সারা দিনের কর্মব্যস্ততা শেষে একটু স্বস্তির নিঃশ্বাস নিবেন এটাই স্বাভাবিক। আজকালকার যান্ত্রিক জীবনে ঘর গুছানো, আর রান্নাঘর পরিপাটি রাখা যেন দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঘরে গৃহকর্মী না থাকলে, অফিস থেকে এসে প্রতিদিন হয়ত সবকিছু পরিষ্কার করে রাখা হয় না। কিন্তু তাই বলে ঘর অপরিষ্কার রাখবেন? আপনার এই সমস্যা সমাধান করতে আমরা নিয়ে এসেছি কিছু সহজ উপায় যা আপনার সময় ও শক্তি দুটোই বাঁচাবে। চলুন দেখে নেই কিভাবেঃ

  • এক টুকরো লেবু হতে পারে আপনার সব সমস্যার সমাধান। এক টুকরো লেবুর উপর এক চিমটি লবণ দিয়ে তৈরি করে নিতে পারেন হোম মেইড স্ক্রাবার। stainless steel এর জন্য এটা খুবী কার্যকারী।

  • এছাড়া Baking soda হতে পারে উপকারী। কার্পেট এর উপরে অয়েলের দাগ বা পেইন্টের দাগ উঠানোর জন্য Baking soda দারুণ এক সমাধান।
  • Micro-oven পরিষ্কার করার জন্য Baking soda আর ভিনেগার এর মিশ্রণ হতে পারে কার্যকারী।
  • জ্বলে যাওয়া কড়াই নিয়ে টেনসেন আছেন ? কড়াইয়ে দুই কাপ  ভিনেগার নিয়ে ফুটিয়ে নিন। তারপর ফুটন্ত ভিনেগারে দুই টেবিল চামচ Baking soda মিশিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন ব্যাস আপনার পুড়ে যাওয়া কড়াই হয়ে যাবে নতুনের মতো ঝকঝকে।
  • Baking soda আর bleach এর মিশ্রণ হতে পারে ফ্লোর ক্লিনার। যেকোনো ফ্লোর ঝকঝকে করে তুলুন নিমেষেই।
  • ব্লেন্ডার পরিষ্কার রাখার সহজ উপায় হছে – ব্লেন্ডারে একটু পানি দিয়ে তাতে এক দুই ফোঁটা লিকুইড সাবান দিয়ে ব্লেন্ডার ছেড়ে দিন আর কোন ঝামেলা ছাড়াই পরিষ্কার করে ফেলুন।

ব্যস্ত নগরী ঢাকা! এত ব্যস্ততার মধ্যে যেন ছোট খাট ব্যাপারগুলো কিভাবে যেন সবসময় ছুটে যায়। আশা করি আমাদের এই টিপস গুলো আপনার জীবনকে একটু সহজ করবে। আর আপনার যেকোনো service related সাহায্যের জন্য পাশেই আছি আমরা Sheba.xyz

Written By-Anika Tabasum

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS