লোডশেডিং এর যন্ত্রনা থেকে মুক্তি পেতে আইপিএসের বিকল্প নেই । ঢাকা শহরে এখন প্রায় প্রতিটি বাসাতেই আইপিএসের ব্যবহার লক্ষনীয় । তবে শুধু বাসা-বাড়ি ছাড়া নয়, বিভিন্ন অফিস প্রতিষ্ঠানে ব্যবহারের জন্যও প্রয়োজন হয় আইপিএসের । আপনি যদি এখনো আইপিএস না কিনে থাকেন, তাহলে আজই কিনে ফেলুন আপনার বাসার এই দরকারী জিনিসটি ।

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস পাওয়া যায় । তাদের মধ্যে LG, Singer, Rahimafrooz, Hamko ইত্যাদি ব্র্যান্ডের আইপিএস অন্যতম । আপনার বাজেট ও চাহিদা অনুসারে আইপিএস পছন্দ করুন । অনেক কোম্পানি আবার EMI বা মাসিক ইনস্টলমেন্টের সুবিধা প্রদান করে থাকে।

আইপিএস কেনার আগে ওয়াট বা ভোল্টেজ নির্বাচন করতে হয় । আপনার বাসায় ব্যবহৃত ইলেক্ট্রনিকস সামগ্রীর প্রয়োজন অনুসারে সঠিক ওয়াট নির্বাচন করুন । অনেকে আবার ব্যাক্তিগত ভাবে আপনার চাহিদা অনুসারে আইপিএস এর অর্ডার নিয়ে থাকে । যে কোন ইলেক্ট্রনিকসের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন এর খবরাখবর । এছাড়া অনলাইনেও অর্ডার করা যায় ।

আইপিএস ব্যবহারের নিয়মঃ 

আইপিএস ব্যবহারের জন্য কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন । যেমন-

  • আইপিএসের ব্যাটারি ভালো রাখতে কিছু দিন পর পর আইপিএসের পানি চেক করতে হয় ।  পানি কমে গেলে পুনরায় পানি দিন । যে কোন ইলেক্ট্রনিকস দোকানে আইপিএসের পানি পেয়ে যাবেন ।
  • ব্যাটারি নষ্ট হয়ে গেলে দেখে শুনে ভালো মানের ব্যাটারি কিনুন যাতে দীর্ঘস্থায়ী হয় এবং এতে ভালো ব্যাকআপও পাবেন ।
  • দীর্ঘদিন বাড়িতে না থাকলে আইপিএস বন্ধ করে রেখে যেতে পারেন, এতে দুর্ঘটনার ঝুঁকি কম থাকে । পরে ফিরে আসার পর আবার পুনরায় চালু করে দিতে পারেন ।
  • আপনার আইপিএসটি বিদ্যুৎ চলে গেলে ঠিকমতো ব্যাকআপ দিচ্ছে কিনা আবার বিদ্যুৎ আসলে অটোমেটিক চার্জ হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখাও গুরুত্বপূর্ণ ।
  • আইপিএস এমন জায়গায় রাখুন যেন তা শিশুদের নাগালের বাইরে থাকে ।
  • আইপিএস কেনার সময় পার্টসের ওয়্যারেন্টি বা প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিন ভালো করে ।

অন্ধকারে মশার কামড় খেতে না চাইলে আর গরমের অত্যাচার সহ্য করতে না চাইলে আজই বাসায় নিয়ে আসুন আইপিএস । আপনার আইপিএস মেইনটেন্যান্স, ইনস্টলেশন, রিপেয়ার বা যে কোন সেবা ও পরামর্শের জন্য  Sheba.xyz এর সাহায্য নিন।

Sheba.xyz app Appliance Repair service

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS