কিছু বছর আগেও এসি ছিলো লাক্সারি পণ্য। মূলত এসিকে বড়োলোকদের পণ্য বলেই বিবেচনা করা হতো। কিন্তু আজকের দিনে এসি শুধু বড়োলোকের পণ্য বলে বিবেচিত হয় না। বিভিন্ন দাম, ক্যাটাগরি ও কিস্তি সুবিধা থাকায় এসি এখন ঘরে ঘরে। গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে মধ্যবিত্ত পরিবারেও আজকাল এসি’র ব্যবহার বেশ লক্ষ্যনীয়। যেহেতু এসি’র ব্যবহার বেড়েছে তাই এসি’র বিভিন্ন সমস্যা, সার্ভিসিং এবং সমাধান হয়ে উঠেছে আলোচ্য বিষয়।

এসি’র ছোট বড়ো সমস্যা নিয়ে দুশ্চিন্তা করছেন? দুশ্চিন্তা না করে আসুন এসি’র সাধারণ কিছু সমস্যা এবং সমাধান সম্পর্কে জেনে নেওয়া যাক। এসি’র সাধারণ সমস্যা সম্পর্কে কিছু ধারনা রাখলে আপনি সহজেই এসি’র বেস্ট সার্ভিস উপভোগ করতে পারবেন। যেহেতু গ্রীষ্মের তীব্রতা মোকাবিলা করতে এসি ছাড়া আমাদের চলেই না, তাই এসি’র কিছু খুঁটিনাটি সমস্যা ও সমাধান সম্পর্কে কিছুটা ধারনা না থাকলেই নয়। একজন ব্যবহারকারী হিসেবে সবারই এয়ার কন্ডিশনের কিছু সাধারণ সমস্যা সম্পর্কে জেনে রাখা দরকার। এতে করে, ব্যবহারকারী নিজেই নিজের এসি’র সঠিক যত্ন করতে পারবে। এছাড়া, একজন ব্যবহারকারী প্রয়োজনের মুহূর্তে টেকনিশিয়ান ডাকলে তাকে ভালো করে সমস্যার কথা বুঝিয়ে বলতে পারবে।

মূল কথা হলো, এসি’র ব্যবহারকারী বা বিক্রেতা কিংবা টেকনিশিয়ান, যা-ই হওন না কেন, আপনাকে এসি সম্পর্কে জানতে হবে। বিশেষ করে, ব্যবহারের সময় কখনো  কখনো এসি’র যেসব সমস্যা দেখা দেয় বা দিতে পারে, সেই সম্পর্কে আপনার সঠিক ধারনা থাকা জরুরি।

এসি’র কিছু কমন সমস্যা ও সহজ সমাধান-

১) সার্কিট ব্রেকার ঠিক রাখা

সার্কিট ব্রেকার যেকোন ধরনের বৈদ্যুতিক ক্ষতি থেকে এসিকে রক্ষা করতে। কোন কারণে এসি যদি কাজ না করে তাহলে প্রথমেই সার্কিট ব্রেকার চেক করুন। অনেকগুলো ডিভাইসের পাওয়ার কেনেক্টেড থাকলে অনেক সময় সার্কিট ব্রেকার দিয়ে বিদ্যুৎ বাইপাসে ব্যাঘাত ঘটে, তখনই এসি ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। তাই এসি’র জন্য আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করাই ভালো।

২) এসি পুরোপুরি বন্ধ করা

এসিতে কোন জটিলতা বা সমস্যা দেখলেই প্রথমে এসি বন্ধ করতে হবে। খোলা যায় এমন যতো তার আছে সেগুলো খুলে আবার নতুন করে প্লাগ ইন করুন। অনেক সময় এসি’র দরকার হয় শুধু একটি রিস্টার্ট।

৩) কম্প্রেসার পরিষ্কার রাখা

এসি’র ভেতরের গরম বাতাস বাইরে বের করাই কম্প্রেসারের মূল কাজ। যতো দিন যায় কম্প্রেসারে ততো ময়লা জমে। একসময় ময়লার পরিমাণ এতো বেশি হয়ে যায় যে, এসি থেকে আর ঠান্ডা বাতাস বের হয় না। এর ফলে স্বাভাবিকভাবেই এসি ঠিকমতো ঘর ঠান্ডা করতে পারে না। তাই এই অংশতই নিয়মিত পরিষ্কার করতে হবে।

৪) ইউনিট ফ্যান পরিষ্কার রাখা

ইউনিট ফ্যানের কাজ এসি’র ভেতরের গরম বাতাস বাইরে বের করে দেওয়া। কম্প্রেসারের মতো এই অংশেও দিনে দিনে ময়লা জমে। যার ফলে ইউনিট ফ্যান থেকে আসে বিরক্তিকর আওয়াজ। এমনকি এসি’র হাওয়াও ঠিকমতো ঠান্ডা হয় না।

AC Cooling problem solutions

৫) ইউনিট ব্যাটারি পরিবর্তন করা

এসি যদি ব্যাটারি চালিত হয় তাহলে তা নির্দিষ্ট সময় পরপর বদলানো উচিত। তাই কখনো যদি এসি কাজ না করে তাহলে ঘাবড়ে না গিয়ে এসি’র ব্যাটারই চেক করে দেখুন।

৬) সাপ্লাই ভোল্টেজের উঠানামা

আপনার ঘর বা বিল্ডিং-এ যদি সাপ্লাই ভোল্টেজ অতিরিক্ত মাত্রায় উঠানামা করে তাহলে তা আপনার এসি’র জন্য হুমকিস্বরূপ। তাই ঘরে এসি ইস্নটল করার আগে জেনে নিন আপনার ঘরে সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে নাকি না!

৭) জমে থাকা বরফ বের করা

যেহেতু এসি’র কাজ ঠান্ডা বাতাস, তাই সাধারণভাবেই এসি’র ভেতর ঠান্ডা পানি জমে এবং এই ঠান্ডা পানি একসময় বরফেও রূপান্তর হয়। যদি এসিতে বরফ জমে যায় তাহলে এসি বন্ধ রেখে শুধু ফ্যান চালাতে হবে। এতে করে বরফ গলবে এবং আপনার এসি হবে ঝামেলামুক্ত।

৮) এসি বিস্ফোরণ ও তার প্রতিকার

সম্প্রতি সময়ে এসি বিস্ফোরণ সম্পর্কে আমরা সবাই কম-বেশি জানি। যেসকল কারণে এসিতে বিস্ফোরণ হয় সেগুলোর মধ্যে অন্যতম হলো যত্নের অভাব, সেকেন্ড হ্যান্ড বা নিম্নমানের এসি, রুমের আয়তনের সাথে এসির সাইজ না মিলা, উপযুক্ত পাওয়ার ক্যাবল ব্যবহার না করা, এসি’র কনডেনসারে ময়লা জমলে, এসি’র পাইপে ব্লকেজ থাকলে, কমপ্রেসার লিমিটের বেশি চাপ নিলে, এসি’র ভ্যাকিউমেশন না করলে, সঠিক রেটিং-এর সার্কিট ব্রেকার ব্যবহার না করলে ইত্যাদি।

এই বিস্ফোরণ থেকে রক্ষা পেতে উপরের বিষয়গুলো মাথায় রাখা উচিত। অন্যথায় যেকোন দিন দূর্ঘটনা হয়ে যেতে পারে। উপরের ফ্যাক্টগুলো শুধু পড়লেই হবে না। ব্যবহারিক জীবনেও এগুলোর সঠিক প্রয়োগ করতে হবে।

আপনি যদি লেখাটা এই পর্যন্ত পড়ে থাকেন তাহলে আপনি জেনে গেছেন এসি’র কমন কিছু সমস্যা এবং সমাধান সম্পর্কে। এবার আপনার এসি বছরের পর বছর ভালো রাখতে বিষয়গুলো মেনে চলতে হবে। এই বিষয়ে আপনি যদি এক্সপার্টের সাহায্য চান তাহলে Sheba.xyz-এর সেবা নিতে পারেন। Sheba.xyz-এ রেজিস্টার্ড আছে অভিজ্ঞ এবং এক্সপার্ট টেকনিশিয়ান। এসি সার্ভসিং সেকশনে আছে এদের সবার প্রোফাইল। টেকনিশিয়ানদের প্রোফাইল দেখে আপনি নির্বাচন করবেন তাক যার কাছ থেকে আপনি এসি সার্ভিসিং-এর সেবা চান। তারপর যথাক্রমে আপনার ঠিকানা এবং সার্ভিসের সময় ম্যানশন করবেন। নির্ধারিত সময়, দিন-তারিখে এক্সপার্ট টেকনিশিয়ান হাজির হবে আপনার ঘরে। এসি’র যেকোন সমস্যার সমাধান করে দিবে Sheba.xyz-এর এক্সপার্ট টেকনিশিয়ান। এছাড়া আপনার যদি এসি এবং এসি’র যত্ন সম্পর্কে কোন কিছু জানার সেক্ষেত্রেও আপনি তাদের এসিস্টেন্সি নিতে পারেন।

ঘরের এসিতে যদি কোনরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনি নিজেই চেষ্টা করুন সেই সমস্যার সমাধান করতে। আর আপনি যদি সমাধান করতে না পারেন বা না চান তাহলে Sheba.xyz­-এ ডাকুন এক্সপার্ট টেকনিশিয়ান। এসি তো আর দুই এক টাকার জিনিস না, একবার নষ্ট হলে অনেক টাকার ধাক্কা! তাই এসি ব্যবহার করুন সচেতন হয়ে যত্নসহকারে। আর আপনার পক্ষে যদি তা সম্ভব না হয় তাহলে তো Sheba.xyz আছেই।

Service app in Bangladesh- Sheba.xyz

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS