এসি একটি বৈদ্যুতিক যন্ত্র, তাই কখন এসিতে সমস্যা দেখা দিবে তা বরাবর অনিশ্চিত। তবে এসি’র এমন কিছু সমস্যা আছে যা আপনি নিজেই সমাধান করতে পারেন। কিভাবে সমাধান করবেন তা জানা থাকলে আপনি নিজেই আপনার পুরনো এসি বাড়িতে সার্ভিসিং করিয়ে নিতে পারেন। তার জন্য মেক্যানিককেও ডাকার প্রয়োজন হবে না, আবার একগাদা টাকাও খরচ হবে না। তবে তার কৌশলটাতো আপনাকে অতি অবশ্যই জেনে নিতে হবে।

রোদের তেজ যতো বাড়ছে, ঘরের এসি’র তাপমাত্রা এক দাগ করে কমছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এসি’র তাপমাত্রা কমিয়েই চলেছেন, কিন্তু তাঁদের ঘর কিছুতেই ঠান্ডা হচ্ছে না। ভাবছেন, এসিটা পুরনো হয়ে গিয়েছে বলে এমনটা হচ্ছে। তা কিন্তু নয়। আসলে আপনার এসি শীতকালের পর এই প্রথম পরপর কয়েক দিন চালালেন। কিন্তু শীতের পর চালাতে গিয়ে এসিটার এখনও পর্যন্ত সার্ভিসিংই করানো হয়নি। মেকানিককে ডাকার ঝক্কি অনেক। প্রথমে মেকানিক খুঁজে বের করো, তারপর মেকানিকের সাথে বার্গেনিং করো, তারপর এসি’র মেরামত! এই ঝক্কি থেকে মুক্তি পেতে একটা বিষয় আপনার জেনে রাখা উচিত। আপনি নিজেই আপনার পুরনো এসি বাড়িতে সার্ভিসিং করিয়ে নিতে পারেন। তার জন্য মেকানিককেও ডাকার প্রয়োজন হবে না, আবার একগাদা টাকাও খরচ হবে না। তবে তার কৌশলটাতো আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। তাহলে চলুন, জেনে নেওয়া যাক কীভাবে আপনি নিজেই আপনার এসি সার্ভিস করবেন।

সকেট থেকে এসি’র প্লাগ খুলুন

বাড়িতে নিজে নিজে AC সার্ভিসিং করতে আপনাকে প্রথমেই নিশ্চিত করতে হবে এসিটা যেন বন্ধ থাকে। তারপর সকেট থেকে প্লাগটা আনপ্লাগ করতে হবে। তবে এসি সার্ভিসিং করতে যে আপনার ঘর একটু নোংরা হবে, সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আপনি যদি ঘর পরিষ্কার রেখেই তারপর এসিটা সার্ভিস করতে চান, তাহলে ঘরের মেঝেতে একটা চাদর বিছিয়ে নিতে পারেন। তারপর যথাক্রমে এয়ার কন্ডিশনার সার্ভিসিংয়ের প্রক্রিয়া শুরু করুন।

স্প্লিট এসি’র সাইড লক খুলুন

এরপর আপনাকে এয়ার কন্ডিশনারটি খুলতে হবে। প্রথমে ইনডোর ইউনিটটি খুলুন। ইনডোর ইউনিট খোলার জন্য আপনাকে স্প্লিট এসির সাইডের লকটি খুলতে হবে। সেটি খোলার পর আপনি দুটি ফিল্টার দেখতে পাবেন, যা আপনাকে বের করতে হবে। তার জন্য ফিল্টারগুলি একটু উপরের দিকে তুলে আপনাকে সেগুলো বের করতে হবে।

এসি’র ফিল্টার পরিষ্কার করুন

এবার আপনাকে এসি’র ফিল্টার এবং কুলিং কয়েল পরিষ্কার করতে হবে। ফিল্টার পরিষ্কার করা জরুরি কারণ, এগুলিতে প্রচুর পরিমাণে ধুলো জমে থাকে। সাবানের পানি দিয়ে ভাল করে ফিল্টার ধুয়ে নিতে পারেন। তারপর একটি কাপড় দিয়ে মুছে নিতে পারেন। ফিল্টার পরিষ্কার করা শুনলে খুব জটিল মনে হোলেও, প্রক্রিয়াটি খুবই সহজ।

