সম্প্রতি দেশের একশটিরও বেশি প্রতিষ্ঠানের ওপর চালানো এক জরিপে দেখা গেছে প্রতি মাসে এক একটি প্রতিষ্ঠান, ছোট কিংবা বড়, বিভিন্ন সাংগঠনিক প্রয়োজনে গড়ে ২৮ টিরও অধিক সাপ্লাইয়ার অথবা সরবরাহকারীদের সাথে বিভিন্ন প্রয়োজনে কাজ করে থাকে।
কিন্তু ঝামেলা ঘটে তখনই যখন এই সরবরাহকারীগণ এই কাজগুলো অন্য কাউকে অর্থাৎ, থার্ড পার্টি কিংবা মিডলম্যান – দিয়ে করিয়ে থাকে। ফলস্বরূপ, গুরুত্বপূর্ণ কাজগুলোতে ঝুঁকি বেড়ে যায়, বিশাল অংকের ক্ষতিতে পড়ার এবং গুরুত্বপূর্ণ তথ্যের অপব্যবহার হবার আশংকায় পড়ে যায় প্রতিষ্ঠানগুলো।
বর্তমানে তাই এ সমস্যা দূরীকরণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান আধুনিক এবং প্রতিযোগিতামূলক টেকনোলজির শরণাপন্ন হচ্ছে। ইউএনডিপি, এপিলিয়ন গ্রুপ, পিএমআই, উঠতি স্টার্টআপ সোলশেয়ার এর মত স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো প্রোফেশনাল এবং বিশস্ত সরবরাহকারীদের খোঁজার প্রয়াসে যুক্ত হয়েছে দেশের বৃহত্তম অনলাইন সার্ভিস মার্কেট Sheba.xyz এর গ্রাহক তালিকায়।
Sheba.xyz এর প্লাটফর্মে দক্ষ, বিশ্বস্ত ও অভিজ্ঞতা সম্পন্ন সার্ভিস প্রোভাইডারদের বিচরণ যাদের সার্ভিসের নিশ্চয়তা পাওয়া যায় তাদের অতীতে দেওয়া সার্ভিসের উপর প্রাপ্ত রেটিং দেখে।
গত ২১শে মার্চ শেষ হওয়া বহুল আলোচিত “সফট এক্সপো ২০১৯” – এ “সেবা প্লাটফর্ম লিমিটেড” এর বিজনেস সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে যা ব্যাপক সাড়া ফেলেছিলো অনুষ্ঠানে আসা অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং উৎসুক জনতার মাঝে।
Sheba.xyz এর হেড অফ বিজনেস, ঈসা আবরার আহমেদ বলেন, “আমাদের প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনগুলো তাদের কাজ আরও সহজ এবং ঝামেলামুক্তভাবে করতে পারছে, ফলে লাভবান হচ্ছে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং সমাজ, যা Sheba.xyz এর জন্য অবশ্যই একটি ইতিবাচক ব্যাপার”।
Sheba.xyz এর সার্ভিসসমূহ সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল দিন ১৬৫১৬ নম্বরে।
1 Comment
Titu Showquat
Excellent news ???
And go ahead…………?