বিয়ের পূর্বে বর ও কনেকে কি কি প্রস্তুতি নিতে হয় তা কি আপনারা জানেন? প্রতিটি মানুষের জীবনে বিয়ে একটি বিশেষ দিন যার মাধ্যমে একজন মানুষের জীবনের একটি নতুন যাত্রা শুরু হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই এই বিশেষ যাত্রাটি উপভোগ করার জন্য বিয়ের পূর্বেই বর ও কনেকে কিছু প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হয় যা সম্পর্কে আমরা অনেকেই সঠিকভাবে অবগত নই। তাই আজকের সেবা ব্লগের আলোচনায় আমরা বিয়ের পূর্বে বর ও কনের প্রস্তুতি নিয়ে কিছু টিপস সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো।

বরের প্রস্তুতি টিপস

 

pre wedding makeup tips for man in Bangladesh
Pre-Wedding self care and grooming is essential for Men and why not?

বিয়ের পূর্বে বরের শারীরিক ও মানসিকভাবে নানা ধরনের বিষয় নিয়ে প্রস্তুতির গ্রহণ করতে হয়। তবে বিয়ের পূর্বে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত তা অনেকেই জানে না। বিয়ের পূর্বে সঠিকভাবে প্রস্তুতি না নেওয়ার ফলে বিয়ের দিন অনেককেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। চলুন তাহলে বিয়ের পূর্বে বরের প্রস্তুতি নিয়ে কিছু টিপস জেনে নেয়া যাক।

১. গ্রুমিং রুটিন করুন

Mens Grooming and Wedding Make over
Pre-Wedding Preps for Men

বিয়ের পূর্বে বরের একটি গ্রুমিং রুটিন পরিকল্পনা করতে হবে। চুল কাটা, দাড়ি ছাঁটা অন্যান্য সকল ধরনের কার্যকলাপ এই গ্রুমিং রুটিন এ অন্তর্ভুক্ত করতে হবে। বিয়ের দিনের আগেই একটি গ্রুমিং রুটিন পরিকল্পনা করে রাখলে বরের জন্য সময় মতো সকল কাজ করা সহজ হবে। ঘরে বসেও এখন অনেক সেবা যেমন Men’s Care & Salon সেবা পেতে পারেন। 

২. স্যুট ফিটিং করুন

বিয়ের দিনের পূর্বে অবশ্যই বরের বিয়ের পোশাক বা স্যুট পুরোপুরি ফিট করে কিনা বা ফিটিং কিনা তা নিশ্চিত করে নিতে হবে। এক্ষেত্রে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে বিয়ের দিনের পূর্বেই সকল প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

৩. স্বাস্থ্য পরীক্ষা বা চেকআপ করুন

pre wedding health check up
Pre-Wedding health check up for Men

বিয়ের দিনের আগেই বরকে নিজের স্বাস্থ্য পরীক্ষা বা চেকআপ করে নিতে হবে যাতে করে কোনো ধরনের সমস্যা বা অসুস্থতা থাকলে তা আগে থেকে নিরাময় করা সম্ভব হয়। বিয়ের মতো একটি বিশেষ দিনে যাতে বরের সুস্বাস্থ্য বজায় থাকে তার জন্যই আগে থেকে চেকআপ করে নেয়া ভালো।

৪. বাজেট পরিকল্পনা করুন

বিয়ের দিনের পূর্বেই সকল ধরনের বাজেট পরিকল্পনা করে নিতে হবে। এক্ষেত্রে আর্থিক সচ্ছলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর উপর ভিত্তি করেই বিয়ের পূর্বে বরকে বিয়ের সকল আনুষঙ্গিক খরচের বাজেট পরিকল্পনা করতে হবে।

৫. পর্যাপ্ত বিশ্রাম নিন

Rest and relax before wedding
A good rest is essential to face the wedding rush

বিয়ের আগে অবশ্যই নিজেকে কিছু সময় দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। বিয়ের দিনটি নানা ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অতিবাহিত করার সময় যাতে খুব বেশি ক্লান্তি অনুভব না হয়, সেই কারণেই বিয়ের আগেই বরকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিয়ে নিতে হবে।

এছাড়াও আরো নানা ধরনের বিষয়ে বিয়ের পূর্বেই বরকে প্রস্তুতি নিতে হয় এবং সেই অনুযায়ী কাজ করলে বিয়ের দিনের সকল কাজ খুব সহজেই করা সম্ভব হয়।

