পবিত্র রমজান মাস এলে আমাদের জীবনযাত্রায় বেশ বড় ধরনের পরিবর্তন আসে। সেই সাথে পরিবর্তন আসে আমাদের রূপচর্চায়। তবে গত বছর থেকে আরো একটি পরিবর্তন এসে যোগ দিয়েছে আমাদের জীবনে। ঠিকই ধরেছেন- করোনা্র কথাই বলছি। গতবছরের রোজার ইদটা কেটেছিলো নানারকম বিধিনিষেধের ভেতর। এই বছরটাও সেভাবেই যাবে। করোনা খুব সহজেই আমাদের পৃথিবী থেকে যাচ্ছে না- এটা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। ঘরের বাইরে অকারণে পা ফেলার যে অভ্যাসটা আমাদের ছিলো সেটাকে আরো কিছুদিন দমিয়ে রাখতে হবে। যদিও পুরোপুরি ঘরে থাকাটা অনেকের জন্যই কঠিন। বিশেষ করে যাদের জীবিকার প্রয়োজনে বাইরে যেতেই হয়। কিন্তু এরপরও নাগরিকদের একটা বিশাল অংশ কিন্তু ঘরে বসেই এই আপদকালীন সময়টা পার করে দিতে পারছেন। হাতের মুঠোয় ইন্টারনেটের কারণে ঘরে বসেই কেনাকাটা করা তো যাচ্ছেই, পাশাপাশি ঘরে বসে রূপচর্চা করার মতো বিউটি সার্ভিসও পাওয়া যাচ্ছে খুব সহজেই। আজকের আর্টিকেলে “আমরা ঘরে বসেই রূপচর্চা“ এই বিষয়টা নিয়েই আলোচনা করবো। সাথে আলোচনা করবো, এই উষ্ণ ইদে আপনার সাজ কেমন হওয়া উচিত।

এই গরমে যেভাবে ত্বক ও চুলের যত্ন নেবেন:

এই বছর উষ্ণ তাপমাত্রা যে দিনে দিনে ভয়ংকর হয়ে উঠবে, সেই পূর্বাভাস কিন্তু বিজ্ঞানীরা আগেই দিয়ে রেখেছিলেন। তাদের পূর্বাভাস সত্যি হয়ে উঠছে। এই বছরের ২৫ এপ্রিলের তাপমাত্রা গত সাত বছরের রেকর্ড ভেঙ্গে দিয়েছে। সামনে হয়তো গরম ও দাবদাহ আরো বাড়বে। আর গরমে সবচেয়ে বেশি হুমকিতে থাকে মানুষের ত্বক ও চুল। পাশাপাশি এখন চলছে পবিত্র রমজান মাস। গরম ও অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে ত্বক ও চুলে কিছুটা প্রভাব পড়ে। এছাড়া পানিশূন্যতায় কমতে থাকে আমাদের ত্বক ও চুলের আর্দ্রতা। তাই ইফতার থেকে সাহ্‌রি পর্যন্ত পানি পান করার ওপর বিশেষ জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ত্বক ও চুলের যত্নে চাই বিশেষ মনোযোগ। ঘরে বসে টুকটাক যত্ন নিলেই কিন্তু ত্বক আর চুলের উজ্জ্বলতা ফিরে আসে। কিভাবে ত্বক আর চুলের যত্ন নেবেন সেই ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী টিপস নিচে দেয়া হলো।

ত্বকের যত্নে টিপস:

বাইরে দিয়ে যতই ত্বকের যত্ন নেন না কেন, পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে ত্বক নিষ্প্রাণ হয়েই থাকবে। তাই একটু পর পর পানি পান করুন। অনেকেই পানি খেতে ভুলে যান, তারা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। এছাড়া বাঙ্গি, আনারস, তরমুজ ইত্যাদি পানিযুক্ত ফল রাখতে হবে খাবারের তালিকায়। দিনে অন্তত একটি ফলের জুস খেতে ভুলবেন না কিন্তু।

গরমের এই সময়টায় ত্বকের আর্দ্রতা হারায় দ্রুত। তাই ত্বকে আর্দ্রতা দেয়, এমন ফল হাতে চটকে মুখ, গলা ও ঘাড়ের উন্মুক্ত অংশে মাখিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। তবে এসব যদি ঝামেলার মনে হয় তাহলে অর্ডার করুন Sheba.xyz এর Fruit Facial।এতে করে ত্বক তাৎক্ষণিক আর্দ্রতা ফিরে পাবে।

দিনে একবার হলেও ত্বকে ময়েশ্চারাইজার বা তেল ব্যবহার করুন। ত্বকের জন্য ভার্জিন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, বেবি অয়েল উপকারী।

অনেকেই আছেন শুষ্ক ত্বক নিয়ে ভোগেন। তারা দিনে একবার দুধ, মধু, টমেটোর রস, শসার রস একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের কাছ থেকে অর্ডার করতে আলোভেরা অথবা স্কিন ব্রাইটেনিং অরেঞ্জ ফেশীয়াল সার্ভিস। এতে ত্বকের শুষ্কতা দূর হবে।

রোজার মাস, সাথে কাঠফাঁটা গরম। অনেকের এই সময়ে ঘুমের গন্ডগোল হয়। যার কারণে চোখের নিচে কালি পড়তে দেখা যায়। চোখের নিচে কালি দুর করার জন্য দুধ, মধু, জলপাই তেল একসঙ্গে মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিতে পারেন। তারপর আলতো করে চোখের নিচের ত্বকে দিনে একবার লাগান। এতে চোখের নিচে কালি আর সারা দিনের ক্লান্তিভাব- দুটোই দূর হবে।

ঠোঁট ফাটার সমস্যা যে শুধু শীতকালেই হয়, তা নয়। গরমকালেও অনেকের ঠোঁট ফাটে। সেক্ষেত্রে গ্লিসারিন আর গোলাপ জল মিশিয়ে ঠোঁটে নিয়মিত লাগান। ঠোঁট ফাটবে না আর।
অতিরিক্ত ঘামের কারণে ত্বকে নানারকম সমস্যা তৈরি হয়। তাই ঘামের সমস্যা কমাতে উত্তেজনা, দুশ্চিন্তা, গরম আবহাওয়াতে বাইরে ঘোরাঘুরি- এসব অভ্যাস বাদ দিতে হবে। গ্রীষ্মের এই খরতাপের সময় গরম চা, গরম কফি, বেশি ঝাল খাবার অভ্যাসও পরিহার করা উচিত।

চুলের যত্নে টিপস:


বাইরে বের হলেই রোদের তীব্রতা সর্বপ্রথমে আপনার চুলকে আক্রমণ করে। ঘেমে-নেয়ে চুল হয়ে পড়ে চিটচিটে। গরমে ঘাম ও ধুলাবালুর কারণে চুলের গোড়ায় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের উপস্থিতি দেখা দেয়। তাই এ সময় সবচেয়ে জরুরি হলো চুল পরিচ্ছন্ন রাখা। তাই গরমে চুলে দু-এক দিন পরপর শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করলে চুলের ক্ষতি হয়- এটা ভুল ধারণা। শ্যাম্পুর কাজ হচ্ছে চুল পরিস্কার করা। তাই চুল পরিষ্কার রাখতে চাইলে শ্যাম্পুর বিকল্প নেই। তবে খেয়াল রাখতে হবে শ্যাম্পু করার পর চুলের গোড়ায় যেন বাড়তি শ্যাম্পু না লেগে থাকে।

গরমের দিনে চুল ঘামলে তাতে সহজে ধুলোবালি আটকায়। ফলে চুলের গোড়া হয়ে ওঠে নরম। কারো কারো চুলের গোড়ায় চুলকায়। ফলে চুলের গোড়ায় চুলকানো ও চুল টানার কারণে গোড়া নরম হয়ে চুল পড়তে থাকে। তাই বেখেয়ালে যদি বারবার চুলে হাত দেয়ার অভ্যাস থাকে তাহলে সেটা এড়িয়ে চলতে হবে।

বাইরে থেকে বাসায় ফিরে আপনার প্রথম কাজ হচ্ছে ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নেয়া। সাথে এটাও মনে রাখতে হবে যে, কোনোভাবেই ঘামে ভেজা চুল বেঁধে রাখা যাবে না। এতে চুলের গোড়া ধীরে ধীরে নরম হয়ে যায় এবং চুল পড়া বাড়ে।

যদি চুলে খুশকির প্রবণতা বেশি, তাহলে খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করুন। তবে এর আগে মাথার ত্বকে তেল দিয়ে মালিশ করে নিন। এটি আপনাকে প্রাকৃতিক কন্ডিশনারের সুফল দেবে। এছাড়াও অর্ডার করতে পারেন আমাদের ড্যানড্রাফট হেয়ার ট্রিটমেন্ট সার্ভিস

চুলের জন্য দারুণ একটা প্যাক হচ্ছে মেহেদি পাতা, মেথি গুঁড়া, টক দই ও কাগজি লেবুর কয়েক ফোঁটা রস। এগুলা একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলে ৩০ মিনিটের জন্য লাগিয়ে শুকিয়ে ফেলুন। তারপর ধুয়ে ফেলুন। টক দই চুলে ময়েশ্চারাইজারের কাজ করবে। মেথি গুঁড়া খুশকি দূর করবে এবং কাগজি লেবুর রস চুলের ঔজ্জ্বল্য বাড়াবে। এই প্যাকটি মাসে অন্তত এক দিন চুলে লাগান। যদি মনে করেন এতো কিছু একসাথে করা অনেক ঝামেলা তাহলে সহজেই Sheba.xyz থেকে বুক করুন হারবাল হেয়ার প্যাক, এই প্যাকটি আপনার চুল রাখবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেকের চুল দিন দিন নিষ্প্রাণ হয়ে যায়। এইরকম পরিস্থিতিতে ঘরে বসেই প্রোটিন ট্রিটমেন্ট নিতে পারেন। ডিমের সাদা অংশ, পাকা কলা, টক দই একসঙ্গে মিশিয়ে লাগালে অল্পদিনেই চুল ফিরে পাবে প্রাণ।

যাদের চুল পড়া থামছে না তারা আমলকীর রস ও ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় মালিশ করুন। এক ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুল পড়া কমায়। এছাড়াও Sheba.xyz থেকে অর্ডার করতে পারেন হেয়ার ফল ট্রিটমেন্ট

এ সময় চুলটা আঁটসাঁট করে বাঁধবেন না। পাঞ্চ ক্লিপে হালকা করে আটকে নিন। ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই চুলের এমন কোনো কাট দেয়া উচিত, যেটা গরমের সময় আরামদায়ক।

চুল শুকাতে বা ঘাম শুকাতে হেয়ার ড্রায়ারের গরম বাতাস পরিহার করুন। প্রখর রোদে বাইরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন।

কেমন হওয়া উচিত এবারের ইদের সাজ?

এবারের ইদ টাও গতবছরের মতোই একটু আলাদা। সাধারণত প্রতি ইদের দিনেই আমরা ঘুরতে বের হই, দাওয়াতে যাই বা কাছের মানুষদের বাসায় দাওয়াত দেই। কিন্তু গেল বছরের মতো এই বছরেও ইদের দিনটাকে পালন করতে হবে অনেক সাবধানতায়। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য ইদের স্বাভাবিক উচ্ছ্বাস থাকবে না এবারও। তবুও ইদ তো ইদই। খুশির এই দিনে মন খারাপ করে না থেকে বরং ঘরে থেকেই হালকা সেজে নিতে পারেন। কারণ সাজলে মন ভালো থাকে। তাই ইদের দিনের জন্য এখন থেকেই পরিকল্পনা সাজিয়ে ফেলুন। ঘরেই যেহেতু থাকতে হবে, তাই খুব বেশি ভারি মেকআপ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে সকালের বেইস হতে পারে সামান্য ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার দিয়ে শুধু ফেস পাউডারেই। কোনো জরুরী প্রয়োজনে যদি বাইরে যেতেই হয়, তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

এবারের ইদের দিনটাও উষ্ণ থাকার সম্ভাবনাই বেশি। তাই ইদের সকালের জন্য বেছে নিতে পারেন হালকা পাতলা সুতি কাপড়ের পোশাক। সুতি কাপড়ের শাড়িও হতে পারে সকালবেলার ভালো একটা চয়েস। শাড়ির সাথে খোঁপা করে চুলে গুঁজে দিতে পারেন বারান্দার টবে ফুটে থাকা কোনো ফুল। আইব্রোটা এঁকে নিন নিজের মতো করে। হালকা কাজল আর ছোট্ট একটা টিপ দিতে ভুলে যাবেন না। ঠোঁটে ন্যুড শেডের কোনো লিপস্টিক লাগিয়ে নিতে পারেন। কানে বা গলায় হালকা গহনা পরতে পারেন।

সালোয়ার কামিজ বা টপস পরলেও মেকআপটা রাখার চেষ্টা করবেন হালকা। চুল পনিটেল করে নিলে পোশাকের সাথে ভালো মানাবে। কিন্তু যদি খুলে রাখতে চান তাহলে কার্ল করে নিতে পারেন নিচের চুলগুলো। এর সাথে কানে ছোট্ট একজোড়া দুল খুব মানিয়ে যাবে।

এবারও ইদের দিন রাতে গেস্ট আসার তাড়া নেই। তাই বলে তো সাজ বাদ দেয়া যায় না। একটু গাঢ় রং এর পোশাক বেছে নিতে পারেন রাতে পরার জন্য। মেকআপে ভারী বেইস এড়িয়ে যেতে পারেন এবেলাতেও। চাইলে সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। সাথে ব্যবহার করতে পারেন একটু ব্লাশঅন। লিপস্টিকটা দিন গাড় রঙ এর। তাহলে ভিন্নতা আসবে সাজে।

আর মাসকারা দিতে চাইলে ভারী করেই ব্যবহার করুন। সাথে আইলাইনার আর কাজল দিন। ইউটিউবে চুলের স্টাইলের টিউটোরিয়াল দেখে সুন্দর কোনো হেয়ারস্টাইল করে নিতে পারেন অথবা প্রোফেশনাল রূপচর্চার সার্ভিস নিতে অর্ডার করতে পারেন Sheba.xyz থেকে।

আশা করি, উপরে দেয়া টিপসগুলো আপনাদের কাজে আসবে। তবু অনেকেই আছেন, নিজের সাজ নিজে করতে গেলে আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। কিন্তু ওদিকে পার্লারে যাওয়াটাও বিশাল ঝুঁকির কাজ। সেক্ষেত্রে Sheba.xyz হতে পারে আপনার জন্য সবচেয়ে সেরা সমাধান। কারণ এই করোনা মহামারির ভেতরেও Sheba.xyz এর বিভিন্ন বিউটি সার্ভিস দিয়ে যাচ্ছে নিরন্তন। গর্জিয়াস পার্টি মেকওভার থেকে শুরু করে পেডিকিউর-মেনিকিউর বা হেয়ার কাট- সবকিছুই পাচ্ছেন ঘরে বসেই। আমাদের সার্ভিস প্রোভাইডাররা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে কাজ করেন। তাই নিশ্চিন্তে যে কোনো বিউটি সার্ভিস নেয়ার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন আমাদের ছোট অ্যাপটি। অথবা কল করতে পারেন 16516 এই নাম্বারে।

এই গরমে নিজের যত্ন নিন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন- এটাই আমাদের প্রত্যাশা।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS