গিজার কেনার আগে জেনে যে বিষয় গুলো খেয়াল রাখবেন

আসছে শীতকাল,যদিও এখনো আবহাওয়া অনেকটা গরম কিন্তু রাতে শীতের হালকা আভা দেখা যাচ্ছে। সকালে যাদের গোসলের অভ্যাস, অন্তত তারা শীতের আগমনী বার্তা এতোদিনে টের পেয়েছেন। আর পানি ফুটিয়ে গোসল করাটাও একটি ঝামেলার কাজ, এবং ঝুঁকিপূর্ণ সাথে গ্যাসের অপচয় ও হয় অনেক। সহজেই পানি গরম করার জন্য কিনে নিতে পারেন একটা ইলেকট্রিক গিজার যাতে পানি গরম করার ঝামেলা এড়ানো যায়। অনেকেই শীত উপলক্ষে গিজার কেনার কথা ভাবেন, কিন্তু এটি সম্পর্কে অনেকের কোনো সঠিক ধারনা নেই।  

যেহেতু গিজার আমাদের প্রতিদিন কেনার প্রয়োজন পড়ে না। তাই যাচাই বাছাই করে কিনা উচিত এবং কিনার আগে গিজার এর ফিচারগুলো ভালো ভাবে দেখা প্রয়োজন। লোকাল দোকান গুলোতে গিজার এর প্রয়োজনীয় তথ্য গুলো পাওয়া যায় না, কিন্তু আপনি চাইলেই Sheba.xyz অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে উন্নত মানের সব গিজার সম্পর্কে দরকারি তথ্যগুলো পেয়ে যাবেন একসাথেই। আর তাই খুব সহজেই আপনি বুঝে যাবেন কি করে একটি ভালো মানের একটি গিজার চেনা যায়।

গিজার কেনার প্রথম কথাটা হল, কখনওই বেনামী ব্র্যান্ডের কিনবেন না। নামী কোম্পানি থেকে কিনলে ওয়্যারান্টি মিলবে। এগুলোর সুরক্ষা ব্যবস্থা ভাল। সবচেয়ে বড় কথা সঠিক ভাবে গিজার ইনস্টলেশন ও কোনও সমস্যা হলে এক্সপার্ট লোক পাবেন সারানোর জন্য। যা হয়তো লোকাল দোকানের গিজারে পাওয়া যায় না। 

*বেস্ট কোয়ালিটি ও ৫ বছরের ওয়ারেন্টি সহ গিজার কিনতে ভিজিট করুন 

আপনার বাড়ি কোথায় তার উপরও নির্ভর করে কেমন গিজার কিনবেন। মূলত তিন ধরনের পানি আমরা ব্যবহার করি — কলের পানি (ফ্ল্যাট বাড়িতে), ক্ষার পানি (শহরের আশপাশে) এবং লবনাক্ত পানি (উপকূলবর্তী জায়গাতে)। যেখানে লবনাক্ত পানি সেখানে আমাদের উচিত এমন গিজার ব্যবহার করা যার ট্যাঙ্কের বাইরেটা ফাইবার আর ভেতরের আবরণ সম্পূর্ণ তামার। তামার বিশেষ ক্ষয়-প্রতিরোধ ক্ষমতা আছে যা গিজারের আয়ু বৃদ্ধিতে সাহায্য করে। অটো কাট-অফ, থার্মাল কাট আউট, কপার হিটিং এলিমেন্ট, টু ইন ওয়ান প্রেশার কাম রিলিজ ভালভ ইত্যাদি আছে কি না তা  দেখে নেয়া প্রয়োজন। 

*২৪ ঘন্টায় ফ্রি ডেলিভারি ও ইনস্টলেশন সহ গিজার কিনুন 

গিজার কেনার আগে প্রয়োজন ও পরিবারের সদস্য সংখ্যা মাথায় রাখুন। ফ্ল্যাটবাড়ি হলে ইলেকট্রিক গিজার কিনতে পারেন। চারজনের পরিবারের জন্য ২৫ বা ৩৫ লিটারের গিজার হলে ভালো। বাসাবাড়ির ছাদ, সানসেট ও বাথরুমের ফলস ছাদ কিংবা বাথরুমেও সেট করে নেওয়া যায়। গোসলের কমপক্ষে ১০ মিনিট আগে গিজার চালু করে নিতে হয়। 

কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন আপনার গিজার, রইল কিছু টিপস

– পানি গরম হয়ে যাওয়ার পর গিজারটি বন্ধ রাখুন
– পানি গরম হয়ে গেল গিজার থেকে পুরো পানি বের করে নিন
– অনেকদিন গিজার বন্ধ থাকার পর নতুন করে চালু করার আগে একবার সার্ভিসিং করিয়ে নেয়া ভালো
– অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে গিজারে কোনও সমস্যা দেখলে তা সময়মতো ঠিক করার ব্যবস্থা করুন

*এক্সপার্ট ইলেকট্রিক গিজার রিপেয়ার সার্ভিস বুক করতে ক্লিক করুন 

Sheba.xyz থেকে সহজেই কিনে নিতে পারেন ইলেকট্রিক গিজার মাত্র ৭৯৫০ টাকায় সাথে থাকছে বছরের ওয়ারেন্টি ও ফ্রি ইন্স্টলেশন এন্ড ডেলিভারি। এছাড়াও নির্দিষ্ট অনলাইন পেমেন্টে থাকছে ১,০০০ টাকা পর্যন্ত সেভিংস। আরো থাকছে ইএমআই এর সাহায্যে ৩ থেকে ১২ মাসের মধ্যে মূল্য পরিশোধের সুবিধা। 

সুতরাং আর দেরি না করে সব ফিচার এবং বাজেটের ব্যাপারটা মাথায় রেখে অর্ডার করে ফেলুন পছন্দের গিজার আজই।  

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS