“ছাত্র অবস্থা থেকেই ইচ্ছে ছিল ব্যতিক্রমধর্মী কিছু করার। ৯ টা থেকে ৫ টার চাকরিগুলো আমার পছন্দের তালিকায় ছিলনা। আর ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা থেকেই কার্গো বিজনেসের সিদ্ধান্ত নিই।
আমি আরেফিন অন্তু। এস কে কার্গো লিমিটেড-এর প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছি। চীন থেকে বাংলাদেশে ডোর টু ডোর শিপমেন্ট সার্ভিস প্রতিষ্ঠান হচ্ছে এস কে কার্গো লিমিটেড। কিন্তু এই প্রতিষ্ঠানটি একদিনে গড়ে ওঠেনি।
নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি কমপ্লিট করেছি। কিন্তু গ্র্যাজুয়েশনের পর গদবাধা চাকরিগুলো আমার পছন্দ হত না। ভিন্ন কিছু করতে চেয়েছি এবং উদ্যোক্তা হিসেবে নিজের বিজনেস দাঁড় করানোর ইচ্ছা ছিল। এরই সূত্র ধরে কার্গো বিজনেসের চিন্তা মাথায় আসে। নেমে পড়ি নিজের বিজনেস দাঁড় করানোর কাজে। কিন্তু শুরুর দিকে বেশ ঝামেলা পোহাতে হত। বিজনেস নিয়ে বলতে গেলে তেমন কোনো ধারণাই ছিল না। মার্কেটিং, ফিন্যান্স, এইচ আর এসব ম্যানেজ করার ব্যপারে হিমশিম খেতে হত রীতিমত।
অনেকটা সময় যাওয়ার পর বিজনেসের ধাঁচ বুঝতে শুরু করি। বিগত কয়েক বছরে বিজনেসের প্রসার ঘটেছে। আর এরই মাঝে বিজনেস-সম্পৃক্ত সবকিছু নিয়েই বেশ জ্ঞানও অর্জন করতে পেরেছি। সম্প্রতি sBusiness.xyz-এর digiGO অ্যাপের কথা জানতে পারি আমার এক বন্ধুর মাধ্যমে। সে নিজেও তার প্রতিষ্ঠানের এমপ্লয়ী ম্যানেজমেন্টের জন্য এই অ্যাপটি ব্যবহার করে আসছে। তার পরামর্শেই আমিও শুরু করে দিই।
এখন আমার প্রতিষ্ঠানের কর্মী ম্যানেজমেন্টের ঝামেলা একেবারে নেই বললেই চলে। কর্মীদের অ্যাটেন্ডেন্স, লিভ স্ট্যাটাস, এক্সপেন্স ক্লেইম এবং এইচআর-এর অনেক কাজই মনিটর করতে পারি একটিমাত্র অ্যাপেই। sBusiness.xyz-এর digiGO অ্যাপ আমার জীবনকে করেছে আরও সহজ, আর আমার ব্যবসাকে করেছে আরও গতিশীল।”
digiGO অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং সাবস্ক্রিপশন চার্জ ছাড়া ট্রাই করতে ভিজিট করুন http://sBusiness.xyz/digigo অথবা ডায়াল করুন ০৯৬৭৮০১৬৫১৬
এছাড়া, আমার পক্ষ থেকে কল পেতে তথ্য দিন এই লিংকে: http://cutt.ly/GetdigiGO