নিঃসন্দেহে, বাসা বদল করে নতুন বাসায় স্থানান্তর হওয়া একটি জটিল কাজ। এক্ষেত্রে যেমন সময় দরকার হয়, তেমনি দরকার হয় অনেক ধৈর্য আর আর্থিক বিষয়টা কখনোই বাজেটের ভেতর থাকে না। বাসা বদল মানে শুধু যে জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে বদল তা নয়, পুরো সংসার নতুন করে গড়ে তুলতে হয়। আপনি চাইলেই সহজ কিছু উপায়ে পুরাতন বাসার মালামাল নতুন বাসায় নিয়ে যেতে পারেন। এক নজরে দেখে নিন কী সেগুলো-

১।  বাহনের ব্যবস্থাঃ

ভ্যান বা পিকআপ যে মাধ্যমই আপনি চান না কেন অনেক আগে থেকেই আপনাকে খোজখবর নিতে হবে সে ব্যাপারে। বর্তমানে বাসা বদল করার প্রবণতা বেড়ে যাওয়াতে মাসের শেষে এবং শুরুতে আপনি আপনার মনের মত বাহনটি নাও পেতে পারেন। আর পুরনো বাসা থেকে নতুন বাসার দূরত্ব বেশি হলে আগে থেকেই বাহনের ব্যবস্থা করে রাখতে হবে।

Pick-up-service-in-Dhaka-Sheba.xyz

২। প্রয়োজনীয় Tips:

ঘরের কিছু নিত্যপ্রয়োজনীয় সরঞ্জাম যা খুব একটি ব্যাগ এ গুছিয়ে ফেলুন, যেন হাতের সামনেই পাওয়া যায়।

৩। প্রয়োজনে সাহায্য নিনঃ

বাসা বদল একা করলে অনেক সমস্যা পোহাতে হবে। তাই অন্তও সাত দিন আগে থেকেই কোন আপনজনের সয়হতা নিন। এতে কাজের চাপ অনেক ক্ষেত্রে কমে যাবে।

৪। Packing:

ঘর পাল্টানর আগে কিছু বক্স কিনে রাখুন। যে বক্সে যেই জিনিস রাখবেন তার নাম উপরে লিখে নিবেন যেন পরে বুঝতে সুবিধা হয়। একে অনেকে লেবেলিং বলে। Packing এর সময় যেই জনিস  যেখানে রাখবেন তার একটা লিস্ট করে ফেলবেন। কাগজে কলমে থাকলে পরে আপনার বুঝতে সুবিধা হবে এবং সময়মত সব কিছু সহজে পেয়ে জাবেন।

আপনার সংসারের জিনিসপত্রের মূল্য অন্য মানুষ বুঝবে না এটাই স্বাভাবিক। তাই এই সব ঠাণ্ডা মাথায় করবেন।  বাসা পাল্টানো কাজটা ঝামেলাদায়ক বিধায় এ সময় মাথা অল্পতেই গরম হয়ে যেতে পারে তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে।  আর আমরা Sheba.xyz তো আছি আপনার পাশে আপনার যেকোনো সমস্যার সমাধানে। যদি এই ধরনের ঝামেলা নেবার সময় না থাকে ফোন করুন ১৬৫১৬ এ আর বুক করুন হোম শিফটিং সার্ভিস!

Expert Home Shifting Service in Bangladesh

 

Written By-Anika Tabasum

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS