রান্না করার জায়গাটি যদি খোলামেলা এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকে, রান্না করার আগ্রহ যেন বেড়ে যায়। এছাড়াও রান্নাঘর গুছানো থাকলে কাজ করতেও সুবিধা হয় এবং সব প্রয়োজনীয় জিনিসপত্র হাতের নাগালেও পাওয়া যায় আর কাজে সময়ও কম লাগে। কিন্তু আজকালকার যান্ত্রিক জীবনে রান্নাঘর পরিষ্কার ও পরিপাটি রাখা যেন এক বিশাল ব্যপার হয়ে দাঁড়িয়েছে। আপনার এই সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি কিছু সহজ টিপস।
- রান্নাঘরের একটি প্রধান সমস্যা হচ্ছে গ্যাস স্টোভের পাশে গ্রীজ/তেল জমে থাকা যা আপনার রান্নাঘরের সৌন্দর্য নষ্ট করছে। এই সমস্যা সমাধান করতে আপনার কিচেন কাউন্টার এর উপর রান্নার আগে কাগজ দিয়ে নিতে পারেন। এতে করে রান্নার সময় গ্রীজ, বা তেল এর তৈলাক্ত ভাব থাকবে না। রান্নার পর কাগজটি সরিয়ে ফেলুন।
- রান্নাঘর পরিস্কার করার সময় দুই বালতি পানি রাখবেন। ভিজা কাপড় দিয়ে মুছার পর দ্বিতীয় বালতীর পানিতে ভিজাবেন এতে করে ময়লা বেশি ভালো কাটবে।
- কিচেন বেসিন সপ্তাহে এক বার হলেও ফুটন্ত গরম পানি ঢালুন। এতে করে বেসিনে ময়লা আটকাবে না।
- ওভেন বা ফ্রিজ -এর নিচে ময়লা পরিস্কার করতে এখন আর কষ্ট করে এদের জায়গা থেকে সরাতে হবে না। একটি ভাঙ্গা লাঠিতে পুরান একজোড়া মুজো পেঁচিয়ে নিন। এবার ফ্রিজ এর নিচে মুজো দিয়ে টান দিলেই সব ময়লা চলে আসবে।
বাড়ির অন্যতম প্রধান বা গুরুত্বপূর্ণ জায়গা হলো রান্নাঘর। আর এই ঘরটি পরিষ্কার করতেই যেন সকল ঝামেলা। আপনার ঝামেলা একটু কমাতেই আমারা সহজ tips & tricks নিয়ে এসেছি। আর আপনার যেকোনো সার্ভিস সম্পর্কিত সমস্যার জন্য আমরা Sheba.xyz সবসময় পাশেই আছি।
Written By – Anika Tabasum