কখনওকি ভেবেছেন কম্পিউটার ছাড়া জীবন কেমন হতো। কম্পিউটার ছাড়া যেন বর্তমান বিশ্বেকে এখন আর কল্পনা করা যায় না। প্রতিদিনের বেক্তিগত কাজে বলুন বা business-এর লেনদেনের জন্য ল্যাপটপ, ডেস্কটপ নিয়মিত প্রয়োজন হয়। কিন্তু কম্পিউটার ব্যবহার করার সময় আমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। কম্পিউটার কিছু ট্রাবলশুটিং টিপস নিয়ে আলোচনা করেছি-
-
অপ্রয়োজনীয় প্রোগ্রাম নিয়মিত রিমুভ করুনঃ
আমরা অনেকেই বিভিন্ন সময় অনেক ধরনের প্রোগ্রাম download করে থাকি যা দুই একদিন পর আর ব্যবহার করা হয় না। এমন অব্যবহিত প্রোগ্রাম যা কাজে লাগছে না সেগুলো সপ্তাহে অন্তত একদিন চেক করুন এবং uninstall করুন। তাতে আপনার Computer কখনো Low RAM এর প্রবলেমে পড়বে না।
-
Internet Browser malware বা spyware infections থেকে বাঁচুনঃ
অনেক সময় দেখা যায় internet speed বরাবরই আছে কিন্তু আপনার কম্পিউটারে ভালো স্পিড পাচ্ছে না। এর কারন হতে পারে malware বা spyware infections। এর জন্য আপনি ভালো মানের antivirus ব্যবহার করতে করুন। Avast, AVG এর ফ্রি edition ব্যবহার করেও দেখতে পারেন।
-
C-drive এর স্পেস খালি রাখুনঃ
কম্পিউটার fast রাখার জন্য অন্যতম কাজটি যেটা আপনি করতে পারেন, আপনার C-drive-এ যথেষ্ট পরিমান জায়গা খালি রাখা উচিত। এটা হয়তোবা অনেকই যানে না যে C-drive সম্পূর্ণ হয়ে গেলে কম্পিউটার অনেক slow হয়ে যেতে পারে।
এখন আমাদের দৈনন্দিন জীবনের সব কাজই কয়েকটি সহজ ক্লিকের মাধ্যমে হয়ে যাচ্ছে। কম্পিউটার যেন আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে।কিন্তু ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হবে এটাই স্বাভাবিক। সমস্যা যাই হক সমাধান ১৬৫১৬। আপনার যেকোনো service related সমস্যা সমাধানের জন্য আমরা Sheba.xyz আছি আপনার পাশে।
Written By-Anika Tabasum