শীতের শুষ্ক আবহাওয়া ও ধুলোবালির প্রভাব কিছুটা হলেও ত্বকের উপর পড়বে, এটাই স্বাভাবিক! এই সময় ত্বক খসখসে হয়ে যাওয়া, কুচকানো ভাব, কালো হয়ে যাওয়া, ব্ল্যাকহেডস পড়াসহ নানা ধরনের সমস্যা দেখা যায়। এর জন্য প্রয়োজন বাড়তি যত্নের।

ত্বকের যত্নে অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকেন । শীতে ত্বকের সুরক্ষা নিন ঘরোয়া উপায়ে, জেনে নিন ৫টি ঘরোয়া প্যাক ও ব্যবহার পদ্ধতি:

Skin Care in Winter

মধু ও পেঁপে ফেসপ্যাক:

১ কাপ পাকা পেঁপের সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরী করে নিন। এবার এই মাস্কটি পুরো বডিতে লাগিয়ে কমপক্ষে ৩০ মিনিট রাখুন । এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন । সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করলেই দেখবেন ত্বকের শুষ্ক ভাব অনেকটা কমে ত্বকে এক্সট্রা গ্লো দেখা দিচ্ছে ।

বেসন ও টকদই ফেসপ্যাক:

ত্বকে উজ্জ্বলতা ও  টানটান ভাব ফিরিয়ে আনতে বেসন অনেক উপকারী । ২ টেবিল চামচ বেসনের সাথে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরী করে নিন । এবার ভালো করে মুখে লাগিয়ে নিন, শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে পানি দিয়ে পরিষ্কার করুন । এরপর ভেজা অবস্থায় ত্বকে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন ।

দুধ ও কাজুবাদাম ফেসপ্যাক:

দুধে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বকের সুরক্ষায় বিশেষ কার্যকরী । ৮/১০টি কাজু বাদাম পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে ২ টেবিল চামচ দুধের সাথে ব্লেন্ড করে নিন ।  এবার এই মিশ্রণটি হাতে নিয়ে ত্বকে আলতো করে মাসাজ করুন । ত্বক নরম ও কোমল রাখতে ময়েশ্চারাইজারের মতো কাজ করে এটি।

অ্যালোভেরা ও শশা ফেসপ্যাক:

অ্যালোভেরা ত্বক ও চুল দুটির সুরক্ষায়ই বেশ উপকারী । ত্বকের জন্য ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে ১ টেবিল চামচ শশার পেস্টের সাথে মিশিয়ে প্যাক তৈরী করে ত্বকে লাগিয়ে রাখুন । এই প্যাকটি ত্বকের কালো বা রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করবে।

অলিভ অয়েল ও কলা ফেসপ্যাক:

কলা ত্বকের রুক্ষ ও শুষ্কভাব প্রাকৃতিকভাবে দূর করতে অনেক কার্যকরী। ১টি পাকা কলার সাথে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরী করে নিন । ২০-৩০ মিনিট ত্বকে লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । ভালো ফলাফল পেতে সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করুন ।

সব ঋতুতেই আপনার ত্বক থাকুক সুস্থ, কোমল ও নমনীয় । সুস্থ ও সুন্দর ত্বক পেতে ত্বকের যত্ন নিন নিয়মিত । এছাড়া, বিউটি সার্ভিস নিতে পারেন Sheba.xyz এর অ্যাপ থেকে।

Beauty parlor service at home

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS