বাসা-বাড়ি, অফিস-আদালত অথবা বহুতল ভবন বা মার্কেটে প্রায়ই দেখা যায় আগুন লেগে ভয়াবহ ক্ষয়ক্ষতির দৃশ্য । একটু সচেতন থাকলে অনেক ক্ষেত্রেই নিজেকে ও নিজের পরিবারকে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচানো সম্ভব । জেনে রাখুন আগুন নির্বাপনের জন্য কিছু প্রয়োজনীয় সতর্কতামূলক টিপস যা আপনার ও আপনার আশে-পাশের সবার নিরাপত্তায় কাজে আসতে পারে ।
- নিজ বাসার জন্য অগ্নি নির্বাপক যন্ত্র কিনে রাখতে পারেন, যে কোন হার্ডওয়্যারের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন । আগুন কম থাকতেই যথাসময়ে হাতের কাছে অগ্নি নিরোধক যন্ত্র থাকলে অল্পতেই বেঁচে যেতে পারেন ।
- জরুরী মুহুর্তে দ্রুত সহায়তা পেতে আপনার ও আপনার আশেপাশের এলাকার ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় নাম্বার সংরক্ষন করে হাতের কাছেই রাখুন ।
- মার্কেট বা বহুতল অফিসগুলোতে এখন ইমার্জেন্সী এক্সিট এর ব্যবস্থা থাকে, হঠাৎ আগুন লেগে গেলে ভয়ে দৌড়াদৌড়ি না করে ঠান্ডা মাথায় এক্সিট পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করুন ।
- গায়ে আগুন লেগে গেলে দৌড়াদৌড়ি না করে মাটিতে শুয়ে গড়াগড়ি করুন ।
- আগুন লেগে গেলে দ্রুত বের হওয়ার জন্য লিফট ব্যবহার করবেন না ।
- অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে গ্যাসের চুলা অযথা জ্বালিয়ে না রেখে কাজ শেষ হলে গ্যাসের চুলা বন্ধ করে রাখুন ।
- আগুন জ্বালানের সময় যে কোন ধরনের দাহ্য বস্তু রান্নাঘর বা আগুন থেকে দূরে রাখুন ।
অগ্নি প্রতিরোধে সচেতনতা ও সতর্কতার বিকল্প নেই । একটু অসতর্ক হলেই বাসা-বাড়িতে আগুন লেগে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা । আপনার বাসা কিংবা আশেপাশের বাসা-বাড়িতে হঠাৎ আগুন লেগে গেলে তাৎক্ষণিক ভাবে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে অবহিত করুন। আপনার অগ্নি নির্বাপক যন্ত্রটি সার্ভিসিং এর প্রয়োজন হলে নিয়ে নিন Sheba.xyz থেকে ফায়ার এক্সটিঙ্গুইশার সার্ভিস ।