আপনি কি টাইলসের মেঝে কিভাবে পরিষ্কার রাখবেন তা নিয়ে চিন্তিত?
বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতেই টাইলসের মেঝে দেখা যায় কিন্তু সঠিকভাবে পরিষ্কার করার উপায় না জানার কারণে খুব দ্রুত আমাদের বাসা বাড়ির টাইলসের মেঝে গুলো ময়লা হয়ে যায় এবং বিভিন্ন ধরনের দাগ ও ক্র্যাচ পড়ে টাইলসের মেঝে নষ্ট হয়ে যায়।
আর এজন্যই আমরা আজকের সেবা ব্লগে টাইলসের মেঝে পরিষ্কার রাখবেন যেভাবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।
১. নিয়মিত সুইপ বা ভ্যাকুয়াম করুন
টাইলসের মেঝে পরিষ্কার রাখার জন্য নিয়মিত সুইপ বা ভ্যাকুয়াম করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধুলো, ময়লা, পাথর, খাবারের উচ্ছিষ্ট ইত্যাদি দীর্ঘদিন টাইলসের পড়ে থাকলে তা টাইলসের মেঝের ক্ষতি করে। এ ধরনের আলগা ময়লা অপসারণ করার জন্য এবং টাইলসের মেঝেতে যেকোনো দাগ বা ক্র্যাচ পড়া প্রতিরোধ করার জন্য টাইলসের মেঝে নিয়মিত ঝাড়ু দিতে হবে এবং সুইপ বা ভ্যাকুয়াম করতে হবে।
২. ডোরম্যাট ব্যবহার করুন
টাইলসের মেঝে পরিষ্কার রাখার জন্য অবশ্যই আপনাকে একটি ডোরম্যাট ব্যবহার করতে হবে। বাহির থেকে ঘরে প্রবেশ করার সময় বিভিন্ন ধরনের ধূলা, ময়লা, গ্রিট ইত্যাদি চলে আসে যা টাইলসের মেঝেতে বিভিন্ন ধরনের দাগ বা ক্র্যাচের সৃষ্টি করে মেঝের ক্ষতি করে। তাই ঘরের প্রবেশদ্বারে অর্থাৎ ঘরের দরজায় ডোরম্যাট ব্যবহার করতে হবে যা আপনার টাইলসের মেঝেকে পরিষ্কার রাখবে এবং বিভিন্ন ধরনের ধুলো, ময়লা ঘরে প্রবেশ করতে বাধা দিবে।
৩. নিয়মিত মোপিং করুন
আপনার ঘরের টাইলসের মেঝে পরিষ্কার রাখার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত মোপিং করতে হবে। টাইলসের মেঝে পরিষ্কার করার জন্য বাজারে যেসব ডিটারজেন্ট বা পিএইচ নিরপেক্ষর ক্লিনারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে নিয়মিত আপনার টাইলসের মেঝেকে মুছতে হবে বা মোপিং করতে হবে। এটি বিভিন্ন ধরনের ময়লা ও দাগ অপসারণ করতে সহায়তা করে। টাইলসের মেঝের ক্ষতি করবে এমন কোন রাসায়নিক বা ডিটারজেন্ট অথবা ক্লিনার ব্যবহার করা যাবে না। এভাবে নিয়মিত মোপিং করার মাধ্যমে টাইলসের মেঝে পরিষ্কার রাখা যায়।
৪. গ্রাউট পরিষ্কার করুন
ঘরের টাইলসের মেঝে পরিষ্কার রাখার জন্য টাইলসের মেঝের মাঝখানের ফাঁকা জায়গাগুলো অর্থাৎ গ্রাউট লাইনগুলো পরিষ্কার করতে হবে। টাইলসের মেঝের গ্রাউট লাইনগুলোতে বিভিন্ন ধরনের ধুলা ময়লা জমে দাগ সৃষ্টি করে— আর তাই একটি গ্রাউট ব্রাশ এবং ডিটারজেন্ট মিশ্রিত পানি ব্যবহার করে নিয়মিত গ্রাউট গুলো পরিষ্কার করতে হবে। টাইলসের মেঝেকে দীর্ঘদিন দাগ মুক্ত রাখার জন্য একটি গ্রাউট সিলার ব্যবহার করা যেতে পারে। তাই টাইলসের মেঝে পরিষ্কার রাখতে অবশ্যই গ্রাউট পরিষ্কার রাখতে হবে।
৫. স্টিম ক্লিনিং করুন
টাইলসের মেঝে আরও সুন্দরভাবে পরিষ্কার রাখার জন্য অর্থাৎ গভীরভাবে পরিষ্কার করার জন্য একটি স্টিম ক্লিনার ব্যবহার করা যেতে পারে। স্টিম ক্লিনার সাধারণত বাষ্প বা বাতাসের মাধ্যমে টাইলসের মেঝে থেকে বিভিন্ন ধরনের ধুলো, ময়লা, পাথর ইত্যাদি অপসারণ করতে সহায়তা করে। স্টিম ক্লিনিং ব্যবহার করে খুব সহজেই টাইলসের মেঝে থেকে বিভিন্ন ধরনের ধুলো ময়লা এবং ব্যাকটেরিয়া অপসারণ করা যায় আর তাই টাইলসের মেঝেকে গভীরভাবে পরিষ্কার করার জন্য বা পরিস্কার রাখার জন্য অবশ্যই একটি স্টিম ক্লিনিং ব্যবহার করার বিষয়টি বিশেষ ভাবে মাথায় রাখতে পারেন।
৬. আসবাবপত্র থেকে মেঝে রক্ষা করুন
টাইলসের মেঝে দাগ মুক্ত এবং পরিষ্কার রাখার জন্য আসবাবপত্র থেকে মেঝেকে রক্ষা করতে হবে। ঘরের বিভিন্ন ধরনের আসবাবপত্র যেমন চেয়ার, টেবিল, সোফা, খাট ইত্যাদি নড়াচড়া করার সময় চেয়ার, টেবিল, সোফা, খাট এর পায়ের ঘষা থেকে টাইলসের মেঝেতে বিভিন্ন ধরনের দাগ বা স্ক্র্যাচ সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে অপসারণ করা কষ্টকর হয়ে যেতে পারে।
তাই এ ধরনের আসবাবপত্র থেকে সৃষ্ট দাগ ও ক্র্যাচ প্রতিরোধ করার জন্য এবং আসবাবপত্র থেকে মেঝেকে রক্ষা করার জন্য চেয়ার, টেবিল ইত্যাদি আসবাবপত্রের পায়ের নিচে প্রটেকশন প্যাড ব্যবহার করতে হবে। আসবাবপত্রের নিচে প্রটেকশন প্যাড ব্যবহার করলে আসবাবপত্র নড়াচাড়া করার সময় টাইলসের মেঝেতে কোনো ধরনের দাগ বা স্ক্র্যাচ পড়তে পারে না এবং মেঝে দীর্ঘদিন দাগ মুক্ত ও পরিষ্কার থাকে।
৭. ক্ষয়কারী ক্লিনার এড়িয়ে চলুন
টাইলসের মেঝে দীর্ঘদিন ভালো রাখতে এবং পরিষ্কার রাখতে হলে বিভিন্ন ক্ষয়কারী ক্লিনার বা ডিটারজেন্ট অথবা যেকোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা এড়িয়ে চলতে হবে বা বাদ দিতে হবে। বাজারে বিভিন্ন ধরনের ক্ষয়কারী ক্লিনার বা ডিটারজেন্ট পাওয়া যায় যা দিয়ে টাইলসের মেঝে ঘষলে বা মুছলে মেঝেতে বিভিন্ন ধরনের দাগ পড়ে যায় এবং মেঝের নানারকম ক্ষতি করে।
টাইলসের মেঝে দীর্ঘদিন ভালো রাখতে হলে এ ধরনের ক্ষয়কারী ক্লিনার বা ক্লিনিং প্যাড ব্যবহার করা এড়িয়ে চলতে হবে এবং সম্ভব হলে একেবারেই ব্যবহার করা বাদ দিতে হবে। প্রয়োজনের টাইলসের মেঝের সাথে সামঞ্জস্যপূর্ণ ক্লিনার ব্যবহার করে টাইলসের মেঝে পরিষ্কার করতে হবে।
৮. নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন
আপনার ঘরের টাইলসের মেঝে সবসময় পরিষ্কার রাখার জন্য নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি মেঝের রক্ষণাবেক্ষণও করতে হবে। নিয়মিত টাইলসের মেঝেতে পড়ে থাকা ধুলো, ময়লা, বালি ইত্যাদি পরিষ্কার করে ফেলতে হবে এবং সম্ভব হলে নিয়মিত মেঝে মোপিং করতে হবে।
মেঝে মোপিং করার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কারণ এর ফলে অতিরিক্ত পানি অনেক সময় মেঝের গ্রাউট লাইনে জমে থাকে এবং মেঝের ক্ষতি করতে পারে। একই সাথে টাইলসের মেঝের বিভিন্ন ধরনের স্বাভাবিক সমস্যা বা অসুবিধাগুলো তাৎক্ষণিকভাবে ঠিক করে ফেলতে হবে এবং এভাবে টাইলসের মেঝে অবশ্যই নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।
উপরোক্ত টিপসগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার ঘরের টাইলসের মেঝে সবসময় আপনি পরিষ্কার রাখতে পারবেন এবং দীর্ঘদিন যেকোনো ধরনের ক্ষতি ছাড়াই মেঝে রক্ষণাবেক্ষণ করতে পারবেন।
তাছাড়া আপনার বাসাকে নতুন রূপ দিতে সেবার পেশাদার হোম ক্লিনিং সার্ভিস নিতে পারেন।
শেষ কথা
বর্তমানে অধিকাংশ বাসা বাড়িতেই টাইলসের মেঝে দেখা যায় আর তাই উপরোক্ত টিপসগুলো সঠিক ভাবে অনুসরণ করে আপনারা খুব সহজেই সবসময় টাইলসের মেঝে পরিষ্কার রাখতে পারবেন। ধন্যবাদ সেবা ব্লগের সাথে থাকার জন্য।