নিজেকে আরো আকর্ষনীয় ও সুন্দর করে উপস্থাপন করতে, সৌন্দর্য চর্চা নিয়ে মেয়েদের আগ্রহের যেন শেষ নেই! যুগের সাথে তাল মিলিয়ে আজকাল তরুনী থেকে শুরু করে সব বয়সী মহিলাদের মধ্যে অল্প হলেও সৌন্দর্য্য চর্চার প্রবণতা লক্ষনীয় ।

সবসময় পার্লারে যেয়ে সৌন্দর্য চর্চা করা যথেষ্ট সময়সাধ্য ব্যাপার, তাছাড়া চাকরীজীবিদের অনেকেই পার্লারে যাওয়ার প্রয়োজনীয় সময় পান না । এছাড়া ও অনলাইনে রয়েছে বিভিন্ন ধরনের বিউটি সেবা । ত্বকের যত্নে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস ও পণ্য পাওয়া যায় । তবে, কসমেটিকস এর চেয়ে প্রাকৃতিক উপায়ে রূপচর্চার কার্যকারিতা অনেক বেশি । তাই আজ দিচ্ছি প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই সৌন্দর্যচর্চার কিছু কার্যকরী টিপস ।

  • কাচাঁ হলুদ ও চন্দনের গুঁড়া ত্বকের যত্নে খুবই উপকারী উপাদান । এর মিশ্রণ ত্বকে লাগালে ব্রণের দাঁগ দূর হয় এবং আপনার ত্বক হয়ে উঠবে কোমল ও উজ্জ্বল ।
  • মধু ও মূলতানি মাটির ফেসপ্যাক ত্বকে জমা হওয়া অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে করবে সজীব ও কোমল । পরিমাণমতো মধু ও মূলতানি মাটির সাথে পানি মিশিয়ে ফেসপ্যাক তৈরী করে ব্যবহার করুন শরীরের সব অংশে ।
  • টমেটোর পেস্ট ত্বক পরিষ্কারের জন্য অনেক উপকারী যা ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। টমেটোর পেস্ট তৈরী করে মুখে লাগিয়ে রেখে দিন ১৫ মিনিট তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন আর পান সতেজ ত্বক।
  • চুল ভালো রাখতে টক দই, মধু ও পাকা কলা মিশিয়ে প্যাক তৈরী করে সপ্তাহে একবার চুলে লাগাতে পারেন ।
  • হাত ও পায়ের যত্ন নিতে হালকা কুসুম গরম পানি দিয়ে প্রতিদিন বাইরে থেকে আসার পর হাত ও পা পরিষ্কার করুন । এরপর আপনার পছন্দের যে কোন ব্র্যান্ডের লোশন বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন ।
  • কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সাথে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট কখনোই ফেটে যাবে না।

Beauty care at home by Sheba.xyz

 

এছাড়া সুস্থ থাকতে প্রতিদিন ফলমূল খান ও প্রচুর পরিমাণে পানি পান করুন । সম্প্রতি আপনাদের সুবিধার জন্য Sheba.xyz এ নতুন যুক্ত হয়েছে অনলাইনে সৌন্দর্য্য সেবা। আপনার প্রয়োজনীয় সব ধরনের সার্ভিসের জন্য আমরা আছি আপনার পাশেই ।

Service app in Bangladesh- Sheba.xyz

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS