নিম্নমানের এসি ব্যবহার কিংবা এসির উপর অনেক বেশি চাপ প্রয়োগ করলে, আবার অনেক সময় দীর্ঘক্ষণ যাবৎ এসি অন রাখলে এসি বিস্ফোরণ বা ব্লাস্ট হতে পারে। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো এসি বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে মারাত্মক ক্ষয়ক্ষতি এমনকি মৃত্যুর মতো ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এমতাবস্থায় সতর্কতা অবলম্বনের কোনো বিকল্প নেই। এরই অংশ হিসাবে চলুন sheba.xyz এর আজকের ব্লগে এসি বিস্ফোরণের কারণ সম্পর্কে জানি এবং সচেতন হই!
তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে অর্থাৎ শীতের শুরু থেকেই আপনার ঘর গরম এবং আরামদায়ক রাখা অপরিহার্য। বেশিরভাগ সময়ই আপনার ঘরের উষ্ণতা বজায় রাখতে আপনাকে এয়ার কন্ডিশনারের উপর নির্ভর করতে হয়। এ সময় এসির সঠিক কার্যকারিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এখানেই এই শীতে Sheba.xyz এর AC Servicing সেবা আপনার ঘরকে আরামদায়ক করতে কাজ করছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে জরুরী মেরামত সবই Sheba.xyz এর প্রশিক্ষিত টিম আপনার এসি মসৃণভাবে চালু রাখতে নির্ভরযোগ্য সেবা প্রদান করে আসছে। সুতরাং Sheba.xyz-এর এসি সার্ভিসিংয়ের মাধ্যমে আপনার ঘরকে উষ্ণ রাখুন। এখন চলুন এই পোস্টে Sheba.xyz-এর এসি সার্ভিসিং নিয়ে আলোচনা করি।
এসি’র প্রয়োজন ও গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ায় এখন ঘরে ঘরে এসি! কারও বাড়িতে উইন্ডো এসি, আবার কেউ ব্যবহার কড়ছে স্প্লিট এসি। তবে যেই ক্যাটাগরির এসি চালান না কেন, সঠিকভাবে এসি চালানোর কয়েকটা নিয়ম রয়েছে যা জেনে রাখা ভালো। সেই নিয়মগুলো না মেনে আমরা যদি ভুলভাল নিয়মে এসি চালাই, তাহলে এসি নষ্ট হতে পারে, হতে পারে বড়ো ধরনের বিপদ।
সময়ের সাথে সাথে এসিতে যুক্ত হয়েছে নতুন নতুন প্রযুক্তি। আর এই প্রযুক্তির কল্যাণে এখন বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরন ও রকমের এসি। সেন্ট্রাল এবং ডাক্টলেস মিনি স্প্লিট এসি এর মধ্যে অন্যতম। বেশিরভাগ ইউজার এই দুই ধরনের এসিই বেশি ব্যবহার করে। চলুন জেনে নেওয়া যাক স্প্লিট এসি ও ওয়াল এসি এর মধ্যে পার্থক্য এবং বিস্তারিত।
এসি’র ছোট বড়ো সমস্যা নিয়ে দুশ্চিন্তা করছেন? দুশ্চিন্তা না করে আসুন এসি’র সাধারণ কিছু সমস্যা এবং সমাধান সম্পর্কে জেনে নেওয়া যাক। এসি’র সাধারণ সমস্যা সম্পর্কে কিছু ধারনা রাখলে আপনি সহজেই এসি’র বেস্ট সার্ভিস উপভোগ করতে পারবেন। যেহেতু গ্রীষ্মের তীব্রতা মোকাবিলা করতে এসি ছাড়া আমাদের চলেই না, তাই এসি’র কিছু খুঁটিনাটি সমস্যা ও সমাধান সম্পর্কে কিছুটা ধারনা না থাকলেই নয়। একজন ব্যবহারকারী হিসেবে সবারই এয়ার কন্ডিশনের কিছু সাধারণ সমস্যা সম্পর্কে জেনে রাখা দরকার। এতে করে, ব্যবহারকারী নিজেই নিজের এসি’র সঠিক যত্ন করতে পারবে। এছাড়া, একজন ব্যবহারকারী প্রয়োজনের মুহূর্তে টেকনিশিয়ান ডাকলে তাকে ভালো করে সমস্যার কথা বুঝিয়ে বলতে পারবে।
প্রতিদিনের জীবন সহজ করতে আমরা যতো ধরনের বৈদ্যুতিক যন্ত্র বা গ্যাজেট ব্যবহার করি, সেগুলোর উপযুক্ত যত্নের প্রয়োজন আছে। যেমন ধরুন, আপনার হাতের স্মার্টফোনের কথাই যদি ধরি, তাহলে ডিভাইসটিতে আপনি স্ক্রিন প্রটেক্টর, মোবাইল কভার ইত্যাদিসহ আরও বিভিন্ন ধরনের প্রটেকশন ব্যবহার করেন। এই যত্ন করছেন শখের ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য। এসিও এর ব্যাতিক্রম নয়। বরং, সঠিক নিয়মে যদি এসি’র যত্ন না করলে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে এবং সেই সাথে বড়ো আকারের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। যদি এসি থেকে ভালো মানের সেবা পেতে চান তাহলেও আপনাকে নিয়মিত এসি সার্ভিসিং করতে হবে।
এসি যদি ঠিকভাবে ম্যানেজ এবং অপারেট করতে না পারেন, তাহলে ইলেকট্রিক বিল বেশি আসতে পারে। সেই সঙ্গেই আবার অচিরেই আপনার এয়ার কন্ডিশনার তার কার্যক্ষমতা হারাতে পারে। একসময় দেখা যাবে এসি আপনার ঘর ঠিক করে ঠান্ডাও করতে পারবে না। এদিকে এত দাম দিয়েও একটা এসি কেনার পরে সেটি আপনার ঘর কেন ঠান্ডা করতে পারছে না, তার কারণও খুঁজতে ব্যর্থ হন আপনি। তৎক্ষণাৎ ডেকে বসেন একটা একজন মেকানিককে। তাই সচরাচর এসি চালাতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি, সেগুলো জেনে রাখা আপনার জন্য খুবই জরুরি। তাহলে চলুন, এসি সংক্রান্ত এমনই কিছু ভুল সম্পর্কে বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
এয়ার কন্ডিশনার বা এসি যেমন দম বন্ধ করা গরমে শান্তি দেয়, তেমনি মাঝেমধ্যে বিকল হয়ে বিড়ম্বনায়ও ফেলে। হুটহুাট নষ্ট হয়ে যাওয়া, গ্যাস কমে যাওয়াসহ নানাবিধ সমস্যা দেখা যায়। তখন শরণাপন্ন হতে হয় মেকানিকের কাছে। এতে যেমন টাকা খরচ হয়, তেমনি অপচয় হয় সময়। তবে এসি ব্যবহারে একটু সচেতন হলে বাড়তি ঝামেলা নিতে হবে না। এসি’র সাধারণ সমস্যাগুলোর এবং সমাধান জানা থাকলে যন্ত্রটি ব্যবহার করা যায় নিশ্চিন্তে। তবে এজন্য আপনার জানতে হবে এসি’র সাধারণ সমস্যাগুলো কী!
কীভাবে আপনি নিজেই আপনার এসি সার্ভিস করবেন?
– সকেট থেকে এসি’র প্লাগ খুলুন
– স্প্লিট এসি’র সাইড লক খুলুন
– এসি’র ফিল্টার পরিষ্কার করুন
– এসি’র কয়েল পরিষ্কার করুন
খালি চোখে মনে হতে পারে এলাকার লোকাল মিস্ত্রির চেয়ে অনলাইনে এসি সার্ভিসিং সেবা নেওয়া অধিক ব্যয়সাপেক্ষ। কিন্তু যাচাই করলে দেখবেন মেকানিক খুঁজতে আপনার হয়তো রিক্সা ভাড়া খরচ হবে, আপনার নিজেকে সময় দিতে হবে। তার উপর কতোটুকু ঠিক হবে কতোটুকু ঠিক হবে না তাও অনিশ্চিত। আর সময়ের চেয়ে দামি তো আর কিছু হয় না! অন্যদিকে Sheba.xyz-এ দক্ষ মেকানিক ডাকলে আপনার আর কোন ঝামেলা পোহাতে হবে না। থাকবে কাঙ্ক্ষিত সার্ভিসের নিশ্চয়তা। একবার সার্ভিস রিকোয়েস্ট করলে বাকি সব দায়িত্ব নিবে Sheba.xyz!