বর্তমানে এই ডিজিটাল যুগে কম্পিউটার ছাড়া একটি দিন ও চিন্তা করা যায় না । ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের মধ্যে ল্যাপটপের ব্যবহারই সবচেয়ে বেশি সুবিধাজনক । ল্যাপটপ ব্যবহারের সময় অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকেন । কাজের মাঝে ল্যাপটপ হ্যাঙ্গ হয়ে যাওয়া বা স্লো হলে কার না বিরক্ত লাগে!

বিভিন্ন কারনে আপনার ল্যাপটপটি স্লো হয়ে পরতে পারে । কিছু টিপস জেনে নিয়ে আপনার ল্যাপটপের গতি বাড়িয়ে নিন আর কাজ করুন নিশ্চিন্তে।

– হার্ড ড্রাইভ থেকে ডুপ্লিকেট ও জাঙ্ক ফাইল ক্লিয়ার করুন নিয়মিত । হার্ড ডিস্কে লোড বেশি থাকলে ল্যাপটপের গতিও কমে যায় ।
– বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করার সময় অন্যান্য যে জিনিসগুলো ডাউনলোড হয় সেগুলো সাধারণত কাস্টম টুলবারে সংযুক্ত হয়। ল্যাপটপ দ্রুত করতে চাইলে এগুলো সব মুছে ফেলুন।
– অপ্রয়োজনীয় প্রোগ্রাম ও ফাইল, যদি প্রয়োজন না হয় কন্ট্রোল প্যানেল থেকে আন-ইনস্টল করুন ।
– ল্যাপটপে একটানা অনেকক্ষণ কাজ করতে থাকলে ল্যাপটপ গরম হয়ে যায়, এতে ল্যাপটপের গতি কমে যেতে পারে । ল্যাপটপ ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে এক্সট্রা কুলিং ফ্যান ব্যবহার করতে পারেন ।
– ল্যাপটপের গতি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ও রয়েছে । আপনি চাইলে পেইড বা ফ্রী ভার্সন ব্যবহারের মাধ্যমে ও ল্যাপটপের গতি বাড়িযে নিতে পারেন ।
– আপনার ল্যাপটপের জন্য অ্যান্টি-ভাইরাস ব্যবহার করুন এবং ল্যাপটপের পারফর্মেন্স বাড়াতে নির্দিষ্ট সময় পর পর অ্যান্টি-ভাইরাস আপডেট করুন ।

এছাড়া, আপনি ল্যাপটপ বা ডেস্কটপ যা ই ব্যবহার করুন না কেন আপনার কম্পিউটারটি নিয়মিত পরিষ্কার রাখুন । পরিচ্ছন্ন এবং ধুলামুক্ত জায়গায় ল্যাপটপ রেখে কাজ করুন । বাসা বা কর্পোরেট অফিসে ল্যাপটপ সার্ভিসিং এর জন্য নিতে পারেন Sheba.xyz থেকে ল্যাপটপ রিপেয়ার সার্ভিস

Sheba.xyz app Appliance Repair service

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS