ত্বকের কালো দাগ নিয়ে অনেকেই বেশ চিন্তিত! বিশেষ করে ঋতু পরিবর্তনের সাথে সাথে এর প্রভাব ত্বকে বেশী পড়ে থাকে । এছাড়[, অতিরিক্ত রোদ বা শুষ্ক আবহাওয়াও ত্বকের জন্য অনেক ক্ষতিকর । নিয়মিত যত্ন না নিলে ত্বকে কালো দাগ পড়াসহ দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা ।
কালো দাগ দূর করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন । তবে, অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার কখনোই ত্বকের জন্য সুখকর নয় । প্রাকৃতিক ভাবে, ঘরে বসেই ত্বকের কালো দাগ দূর করতে চাইলে দেখে নিতে পারেন এই কার্যকরী টিপস গুলো ।
- বাইরে থেকে এসে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন । পাতলা সুতি কাপড়ে কয়েকটা বরফ নিয়ে আস্তে আস্তে মুখে ও চোখের পাশে মাসাজ করুন উপকার পাবেন ।
- ত্বকের নির্দিষ্ট অংশে ব্ল্যাক স্পট দূর করতে কটন বলে কয়েক ফোটা লেবুর রস দিয়ে লাগিয়ে রাখুন কিছুক্ষন, পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । নিয়মিত ব্যবহার করলে ব্ল্যাক স্পট ধীরে ধীরে হালকা হতে থাকবে ।
- আলু পাতলা স্লাইস করে কেটে কালো দাগের উপর রেখে দিন কিছুক্ষন । এরপর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন ।
- দাগ দূর করতে শশার ব্যবহার অনেক কার্যকরী। শশার পেস্টের সাথে লেবুর রস মিশিয়ে ফেস প্যাক হিসেবে মুখে ব্যবহার করতে পারেন । আবার চোখের উপরের অংশ লাগিয়ে চোখ বন্ধ করে রাখলেও ক্লান্তি দূর হতে সাহায্য করে ।
- এছাড়া, সুস্থ ও সুন্দর ত্বক পেতে প্রচুর পরিমানে পানি পান করুন এবং নিয়মিত রস সমৃদ্ধ ও আঁশযুক্ত ফলমূল ও শাক সবজি খাওয়ার চেষ্টা করুন ।
প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন করলে আপনার ত্বক থাকবে সতেজ ও সজীব । ব্যস্ততার ফাঁকে একটু সময় বের করে নিয়ে করে ফেলুন ত্বকের যত্ন । এখন Sheba.xyz এর অ্যাপ থেকেই যে কোন অনুষ্ঠানের মেক-আপ বা বিউটি সেবার জন্য অনলাইনে অর্ডার করতে পারেন ।