কনের প্রস্তুতি টিপস

বিয়ের পূর্বে বরকে যেমন কিছু প্রস্তুতি নিতে হয়ে তেমন কনেকেও নানা ধরনের প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়। বিয়ের আগেই পূর্ব প্রস্তুতি না নিলে বিয়ের দিন নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিয়ের পূর্বে কনের প্রস্তুতিমূলক টিপস সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।

১. ত্বকের যত্ন নিন

Sheba.xyz winter care

বিয়ের পূর্বে কনের প্রস্তুতি গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো কনের সৌন্দর্য ও ত্বকের বিশেষভাবে যত্ন নেওয়া। এজন্য বিয়ের পূর্বে একটি স্কিন কেয়ার রুটিন পরিকল্পনা করে নিতে হবে এবং ফেসিয়াল, চুলের যত্ন ইত্যাদির মতো সৌন্দর্যবর্ধক কার্যকলাপ গুলো সম্পন্ন করে নিতে হবে যাতে করে বিয়ের দিন কনের ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়। ঘরে বসেও এখন অনেক সেবা যেমন Beauty & Wellness সেবা পেতে পারেন। 

২. বিয়ের পোশাক নির্বাচন করুন

Bridal makeover Sheba.xyz

বিয়ের দিনের আগেই কনের বিয়ের পোশাক ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো সঠিকভাবে প্রস্তুত আছে কিনা তা নিশ্চিত করে নিতে হবে এবং কনের জন্য একটি আকর্ষণীয় বিয়ের পোশাক নির্বাচন করতে হবে। বিয়ের দিনের আগেই এ সকল কার্যকলাপ সম্পন্ন করতে হবে যাতে করে পোশাকে প্রয়োজন অনুসারে ফিটিং বা পরিবর্তনের সুযোগ পাওয়া যায়।

৩. ইমারজেন্সি কিট প্রস্তুত রাখুন

বিয়ের দিনের আগেই কনের বিভিন্ন ইমারজেন্সি কিট যেমন সেফটি পিন, টিস্যু, মেকআপ, প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি প্রস্তুত করে হাতের কাছে রাখতে হবে। বিয়ের দিন এই প্রয়োজনীয় কিট গুলো যাতে সহজেই হাতের কাছে পাওয়া যায় সে কারণেই বিয়ের দিনের পূর্বেই ইমারজেন্সি কিট গুলো প্রস্তুত করে রাখতে হবে।

৪. পূর্ব পরিকল্পনা করুন

Wedding venue Bangladesh

বিয়ের দিনের পূর্বে কনেকে বিয়ের সকল বিষয় যেমন প্রয়োজনীয় কাগজপত্র, অঙ্গভঙ্গি, অতিথি আপ্যায়ন ইত্যাদি সম্পর্কে পূর্ব পরিকল্পনা করে নিতে হবে। এতে করে বিয়ের পূর্বে কনে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সকল ধরনের কাজ খুব সহজেই সম্পন্ন করা সম্ভব হবে।

৫. পর্যাপ্ত বিশ্রাম নিন

বিয়ের দিনের সকল আনুষ্ঠানিকতার ধকল সামলাতে এবং সকল ধরনের স্ট্রেস দূর করতে বিয়ের পূর্বে কনেকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। বিয়ের দিনের পূর্বে বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম বা ধ্যানের মতো শারীরিক কার্যকলাপ গুলো করা যেতে পারে। এছাড়াও বিয়ের দিনের পূর্বে কনের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে যাতে করে কোনো ধরনের অসুবিধা বা অসুস্থতা থাকলে তা নিরাময় করা সম্ভব হয়।

এছাড়াও বিয়ের পূর্বে কনের আরো নানা ধরনের পূর্ব প্রস্তুতি থাকে যা পূর্ব পরিকল্পনার মাধ্যমে সঠিকভাবে নির্ধারণ করে সম্পন্ন করতে হয় যাতে করে বিয়ের দিন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়।

শেষ কথা

বিয়ের পূর্ব প্রস্তুতির ব্যাপারটি বর ও কনে উভয়েরই শারীরিক ও মানসিক উভয় দিকের সাথে জড়িত। বিয়ের দিন কোনো রকম ঝামেলা ছাড়াই জীবনের এই নতুন যাত্রাটি উপভোগ করার জন্য বর ও কনে উভয়কেই আগে থেকে কিছু প্রস্তুতি নিতে হয় এবং আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা খুব সহজেই এই প্রস্তুতিমূলক টিপসগুলো সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছেন। উপরোক্ত টিপসগুলো অনুসরণ করে খুব সহজেই বর ও কনে বিয়ের পূর্বে বিশেষভাবে প্রস্তুতি নিতে সক্ষম হবে।

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS