Sheba.xyz এর পথচলার শুরু থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে তা হচ্ছে পেশাদার গৃহকর্মী পাওয়া যাবে কবে থেকে। এটি বাস্তবায়ন করা সহজ কোন কাজ ছিলো না। প্রশিক্ষিত কর্মী তৈরি করা একদিকে যেমন কঠিন ছিলো, অন্যদিকে আর্থিক দিক বিবেচনা করে গ্রাহকের চাহিদা পূরণ করাও ছিলো চ্যালেঞ্জিং!
BRAC এগিয়ে আসায় সমাধান হয় যথাযথ প্রশিক্ষণ প্রদানের। মাঠ পর্যায়ের কর্মীদের দীর্ঘ যাচাই বাছাই এর প্রেক্ষিতে তৈরি করা হয় উপযুক্ত কর্মীদের ডাটাবেজ। এছাড়াও উভয়পক্ষ থেকেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করাও ছিলো অন্যতম গুরুত্বপূর্ন কাজ।
এই প্রকল্প শুরু করা দুই-একদিনের কাজ ছিলো না। আমরা গত তিন বছর ধরে নিজেদের গড়ে তুলেছি এই পর্যায়ে পৌঁছানোর জন্য। যে কাউকে এ কাজে নিয়ে এসে আমাদের প্রতি গ্রাহকদের আস্থার জায়গাটি হারাতে চাইনি কখনোই।
অন্যদিকে এটি যে আর দশটা সম্মানজনক পেশার মতোই একটি পেশা সেটা সমাজে প্রতিষ্ঠিত করাও আমাদের দায়িত্ব বলে মনে করি। যারা বিশ্বের উন্নত দেশে থেকেছেন তারা জানেন ডোমেস্টিক সার্ভিস অন্য কোন পেশার চেয়েই কম সম্মানজনক বা কম আয়ের পেশা নয়।
Sheba.xyz এর সিইও জনাব আদনান ইমতিয়াজ হালিম গ্রাহকদের চাহিদা এবং গৃহকর্মীদের জন্য টেকসই কাজের ক্ষেত্রের যোগসংযোগ ঘটানোর উপর গুরুত্ব দেন। তিনি জানান যে,
“আমাদের উদ্দেশ্য ছিল মূলতঃ আমাদের গ্রাহকদের প্রয়োজনীয়তা বুঝতে পারা এবং একই সাথে পেশাদার গৃহকর্মীদের জন্য একটি সম্মানজনক এবং টেকসই কাজের ক্ষেত্র তৈরি করা।”
এই সার্ভিসটির জন্য পাইলট পর্যায়ে BRAC এর সহায়তায় আমরা ৩০০ জন গৃহকর্মীকে প্রশিক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছি। তাদের দক্ষতা এবং গ্রাহকের সন্তুষ্টির উপর নির্ভর করবে আমরা সামনের দিনগুলোতে এই প্রোজেক্ট নিয়ে কতদূর পর্যন্ত যাবো।
সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া পাইলট প্রোগ্রামে আমরা ১৫ দিনের জন্য ৩০টি ফ্রি ট্রায়াল দিচ্ছি। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে কমার্শিয়াল সার্ভিস প্রদান। সার্ভিসটি প্রি-বুক করতে চাইলে ক্লিক করুন এখানে।
আমাদের এই পথচলায় আপনাদের সকলের সহযোগীতা একান্ত কাম্য।
1 Comment
Shimmi momena ismail sarker
Need a good house staff for cleaning and other household works. No cook staff needed