আজকাল প্রায় বাসাতেই পানি গরম করার জন্য বিভিন্ন ধরনের Electric Geyser ব্যবহৃত হয় । বিশেষ করে, শিশু ও পরিবারের বৃদ্ধদের নিয়মিত গোসলের জন্য এটির ব্যবহার বিশেষ প্রয়োজন । সাধারন ফ্ল্যাট বাড়িতে ইলেক্ট্রিক গিজারের ব্যবহারই বেশি দেখা যায়। এই শীতে আপনি ও আপনার পরিবারের আরামের জন্য নিয়ে আসুন গিজার ।
শহরের বড় বড় ইলেক্ট্রনিকস শো-রুম গুলোতে খোঁজ নিলেই পেয়ে যাবেন গিজারের খবরাখবর । যারা এখনো গিজার কিনেননি তাদের জন্য বিভিন্ন মার্কেট যাচাই করে গুণগত মান জেনেই গিজার ক্রয় করা ভালো । জনপ্রিয় ইলেক্ট্রনিকস ব্র্যান্ডগুলোর শো-রুমে ও পেয়ে যেতে পারেন ওয়্যারেন্টিসহ ভালো মানের গিজার। এছাড়াও Sheba.xyz এ পাবেন সবচেয়ে ভালো মানের গিজার ইন্সটলেশন সার্ভিস সহ।
বাজারে বিভিন্ন আকার বা সাইজের গিজার পাওয়া যায় । সাধারণত লিটারভেদে গিজারের মুল্য নির্ধারিত হয় । যারা নিয়মিত গিজার ব্যবহার করেন, তারা জেনে নিতে পারেন এই প্রয়োজনীয় টিপসগুলো ।
- পানি গরম হয়ে গেলে গিজার বা হিটার বন্ধ রাখুন, এতে আপনার গিজারটি যেমন ভালো থাকবে তেমনি সাশ্রয় হবে বিদ্যুতের ও ।
- গিজারটি অটোমেটিক কাজ করছে কিনা অর্থাৎ পানি গরম হয়ে যাবার পর অটো অফ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন ।
- নতুন গিজার ইনস্টলেশনের সময় সঠিক ভাবে বৈদ্যুতিক সংযোগ বা গিজারের সাথে পাইপের সংযোগ স্থাপিত হয়েছে কিনা তা ভালো করে যাচাই করে নিন ।
- পুরনো গিজারে কোনো ত্রুটি থাকলে তা মেকানিক দিয়ে আজই ঠিক করিয়ে নিন । অথবা ওয়্যারেন্টি থাকলে কোম্পানির সাথে যোগাযোগ করে দ্রুত সাড়ানোর ব্যবস্থা করুন ।
- গিজার যেহেতু একটি ইলেক্ট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, তাই কেনার সময় আপনার গিজারে প্রয়োজনীয় সেফটি ফিচার আছে কি না তা বিক্রেতার কাছ থেকে ভালো করে জেনে নিন ।
শীতকালে গরম পানির সুবিধা দিতে গিজারের তুলনা হয় না। সারা বছর ধরে ব্যবহার কম হলেও শীতে গিজারের ব্যবহার অনেকাংশে বেড়ে যায় । আপনার গিজারটি থাকুক নিরাপদে, এছাড়াও গিজারের সকল ধরনের সার্ভিসিং, ইনস্টলেশনের জন্য আপনার স্মার্টফোন থেকে অর্ডার করতে পারেন Sheba.xyz এর ইলেক্ট্রিক গিজার রিপেয়ার সার্ভিস ।