হাজার হাজার মানুষ এখন iPhone, Samsung-এর মতো smartphone ব্যবহার করছে, আর তার সাথে সাথে smartphone repairing business পাল্লা দিয়ে বেড়েই চলছে। যেহেতু electronic কোন কিছুই চিরস্থায়ী না তাই smartphone servicing এর চাহিদাটাও বেশি। আর চাহিদা যার যত বেশি দাম তার তত বেশি। অনেক সময় market-এর অপ্রাসঙ্গিক মূল্যর কারনে অনেকই বাসায় ছোটখাটো সমস্যা নিজেই সমাধান করতে চায়। তাহলে চলুন দেখে নেয়া যাক smartphone-এর কিছু common সমস্যা এবং তার সহজ সমাধান-

ফেটে যাওয়া ফোন স্ক্রিন: আজকাল ফোন আমাদের সব কাজেই দরকার। ছবি তুলা থেকে শুরু করে texting, road map পর্যন্ত সব কিছুই। তাই হাতের থেকে ফোন পরে যাওয়াটা এখন খুবই স্বাভাবিক। ফেটে যাওয়া স্ক্রিন অস্থায়ীভাবে ঠিক করার একটি সহজ উপায় হচ্ছে toothpaste! একটু white toothpaste cracked screen এর উপর লাগালে কিছু দিনের জন্য  screen ভালো থাকবে।

 

ফোন বেশি গরম হয়ে যাওয়া: ছুটির দিনে অবসর সময় headphone এ গান শুনা সকলের পছন্দ। কিন্তু অতিরিক্তি সময় ধরে ফোন ব্যবহার করলে অনেক সময় ফোন গরম হওয়ার প্রবনতা দেখা যায়। এমন সমস্যার সমাধানের জন্য ফোনের background apps যেমন facebook, Instagram and Twitter বন্ধ রাখা উচিত। আর প্রচণ্ড রোদে ফোন না ব্যবহার করাই ভালো।

ফোন পানিতে পড়ে গেলে: ফোন পানিতে পড়ে গেলে, ফোন ঠিক হওয়ার সম্ভবনা খুবই কম। কিন্তু পানিতে পড়ার পর ফোন উঠিয়ে যদি দেখেন ফোন চলছে তাহলে সাথে সাথে ফোন বন্ধ করে ব্যাটারি খুলে পানি শুকাতে দিন। এতে করে ফোন নষ্ট হওয়ার সম্ভবনা কমে যাবে।

ফোন আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। আমরা সকলে সেরা service-টি চাই আমাদের ফোনের জন্য। তাই আমরা Sheba.xyz আছি আপানার কাছে সেরা service টি পোঁছে দেয়ার জন্য।

Sheba.xyz app Appliance Repair service

 Written By-Anika Tabasum

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS