটা বলে বোঝাতে পারবি না কাউকে!..যা..স্বর্গে ঢুকে যা।

উপরের ঘটনাটা কৌতুক হিসেবে চালিয়ে দিলেও যারা জীবনে অন্তত একবার বাসা পাল্টেছেন, তারাই জানেন বাসা পাল্টানোর ঝঁক্কি কতোটা। মালপত্র বাধা থেকে শুরু করে নতুন বাসা পর্যন্ত নিয়ে যাওয়া- পুরোটা সময়ই আপনাকে থাকতে হয় আতঙ্কে। এই বুঝি কাঁচের জিনিস ভেঙ্গে গেলো, এই বুঝি শখের আলমারিটাতে দাগ লেগে গেলো, এই বুঝি কিছু চুরি হয়ে গেলো- এমনসব ভাবনার পাশাপাশি নতুন দুঃশ্চিন্তা যোগ হয়, কোন জিনিস কোথায় রেখেছি। দরকারি জিনিসপত্র খুঁজে পেতেই এক মাস চলে যায়। তবে সময়ের সাথে সাথে এই চিত্র বদলে গিয়েছে অনেকখানি, বিশেষ করে ডিজিটাল যুগে প্রবেশ করার পর। ঝামেলামুক্ত বাসা অথবা অফিস বদলানোর সার্ভিস এখন চলে এসেছে আপনার হাতের মুঠোয়। এইসব ঝামেলা আপনি এখন sheba.xyz এর হাতে তুলে দিতে পারবেন। সেজন্য আপনাকে আমাদের অফিসেও আসার প্রয়োজন নেই। ফোনে বা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করলেই নিজস্ব লোকবল নিয়ে আমরা হাজির হয়ে যাবো আপনার বাসায়।

কেন sheba.xyz এর প্রফেশনাল শিফটিং সার্ভিস নেবেন?

ফ্রি হোম শিফটিং কনসালটেন্সি:

আপনি যোগাযোগ করলেই আমাদের কনসালটেন্ট আপনার বাসায় হাজির হবে। কিভাবে আপনার আসবাবপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল নিরাপদে অন্যখানে নিয়ে যাবেন- সেই ব্যাপারে যাবতীয় তথ্য ও খরচের পরিমাণ আপনি সাথে সাথেই জানতে পারবেন। এই পুরো কনসালটেন্সি সার্ভিসটিই আপনি পাচ্ছেন একদম ফ্রি!

প্রপার প্যাকেজিং:

অর্থাৎ আপনার বাসার যাবতীয় মালামাল নিরাপদে ও যত্নের সাথে প্যাকেজিং করা, সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নতুন বাসায় নিয়ে যাওয়া, ইলেকট্রিকসামগ্রী খুলে আবার নতুন বাসায় লাগিয়ে দেওয়া- ইত্যাদি কাজগুলো নিখুঁত দক্ষতায় সম্পন্ন করার ক্ষেত্রে আপনি চোখ বুঁজে আমাদের ওপর ভরসা করতে পারবেন।

Shifting Services by Sheba.xyz

নিরাপত্তা:

সুঁই থেকে শুরু করে শখের ময়না-টিয়া পর্যন্ত আপনার প্রত্যেকটি মালপত্র আমরা তালিকাভুক্ত করি সর্বোচ্চ সতর্কাতা মেনে। ফলে কোনো কিছু খোয়ানো বা চুরি যাবার ভয় নেই। আপনার প্রত্যেকটি মালামাল থাকবে নিরাপদ।

নির্দিষ্ট সময়ে সার্ভিস প্রদান:

আপনার সার্ভিস রিকোয়েস্ট একবার কনফার্ম হয়ে গেলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমাদের সার্ভিস প্রোভাইডাররা হাজির হয়ে যাবে আপনার ঠিকানায়।

ক্ষতিপূরণ:

প্যাকেজিং করার পর আপনার মালামালের দায়িত্ব আমাদের। ফলে শিফটিংয়ের সময় কোনোকিছু হারিয়ে গেলে বা কোনো ফার্নিচারের ক্ষতি হলে, সেটার যথাযথ ক্ষতিপূরণ আমরা প্রদান করে থাকি।

ড্যামেজ কাভারেজ:

আমাদের কমপ্লিট প্যাকেজিং সহ শিফটিং সার্ভিসে অত্যন্ত সতর্কতার সাথে মালামাল শিফটিংয়ের সময় দুর্ঘটনাবশত কোন ক্ষতি হলে, আমরা ১০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ করে থাকি।

ভ্যারিফাইড প্যাকার্স এন্ড মুভার্স:

প্রত্যেকটা কর্মীর ব্যাকগ্রাউন্ড চেক করে তবেই আমরা কাজে নিয়োগ দিয়ে থাকি, ফলে অনাকাঙ্খিত কোনো অবস্থা বা আচরনের সম্মুখিন আপনাকে কখনোই হতে হবে না। এছাড়া আমাদের সব কর্মীরা যাতে সঠিক ড্রেস কোড এবং সঠিকভাবে দায়িত্ব পালন করে, সেই ব্যাপারে আমাদের দৃষ্টি থাকে সবসময় সজাগ। ফলে যে কোনো মূল্যবান মালামালের ব্যাপারে আপনি থাকতে পারবেন শতভাগ নিশ্চিন্ত।

কিস্তি সুবিধা:

বাসা বা অফিস পাল্টানোর ধকল এমনিতেই আপনার মানিব্যাগের হাল করে দেয় বেহাল। তাই বাসা বা অফিস বদলানোর খরচটা আপনার কাছে বেশি বা বোঝা মনে হলে বেছে নিতে পারেন আমাদের ইএমআই সুবিধা।

খরচ:

বাসা বা অফিস পাল্টানোর সার্ভিসের খরচটা নির্দিষ্ট করে বলাটা মুশকিল। কারন ফার্নিচারের পরিমাণ, বাসা ভেদে ভিন্ন হয়ে থাকে। তবে ফার্নিচারের পরিমাণ যদি অল্প হয়, তাহলে ফোনেই আপনি সঠিক খরচটা জেনে নিতে পারবেন। কিন্তু ফার্নিচারের পরিমাণ বেশি হলে আমাদের প্রতিনিধি সরেজমিনে আপনার বাসায় গিয়ে, সবকিছু দেখে শুনে একটা নির্দিষ্ট খরচ নির্ধারন করে দেবেন। আবার যে বাসা ছেড়ে নতুন বাসায় যাচ্ছেন সেটার দুরত্বও খরচ নির্ধারনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। তাই খরচের ব্যাপারে নিশ্চিত হতে আমাদের কাস্টমার সার্ভিস নাম্বার ১৬৫১৬-এ কল করে কথা বলতে পারেন।

যে কৌতুকটা দিয়ে এই লেখাটা শুরু করেছিলাম, সেটার সমাপ্তি দিয়ে লেখাটা শেষ করতে চাই।

যে দুইজন লোক স্বর্গে প্রবেশ করতে পারেনি, তারা কয়েকদিন পর আবার গেলো স্বর্গের দরজায়। দারোয়ান তাদেরকে সেই আগের মতো করেই বললো, তোমাদের সবচেয়ে কষ্টের কথাটা আমাকে বলো। যার কথা শুনে আমার বেশি কষ্ট লাগবে, তার জন্য স্বর্গের দরজা খুলে দেবো এখনই।

প্রথমজন বলতে শুরু করলো, আমার জন্ম ঢাকা শহরে, একটা জীবন কাটিয়ে দিয়েছি ভাড়া বাসায় থাকতে খাকতে। সারাটা জীবনে মোট তেপ্পান্নোবার বাসা পাল্টাতে হয়েছিলো..।

“শাট আপ” এইটুকু শুনেই ধমকে উঠলো দারোয়ান, “Sheba.xyz এর এত চমৎকার বাসা বদল সার্ভিস থাকতে যে মানুষ লোকাল সার্ভিস নেয়, তার জন্য স্বর্গে জায়গা খালি নাই।”

সুতরাং লোকাল হোম শিফটিং সার্ভিস নিয়ে বিপাকে পড়ার চেয়ে বাসা বাড়ি বা অফিস পরিবর্তনের জন্য আজই বেছে নিন Sheba.xyz কে। শুধু বাসাবাড়ি পাল্টানোই না, আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল সার্ভিস সংক্রান্ত সমস্যার সমাধানে আমরা সবসময় আছি আপনার পাশে। যে কোনো সার্ভিস সহজে অর্ডার করতে চাইলে প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করে ফেলুন Sheba.xyz অ্যাপটি

নতুন বাসায় নতুন জীবন শুরু করার অগ্রিম শুভেচ্ছা আপনাকে।

Service app in Bangladesh- Sheba.xyz

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS