আপনি জানেন কি, গ্রীষ্মকালে আপনার শরীরের সাথে সাথে আপনার বাসারও কিছু যত্নোর প্রয়োজন রয়েছে? তাপমাত্রা যেন সবকিছুকেই প্রভাবিত করে। সেটা আমাদের শারীরিক পরিবর্তন হোক বা ঘরের আবাহওয়া। মার্চ মাস যেন শেষ হয়ে এল, ইতিমধ্যেই গ্রীষ্মর প্রভাব যেন পরতে শুরু করেছে। এখনই হচ্ছে সঠিক সময় নিজের ঘরকে গ্রীষ্মকালের জন্য প্রস্তুত করার। আসুন দেখে নেই কিছু সহজ টিপসঃ
- কেমন হবে যদি গরম আসার সাথে সাথে আপনার AC-টি কাজ করা বন্ধ করে দেয়? আপনি এটা একদমই চান না তাইতো? এই সমস্যার থেকে বাঁচতে গরমের আগেই একবার AC মেইনটেনেন্স করিয়ে ফেলুন।
- গ্রীষ্মের গরম থেকে বাঁচতে আমরা কতকিছুই না করি। অনেক সময় দেখা যায় AC এর পাশাপাশি অনেকে ceiling fan ব্যবহার করে। গ্রীষ্মকাল আসার আগে fan-টি পরিষ্কার করে ফেলুন। অনেক সময় দেখা যায় দীর্ঘ্ দিন ফ্যান বন্ধ রাখার কারনে ফ্যানের কিছু বেসিক সার্ভিসিং-এর দরকার হতে পারে তাহলে চটজলদি করিয়ে ফেলুন।
- তাপমাত্রা বারার সাথে সাথে ফাংগাশ ও ব্যাকটেরিয়ার প্রভাব যেন বেঁড়ে যায় এমনকি ফ্রিজেও হতে পারে এর উৎপত্তি। তাই ফ্রিজেও খাবার জলদী নষ্ট হয়ে যেতে পারে। এজন্য গরমকাল আসার আগেই ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখুন ফ্রিজ একবার ভালো করে পরিষ্কার করে নিতে পারলে ভালো। এছাড়া ফ্রিজেরও একটি বেসিক সার্ভিসিং করিয়ে নিতে পারেন।
গ্রীষ্মকাল যেন ফ্রেস ফল খাওয়া এবং ছুটি কাটানোর সময়। কিন্তু গ্রীষ্মর জন্য আগে থেকে প্রস্তুত না থাকলে এই সুন্দর সময়টি ভয়ানক স্বপ্নেও পরিণত হতে পারে তাই যথা সময়ে কাজগুলো সেরে ফেলুন আর যেকোনো সমস্যার সমাধান দিতে Sheba.xyz-তো আছেই। Have a happy summer!
Written By-Anika Tabassum