এসি’র কয়েল পরিষ্কার করুন

মনে রাখবেন, আপনার Split AC-র কয়েলে ময়লা জমলে তা আপনার ঘর ঠান্ডা হওয়াকে সবথেকে বেশি প্রভাবিত করে। তাই, স্প্লিট এসির কয়েল পরিষ্কার করা খুব জরুরি। সেটা করতে আপনাকে একটি টুথব্রাশ নিতে হবে। সেই ব্রাশ দিয়েই আপনাকে কয়েলের উপর থেকে নীচে পরিষ্কার করতে হবে।

প্রাথমিকভাবে এসি’র যত্ন নিতে উপরোক্ত সার্ভিসিং টিপসগুলোই যথেষ্ট। তবে, এসি’র রিপেয়ার বা যত্নের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলো যদি কার্যকরী না হয় তাহলে একজন এক্সপার্টের সাহায্য। আর এক্সপার্ট তো চাইলেই পাওয়া যায় না। অযোগ্য মেকানিক দিয়ে এসি দেখানো আর হাতুড়ে ডাক্তার দিয়ে অপারেশন করা একি কথা। তাহলে কিভাবে পেতে পারে এক্সপার্ট টেকনিশিয়ানের খোঁজ? Sheba.xyz-এ রেজিস্টার্ড আছে একাধিক স্পেশালিষ্ট বা দক্ষ মেকানিক। মেকানিকদের প্রোফাইল দেখে সিলেক্ট করুন আপনি কার হাতে এসি’র সার্ভিসিং বা রিপ্লেসমেন্ট করতে চান। তারপর আপনার সুবিধামতো দিন তারিখ ও সময় ঠিক করে সার্ভিস কনফার্ম করলেই নির্ধারিত সময়ে এক্সপার্ট মেকানিক এসে হাজির হবে আপনার কাছে, কষ্ট করে খুঁজে আনতে হবে না কাওকে। সার্ভিসম্যান যখন আপনার এসি ঠিক করবে তখন অবশ্যই এসি’র যাবতীয় ছোট-বড়ো সকল সমস্যা খুলে বলতে হবে।

এসি’র সার্ভিসিং- এর ক্ষেত্রে আপনার যাতে হবে একজন এসি টেকনিশিয়ান কী ধরনের কাজ করেন?

  • এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর ইন্সটলেশনে সাহায্য করা;
  • কাস্টমারের অনুরোধে নির্দিষ্ট সময় পরপর এয়ার কন্ডিশনার/রেফ্রিজারেটর ঠিক আছে কিনা, তা পরীক্ষা করা;
  • এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে মূল সমস্যা খুঁজে বের করা ও যন্ত্রাংশ মেরামত করা;
  • প্রয়োজনে যন্ত্রাংশ বদলে দেয়া।

AC-servicing at Sheba.xyz

আপনার আর জানতে হবে একজন এসি টেকনিশিয়ানের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • এইচভিএসি-আর (HVAC-R) অর্থাৎ হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন নিয়ে সম্যক ধারণা;
  • বৈদ্যুতিক যন্ত্র নিয়ে কাজ করার দক্ষতা;
  • খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেবার ক্ষমতা;
  • ধৈর্য।

এক্সপার্টের হাতের ছোঁয়া পাওয়ার পরে যদি এসি ঘন ঘন ঝামেলা করে তাহলে এসিটা রিপ্লেস করাই উত্তম। কারণ, এসি যদি পুরোপুরি ফিট না থাকে তাহলে বিদ্যুৎ বিল আসবে বেশি, আর মাঝে মাঝে এসি মেরামতের ঝক্কি তো আছেই। কয়দিন পর পর এসি’র সমস্যা দেখা দিলো মানে টাকা খরচ, সময় খরচ, দুশ্চিন্তা এবং ব্যস্ত জীবনে বাড়তি চাপ।

যত্ন সহকারে এসি ব্যবহার করুন, এসিতে কোনরকম ঝামেলা দেখা দিলে দেরি না করে দক্ষ টেকনিশিয়ানের দ্বারস্থ হন। সবচেয়ে ভালো সমাধান পেতে Sheba.xyz-এ সার্ভিস নিয়ে নিশ্চিন্তে থাকুন।

Service app in Bangladesh- Sheba.xyz

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS