আজকাল কাপড় পরিষ্কারের জন্য প্রায় বাসাতেই ওয়াশিং মেশিনের ব্যবহার দেখা যায় । চাকরিজীবীদের জন্য, প্রতিদিন কাপড় পরিষ্কার করা যথেষ্ট সময় ও শ্রমসাধ্য ব্যাপার । অনেকেই আবার সপ্তাহে একবার কাপড় পরিষ্কার করে থাকেন । ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করা যেমন সুবিধাজনক, তেমনি আরামদায়ক ও বটে । কাজের সুবিধার ভিত্তিতে, এটি বর্তমান সময়ের একটি জনপ্রিয় হোম অ্যাপ্লায়েন্স । যত্নে রাখুন আপনার ওয়াশিং মেশিন, যত্নে থাকুক আপনার কাপড় !
বাজারে বিভিন্ন দামের ও ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে । আপনার বাজেট ও চাহিদার উপর ভিত্তি করে আজই কিনে ফেলুন আপনার ওয়াশিং মেশিনটি । এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন পাওয়া যায়, যেমন – অটোমেটিক, সেমি-অটোমেটিক ও ম্যানুয়াল ওয়াশিং মেশিন । ওয়াশিং মেশিন কেনার পূর্বে জেনে নিন কোন ধরনের ওয়াশিং মেশিন আপনার জন্য সহায়ক ।
Automatic Washing Machine:
সম্পূর্ণ অটোমেটিক ওয়াশিং মেশিন আপনার কাপড় ধোয়া, পরিষ্কার ও শুকানোসহ সব কাজ স্বয়ংক্রিয়ভাবেই করে থাকে । আপনি চাইলে গরম পানি দিয়েও কাপড় পরিষ্কার করতে পারবেন । এটির আবার দুই ধরনের সিস্টেম রয়েছে – ফ্রন্ট লোড ও টপ লোড । তুলনামূলকভাবে, অন্যান্য ওয়াশিং মেশিনের চেয়ে এর দামও কিছুটা বেশি ।
Semi-automatic Washing Machine:
সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন ও অটোমেটিক ওয়াশিং মেশিনের মতো কাপড় পরিষ্কার ও শতকরা ৭০-৭৫ ভাগ শুকানোর কাজটি করে থাকে, তবে এখানে পরিমাণমতো পানি আলাদা করে দিতে হয় । অটোমেটিক ওয়াশিং মেশিনের চেয়ে এর দাম তুলনামূলকভাবে কম হয় ।
Manual Washing Machine:
ম্যানুয়াল ওয়াশিং মেশিনে নির্দিষ্ট বাটন চেপে পরিষ্কারের কাজটি করা হয় এবং পরিষ্কারের পর কাপড় ভেজাই থাকে যা রোদে বা বাতাসে শুকাতে হয় । তবে, এই ধরনের মেশিনে বিদ্যূৎ খরচ কম হয় । সব মেশিনের চেয়ে, এর দামও কিছুটা কম ।
ওয়াশিং মেশিনের ব্যবহার আপনার সময় ও বাড়তি কাজের ঝামেলা দুটিই বাঁচায় এবং হাতে পরিষ্কারের মতই আপনার কাপড়ের দাগ দূর করতে সাহায্য করে। এটির সঠিক মেইনটেন্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ । আপনার ওয়াশিং মেশিনের যে কোন ত্রুটি বা সমাধানের জন্য Sheba.xyz সবসময়ই আছে আপনার পাশে ।