চুল নারীর সৌন্দর্যের একটি অংশ, তাই সুস্থ ও সুন্দর চুল সবাই চায় । নিয়মিত যত্ন না নিলে চুল পড়া, খুশকি, চুল রুক্ষ হয়ে যাওয়া. চুলের আগা ফেঁটে যাওয়া সহ দেখা দিতে পারে নানা রকমের সমস্যা। চুল ঘন, কালো ও সুন্দর করার জন্য জেনে রাখুন এই প্রয়োজনীয় টিপসগুলো ।
- চুল দ্রুত লম্বা করতে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন । যাদের চুল বেশি পাতলা তাদের জন্য এটি বেশ উপকারী, এটি নিয়মিত ব্যবহারে নতুন চুল গজাতেও সাহায্য করবে ।
- চুলে পুষ্টি রক্ষায় অয়েল মাসাজের বিকল্প নেই । বাজারে কোকানাট অয়েল ছাড়াও বিভিন্ন ধরনের অয়েল পাওয়া যায় যেমন – অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, সীসা অয়েল ইত্যাদি । আপনি চাইলে এগুলো একসাথে মিক্স করেও ব্যবহার করতে পারেন ।
- চুল পড়া কমাতে চাইলে চুলে মেহেদী পাতার প্যাক ব্যবহার করতে পারেন ।
- চুল সফট ও সিল্কি করতে চাইলে সপ্তাহে ১ বার চুলে চুলে হেয়ার প্যাক লাগান । পাকা কলা, টকদই ও লেবুর রস দিয়ে প্যাক বানিয়ে চুলে দিয়ে ৪০ মিনিট রেখে দিন । এরপর ভালো মানের শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে ফেলুন ।
- কালার বা রিবন্ডিং হেয়ারের জন্য বিশেষ পরিচর্যা প্রয়োজন । এর জন্য ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন ।
- চুলে অতিরিক্ত ক্যামিকেলের ব্যবহার যেমন হেয়ার কালার, রিবন্ডিং চুলের প্রাকৃতিক ও স্বাভাবিক বৃদ্ধি নষ্ট করে দেয়, তাই প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন ।
- এছাড়া, প্রতিদিন হেয়ার ড্রায়ার, আয়রন, স্ট্রেইটনার বা হেয়ার স্টাইলারের ব্যবহার ও চুলের জন্য ক্ষতিকর ।
ঘরে বসে হেয়ার স্পা করতে চাইলে Sheba.xyz থেকে নিতে পারেন বিউটি সার্ভিস।