শীতকাল অনেকের কাছে প্রিয় ঋতু, আবার অনেকের কাছে স্রেফ আতংক আতংকের কারণ একটাই- ঠান্ডা পানি শীতের কাঁপুনি তো আছেই, তার সাথে যোগ হয় যখন গোসল করার প্রসঙ্গ আসে সম্ভাব্য সবরকম উপায়ে পানির স্পর্শ থেকে নিজেদের বাঁচিয়ে চলেন এই ধরনের আতঙ্কিত মানুষরা দিনের পর দিন পার করে দেন তারা গোসল না করে যা পরবর্তীতে নানারকম পারিবারিক ও সামাজিক সমস্যা তৈরি করে সমস্যা থেকে বাঁচতে তখন গরম পানির সাহায্য নিতে হয় কিন্তু সময়সময় পানি গরম করার জন্য যে আপনার চুলায় গ্যাস থাকবে- তার কোনো গ্যারান্টি নাই আবার পানি গরম করার মতো সময়ও থাকে না অনেকের, বিশেষ করে তাড়াহুড়ো করে বেরানোর সময় কেউ কেউ তখন অত্যন্ত সাহসী হয়ে ঠান্ডা পানিতেই গোসল করে ফেলেন কিন্তু দিনের পর দিন ঠান্ডা পানিতে গোসল করলে নানান অসুখ হতে পারে এই ধরনের সব সমস্যার সমাধান হচ্ছে একটাই- ইলেকট্রিক গিজার গিজারের সাহায্যে খুব সহজেই আপনি পানি গরম করে নিতে পারবেন চটজলদি আমাদের আজকের আর্টিকেলে এই উপকারি ডিভাইসটির আদ্যোপান্ত নিয়ে আলাপ করবো

গিজার কি?
ইংরেজি শব্দ Geyser এর বাংলা প্রতিশব্দ হচ্ছে উষ্ণপ্রস্রবণ পানি যেটা থেকে মাঝে মাঝে জল বা বাষ্প স্তম্ভে উঠে আসে। সহজভাবে বললে গিজার হচ্ছে পানি গরম করার যন্ত্র। এটি সাধারণত গোসলখানা বা বাথরুম এ লাগানো হয় এবং বিদ্যুৎ ও পানির লাইনের সাথে সংযুক্ত থাকে । ফলে সুইচ টিপেই আপনি পানি গরম করতে পারেন।

গিজার কেন কিনবেন?

  • শীতকালে ঝটপট গরম পানি পেতে
  • পানি গরম করতে যে পরিমাণ গ্যাস খরচ হয় সেই তুলনায় সাশ্রয়ী
  • ঝামেলাবিহীন ও নিরাপদ
  • গ্যাসের চুলার তুলনায় অধিক সময় সাশ্রয়ী
  • দীর্ঘস্থায়ী
  • সহজে ইনস্টল করা যায়
  • কার্বন মনোক্সাইড নিঃস্বরণ হয় না, ফলে এটি পরিবেশবান্ধব

গিজার কেনার আগে:

  • অনেকেই গিজার কেনার আগে দ্বিধায় ভোগেন। গিজার কেনার আগে কিছু জিনিস মাথায় রাখলে সমস্যা হবে না। যেমন:
  • গিজারে অটোকাট-অফ, কপার হিটিং এলিমেন্ট, থার্মাল কাটআউট, টু ইন ওয়ান প্রেশার কাম রিলিজ ভাল্‌ব আছে কিনা- সেসব খেয়াল রাখবেন। 
  • গিজার কেনার আগে আপনার চাহিদা নির্ধারণ করে নিতে হবে।  সাধারণত চারজনের পরিবারের জন্য ২৫ বা ৩৫ লিটারের গিজার হলে চলে যায়। তাই পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে গিজার নির্ধারণ করুন
  • যে ব্রান্ডের গিজার কিনতে চাচ্ছেন সেটা সাধারণত কত বছর ব্যবহার করা যাবে, সেই সম্পর্কে আগে জেনে নিতে হবে। একই সাথে গিজারের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে সেটা বাজারে সহজলভ্য কিনা সেটাও খোঁজ নিয়ে নেবেন
  • কোন গিজারে কতটুকু বিদ্যুতের ব্যবহার হয়- সেটা কেনার পূর্বে নিশ্চিত হয়ে নিতে হবে
  • গিজারের ওয়ারেন্টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই ওয়ারেন্টি সম্পর্কে নিশ্চিত না হয়ে গিজার কেনা উচিত নয়

 সহজ কিস্তিতে গিজার কিনুন মাত্র ৫,৫৯৯ টাকায় 

কোথেকে কিনবেন?
দামে ও মানভেদে বাজারে বিভিন্ন ধরনের গিজার পাওয়া যায়। তবে গিজার সম্পর্কে যদি আপনার পূর্ব ধারণা না থাকে, তাহলে Sheba.xyz হতে পারে আপনার জন্য সেরা সমাধান। একটা ফোনকলের মাধ্যমেই ঘরে বসে পেয়ে যাচ্ছেন ফ্রি ইনস্টলেশনসহ ব্র্যান্ডের গিজার। সাথে আরো যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন:

  • ১৫০০ ওয়াট হিটার
  • অটো অন – অফ
  • এনার্জি সেভিং তাই বিদ্যুৎ খরচ হয় কম
  • মেড ইন ইটালি
  • মাত্র ২০ মিনিটেই প্রতিবার পানি গরম হয় 
  • ভিতরের ট্যাঙ্কটি গ্লাস ফাইবার দিয়ে মোড়ানো। যা আপনার গিজার রিজার্ভের পানিকে ২-৩ ঘন্টা গরম রাখে। এবং ভিতরের ট্যাঙ্ক-এ মরিচা থেকে রক্ষা করে
  • গিজারের পার্টস গুলো ইতালির তৈরি, যা সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই
  • গ্লাস ফাইবার দিয়ে তৈরি তাই কোনোভাবেই অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা নেই 
  • ভেতরের ট্যাংক হেভি শিট দিয়ে তৈরি, তাই সর্বোচ্চ চাপ নিতে সক্ষম ও নিরাপদ
  • এছাড়াও Sheba.xyz থেকে গিজার কিনে নির্দিষ্ট ব্যাংক (StanChart, EBL, Prime Bank, BRAC Bank) পেমেন্টে থাকছে ১০% ছাড় সর্বোচ্চ ১০০০ টাকা।    

ব্র্যান্ড নিউ ইলেকট্রিক গিজার এখন মাত্র ৫,৫৯৯ টাকায় 

Sheba XYZ এর গিজারের বৈশিষ্ট

  • ৩০ লিটার (৩ বছরের ওয়ারেন্টি ) : ৫,৫৯৯ টাকা 
  • ৪৫ লিটার (৩ বছরের ওয়ারেন্টি ) : ৬,৪৪৯ টাকা
  • ৬৭ লিটার (৩ বছরের ওয়ারেন্টি ) ; ৭,৪৪৯টাকা
  • ফ্রি ইন্সটলেশন ও 
  • ২৪ ঘন্টায় ফ্রি ডেলিভারি 

Defender Geyser এর বৈশিষ্ট্য:-

  • ৫০ লিটার (৫ বছরের ওয়ারেন্টি) : ৭,৪৪৯ টাকা
  • ফ্রি ইন্সটলেশন ও 
  • ২৪ ঘন্টায় ফ্রি ডেলিভারি 

বি:দ্র: যদি আপনার বাসায় গিজারের জন্য লাইন তৈরি করা না থাকে তাহলে নতুনভাবে লাইন করার জন্য আপনাকে ১০০০ টাকা ও ম্যাটেরিয়ালস প্রয়োজন হলে ৭৫০ টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবেএর বাইরে আর কোনো সার্ভিস চার্জ নেই।

গিজার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন 

গিজারের রক্ষণাবেক্ষণ টিপস:

  • নতুন গিজার লাগানোর সময় বৈদ্যুতিক সংযোগ ঠিকমতো পেয়েছে কিনা সেটা দেখে নিন। এর পাশাপশি পাইপের কানেকশনও ঠিক লাগানো হয়েছ কিনা সেটাও দেখে নেবেন। আয়রনের পাইপ হলে সেটা অনেক বেশি ভাল হয়
  • গিজার নিজের মতোই চলে। কারেন্টের সুইচ দেয়ার পর পানি গরম হয়ে গেলে তা একা একাই বন্ধ হয়ে যায়। আপনার গিজারটি সেইমতো কাজ করছে কিনা সেদিকেও খেয়াল রাখুন। 
  • পানি গরম হয়ে যাওয়ার পর গিজারটি বন্ধ রাখুন। এতে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনই দীর্ঘদিন যন্ত্রটি ভাল থাকবে
  • পানি গরম হয়ে গেল গিজার থেকে পুরো পানিটা বের করে নিন।পানি ভেতরে জমে থাকলে গিজারে আয়রন জমে যায়। ফলে গিজারটি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। তাই এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে
  • গিজারে কোনও সমস্যা দেখলে তা দ্রুত এক্সপার্ট ডেকে ঠিক করার ব্যবস্থা করুন
  • গিজার কিনে অনেকেই মাসের পর মাস ব্যবহার না করে ফেলে রাখেন। এমন ভুল করা যাবে না। দীর্ঘদিন ব্যবহার না করলে গিজারের ভেতরে আয়রনের আস্তরণ বাড়তে থাকে। যে অঞ্চলে পানিতে এমনিতেই আয়রনের পরিমাণ বেশি, সেখানে অবস্থা আরও খারাপ হয়। আয়রন গিজারের সেন্সর খারাপ করে দেয়। তাতে অটো-কাট নষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতি করে তার সেফটি ভাল্‌বকে। ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কারণ, জলীয়বাষ্প বেরোতে না পেরে প্রবল চাপে গিজার ফেটে আগুন ধরে যেতে পারে! তাই প্রয়োজন না থাকলেও কিছুদিন পর পর গিজার ব্যবহার করতে হবে। 
  • শীতের শুরুতে গিজার ব্যবহার শুরুর আগে এক্সপার্ট ডেকে একবার দেখিয়ে নিন। গিজার নির্দিষ্ট সময় পরপর সার্ভিসিং করতে হয়। দেখে নিতে হবে সেন্সর ঠিক আছে কিনা। সেফটি ভাল্‌ব বছরে অন্তত একবার অভিজ্ঞ এক্সপার্ট ডেকে পরীক্ষা করাতে হবে
  • একবার গিজার চালিয়ে অনেকে বন্ধ করতে ভুলে যান। এই ব্যপারে অত্যন্ত সাবধান থাকতে হবে

গিজারের নানা উপকারিতা সম্পর্কে তো জানলেন। তবে এইসব উপকারিতা শুধু নিজের জন্যই না, আপনার প্রিয় মানুষগুলোর জন্যও শীতকালে একটি ভালো গিজার হতে পারে আশীর্বাদের মতো। 

বিশেষ করে শিশু ও বয়স্কমানুষদের জন্য গিজার খুবই প্রয়োজনীয় একটা যন্ত্র। দেখা যায়, মাঝরাতে আপনার ছোট্ট বাবুটাকে হুটহাট গোসল করানোর দরকার হয়। অথবা আপনার বয়স্ক বাবা-মা, দাদা-দাদী বা নানা-নানুর যদি ভোরে উঠে নামাজ পড়ার অভ্যাস থাকে। 

একটা গিজার লাগিয়ে নিলেই কিন্তু একসাথে সবার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবেন। তাই আর দেরি না করে আজই আপনার পছন্দ অনুযায়ী এবং প্রয়োজনীয় গিজারটি অর্ডার করতে অনুগ্রহ করে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ/অ্যাপ চ্যাট এ অথবা ১৬৫১৬ নম্বরে কল করে ২ প্রেস করে সরাসরি কথা বলতে পারেন আমাদের প্রতিনিধির সাথে। আপনাদের সেবায় আমরা ২৪ ঘন্টাই নিয়োজিত আছি।

উষ্ণতায় ঘিরে থাকুক আপনার পছন্দের শীতকাল- এটাই আমাদের প্রত্যাশা।

 

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS