“স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন… সাফল্য আসবেই।”

sManager Event

এই স্লোগানকে প্রতিপাদ্য করে গত ০৪ জানুয়ারি, ২০২০ তারিখে মিরপুর ইনডোর স্টেডিয়ামে দেশ-বিদেশের ৪,০০০ জন্য উদ্যোক্তার উপস্থিতিতে আয়োজিত হলো “উদ্যোক্তা মহাসম্মেলন-২০২০”। অনুষ্ঠানটি আয়োজন করেছে “নিজের বলার মতো একটা গল্প” নামের একটি উদ্যোক্তা তৈরির প্লাটফর্ম। “নিজের বলার মতো একটা গল্প” প্লাটফর্মের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার বলেন, তাঁদের লক্ষ্য উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে আগামী ২ বছরের মধ্যে দেশে ১,০০,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি করা। এই প্লাটফর্ম মূলত অনলাইনে ৯০ দিন ব্যাপী উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম ও কর্মশালা আয়োজন করে থাকে।

sManger event 2

সেবা প্লাটফর্ম লিমিটেডের অভিনব সংযোজন sManager বিজনেস সল্যুশন-ও উক্ত অনুষ্ঠানে সম্পৃক্ত ছিল। MSME বা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল প্লাটফর্মে ব্যবসায়িক হিসাব-নিকাশ, আধুনিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ডিজিটাল লোন সহ বিভিন্ন সেবা দিয়ে থাকে sManager বিজনেস সল্যুশন অ্যাপ। আধুনিক ডিজিটাল যুগের পৃথিবী অত্যন্ত গতিশীল এবং পরিবর্তনশীল, ডিজিটাল যুগের নতুন উদ্যোক্তাদের এই দ্রুত বর্ধনশীল প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য হতে হবে স্মার্ট এবং থাকতে হবে সময়ের থেকে একধাপ এগিয়ে। sManager বিজনেস সল্যুশন অ্যাপ এই নতুন উদ্যোক্তাদের জন্য হতে পারে তাঁদের নিজ নিজ ব্যবসা বা উদ্যোগে এক ধাপ এগিয়ে থাকার একটি অনন্য মাধ্যম এবং হাতিয়ার এমনটিই মনে করেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি এবং আলোচকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তাদের জন্য sManager বিজনেস সল্যুশন কর্তৃপক্ষ sManager বেসিক প্যাকেজ এক বছরের ফ্রি-সাবস্ক্রিপশন ঘোষণা করেন।

বাংলাদেশের ৬৪টি জেলা এবং ৫০ টি দেশের প্রবাসী বাংলাদেশি সব মিলিয়ে ২,০০,০০০ উদ্যোক্তা কর্মশালার বিভিন্ন ধাপে অংশগ্রহণ করেন বলে জানান অনুষ্ঠানের সঞ্চালক জনাব ইকবাল বাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি জগতের কিংবদন্তী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS