প্রত্যেক মানুষের কম বেশি একটি শখ থাকে আর তা হল, নিজের ঘর সুন্দর করে সাজানো ও গোছানো । ঘর সাজানোর জন্য কত কিছুই না করতে ইচ্ছা করে কিন্তু সব সময় তো আর সব কিছু করা হয়ে উঠে না। ইচ্ছা থাকলেও হয়তো কেনা হয়ে ওঠে না, ঘর সাজানোর পছন্দের জিনিসটি। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে খুব কম খরচেই নতুন আঙ্গিকে সাজাতে পারো নিজের ঘরটি। জেনে নাও ঘর সাজানোর সহজ কিছু কৌশলঃ
- ঘরকে আকর্ষনীয় করে তুলতে রঙের একটি বড় ভূমিকা রয়েছে। ঘরের আকার দেখে রং পছন্দ ও নির্ধারণ করা উচিত । হালকা রংয়ে ঘরকে বড় দেখায়। আর গাঢ় রংয়ে ঘরকে ছোট দেখায়। যদি নতুন করে রং করা সম্ভব না হয় তবে আগের রঙের উপর নতুন এক কোট রং লাগিয়ে নাও, দেখবে ঘরের উজ্জ্বলতা বেড়ে গেছে।
- অল্প খরচে ঘরে আভিজাত্য ফুটিয়ে তুলতে চাইলে ল্যাম্পের জুড়ি নেই। ঘরের কোণে একটি রঙিন ল্যাম্প রেখে দাও। সেটা হতে পারে হলুদ, লাল, নীল, কমলা কিংবা সবুজ। অথবা বেশ কিছু রঙের মিশ্রনে তৈরী ল্যাম্পও পাওয়া যায় বাজারে। এছাড়া ঝুলানোর জন্য বিশেষ কিছু ল্যাম্প পাওয়া যায়। এর যেকোনো একটা ল্যাম্প ঘরের কোণে রেখে দিতে পারো।
- আপনার নিজের শোওয়ার ঘর যেন আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে৷ তাই প্রয়োজনে ডিজাইনিংয়ে আনো অফ-সেন্টার ভাবনা৷ বেডের পিছনের দেয়ালে একটি ফটো গ্যালারি তৈরি করে নিতে পারো।
- জানালার পর্দা, সোফা ও কুশন কভারে উজ্জ্বল রং বেছে নাও। সুতি বা খাদি কাপড়ে ব্লক করে নিতে পারো। বাঁশের ল্যাম্পশেড আর মাটির পটারিতে কয়েকটি ইনডোর প্লান্ট দিয়ে একটা কর্নার সাজাতে পারো। হয়ে গেল কম খরচে ঘরের রুচিশীল সাজ।
ঘর হচ্ছে প্রশান্তির ছায়া। কে না চায় সারাদিন পর একটি গুছানো সুন্দর ঘরে ফিরতে। ঘরে নানা ধরণের টুকিটাকি জিনিসপত্র থাকে, যদি ঘরকে আরও সুন্দর দেখতে চাও তাহলে টুকিটাকি জিনিসপত্র গুলোর দিকেও নজর দিতে হবে। আর তোমার সাহায্যে Sheba.xyz তো আছেই।
Written By-Anika Tabasum