অবসাদ আর ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রতিদিনের ব্যস্ত রুটিন থেকে নিজেকে একটু ছুটি দিন । গতিময় জীবনকে বিশ্রাম দিয়ে হাতে একটু বেশী সময় নিয়ে ঘুরে আসুন প্রকৃতির কাছ থেকে । আজ জেনে নিন ঢাকার বাইরে জেলাগুলোতে ঘুরে আসার মতো কিছু জায়গা সম্পর্কে ।
ঢাকার বাইরে ট্যুর প্ল্যান করার জন্য সেরা জায়গা
কুয়াকাটা সমুদ্র সৈকত:
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা ঘুরে বেড়ানোর জন্য একটি অসাধারন জায়গা । জেনে রাখুন, কুয়াকাটা দক্ষিন এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূযাস্ত উভয় দৃশ্যই অবলোকন করা যায় । সমুদ্র সৈকত ছাড়াও দেখার মতো রয়েছে রাখাইন পল্লী, ইকোপার্ক ও জাতীয় উদ্যান, চরগঙ্গামতি, ফাতারার বন, পিকনিক স্পট, মিউজিয়ামসহ আরো অনেক কিছু।
সাজেক ভ্যালী:
পাহাড়ের কোলে আর মেঘেদের খুব কাছে থাকতে চাইলে সাজেকের বিকল্প পাওয়া কঠিন । মেঘের রাজ্য সাজেকের অপার সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না । তবে কম খরচে যেতে চাইলে বিভিন্ন ট্যুর ও ট্রাভেল গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন অথবা বন্ধুুরা মিলেও প্ল্যান করতে পারেন । পাহাড় ছাড়াও দেখার মতো রয়েছে বিভিন্ন প্রাকৃতিক ঝর্না, বনবিহার, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ইত্যাদি ।
বিছানাকান্দি:
জল-পাথর আর পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে পারেন সিলেট শহর থেকে একটু দূরে বিছানাকান্দিতে । সিলেটের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, আপনি চাইলে আপনার সুবিধামতো বাসে, ট্রেনে বা প্লেনে করে যেতে পারেন ।সিলেটে চাইলে ১ দিনে যেয়ে ফিরে আসতে পারেন । আর একদিন থেকে আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখতে চাইলে আপনার বাজেটের মধ্যেই শহরের কাছে পেয়ে যাবেন ভালো মানের হোটেল/রিসোর্ট ও থাকার জায়গা ।
ফয়েজ লেক:
ফযেজ লেক চট্রগ্রামের খুলশি এলাকায় অবস্থিত একটি থিম পার্ক । এছাড়াও এখানে রয়েছে সবুজ পাহাড় ও হ্রদ – সব মিলিয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশ। সপ্তাহে ৭ দিনই এটি খোলা থাকে, তাই বন্ধের দিন নিয়ে চিন্তা নেই । পরিবার ও বাচ্চাদের নিয়ে হৈচৈ করার মতো নি:সন্দেহে একটি দারুণ জায়গা । ফয়েজ লেকে নিজস্ব রিসোর্ট রয়েছে, ঢাকা থেকে গেলে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে পারেন। অথবা কম খরচে চাইলে রিসোর্টের বাইরেও বাজেটের মধ্যেই হোটেল ভাড়া করতে পারেন ।
কক্সবাজার সী-বীচ:
কক্সবাজার পর্যটকদের কাছে ঘোরার অন্যতম জনপ্রিয় স্থান । কক্সবাজারে দেখার মতো অনেক কিছু আছে, তাই সেখানে গেলে হাতে ২/৩ দিন সময় নিয়ে যাওয়াই ভালো । সী-বিচ ছাড়াও ঘুরে আসতে পারেন রামু বোদ্ধ বিহার, টেকনাফ, ইনানী বীচ, সোনাদিয়া দ্বীপ, হিমছড়ি, মহেশখালি থেকে । কক্সবাজারে থাকর জন্য হোটেলের অভাব হবে না, কলাতলীর কাছে আপনার চাহিদা মতো পেয়ে যাবেন হোটেল বা মোটেল ।
এছাড়াও ঘোরার জন্য রয়েছে বিভিন্ন ধরনের মনোরম পরিবেশের রিসোর্ট । আপনার ভ্রমন হোক নিরাপদ আর আনন্দময় । যে কোন রেন্ট এ কার সার্ভিস, অন ডিমান্ড ড্রাইভার বা ট্যুরিস্ট বাসের জন্য Sheba.xyz তে অর্ডার করতে পারেন ।