এসম্যানেজার সাবস্ক্রিপশন প্যাকেজ এবং অ্যাক্টিভেশন প্রসেস-এ পরিবর্তন সমূহ:
৩০ সেপ্টেম্বর ২০১৯ থেকে এসম্যানেজার-এর নীচের ৪টি সাবস্ক্রিপশন প্যাকেজ ডিসকন্টিনিউ করা হয়েছে-
১. লাইট (মার্কেট প্লেসএ বিক্রির সুবিধা নেই)
২. এলএসপি (২০% কমিশন)
৩. পিএসপি (১০% কমিশন)
৪. ইএসপি (৫% কমিশন)
০১ অক্টোবর, ২০১৯ থেকে নীচের ৩টি সাবস্ক্রিপশন প্যাকেজ চালু হয়েছে-
১. আলো (মার্কেট প্লেসএ বিক্রির সুবিধা নেই)
২. গতি (২০% কমিশন)
৩. জয় (১০% কমিশন)
অ্যাক্টিভেশন, রিনিউয়াল এবং বিলিং প্রসেস:
- এসম্যানেজার সাবস্ক্রাইবার-রা পজিটিভ ওয়ালেট-এর মাধ্যমে যেকোন সাবস্ক্রিপশন প্যাকেজ অ্যাক্টিভেট/রিনিউ করতে পারবেন। যদিও এসম্যানেজার সাবস্ক্রাইবার সেবা থেকে ক্রেডিট লিমিট আছে তাঁরা নেগেটিভ ওয়ালেট ব্যালেন্স থেকেও সাবস্ক্রিপশন প্যাকেজ অ্যাক্টিভেট/রিনিউ করতে পারবেন। সেক্ষেত্রে ক্রেডিট লিমিট-টি অবশ্যই সাবস্ক্রিপশন ফি কভার করার মতো অবস্থায় থাকতে হবে।
- সাবস্ক্রিপশন বিলিং পিরিয়ড হিসেবে সাবস্ক্রিপশন-এর ‘সাবস্ক্রিপশন অ্যাক্টিভেশন’ থেকে ‘এক্সপায়ারি ডেট’ পর্যন্ত ধরা হবে। সাবস্ক্রিপশন এক্সপায়ারি এবং রিঅ্যাক্টিভেশন-এর মধবর্তী কোন পিরিয়ড ‘বিলিং পিরিয়ড’ হিসেবে গণ্য হবে না।
- যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে, তবে পিরিয়ড শেষে সাবস্ক্রিপশন অটোমেটিক্যালি রিনিউড হয়ে যাবে।
- বর্তমানে যাঁরা ‘লাইট সাবস্ক্রাইবার’, তাঁদের সাবস্ক্রিপশন উল্লিখিত ৩টি নতুন প্যাকেজ-এর সাবস্ক্রিপশন না নেয়া পর্যন্ত ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে।
এপিআই-এর মাধ্যমে নতুন এনআইডি ভেরিফিকেশন প্রসেস:
- নতুন সাবস্ক্রাইবার-রা পেমেন্ট সংক্রান্ত ফিচার-গুলোর অ্যাকসেস এনআইডি ভ্যারিফিকেশন সফলভাবে সম্পন্ন করার পরই পাবেন।
শর্তাবলী:
বর্তমান সাবস্ক্রাইবার-রা তাঁদের পেইড সাবস্ক্রিপশন শেষ হবার পর এবং পরবর্তীতে রিনিউ করার পর আগের প্যাকেজ থেকে নতুন প্যাকেজ-এ নিম্নলিখিতভাবে মাইগ্রেটেড হবেন:
৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ডিসকন্টিনিউড | ০১ অক্টোবর ২০১৯ থেকে কার্যকর | |||||
সিরিয়াল | প্যাকেজ | মাসিক সাবস্ক্রিপশন ফি (টাকায়) | মার্কেটপ্লেস কমিশন | প্যাকেজ | মাসিক সাবস্ক্রিপশন ফি (টাকায়) | মার্কেটপ্লেস কমিশন |
১ | লাইট | ০ | অ্যাকসেস নেই | ইনঅ্যাক্টিভ | অ্যাপ্লিকেবল নয় | অ্যাপ্লিকেবল নয় |
২ | এলএসপি | ৮০ | ২০% | আলো | ৮০ | অ্যাকসেস নেই |
৩ | পিএসপি | ১,৫০০ | ১০% | গতি | ১,৫০০ | ২০% |
৪ | ইএসপি | ১০,০০০ | ৫% | জয় | ১০,০০০ | ১০% |
- Sheba.xyz মার্কেটপ্লেস-এ অবিচ্ছিন্ন সার্ভিস চালু রাখার জন্য বর্তমান এলএসপি সাবস্ক্রাইবার-দের (যাঁরা সেবা মার্কেটপ্লেস-এ অ্যাক্টিভ) সেবা প্ল্যাটফর্ম ৩ মাসের সৌজন্যমূলক গতি প্যাকেজ দিচ্ছে (বোনাস ওয়ালেট ক্রেডিট হিসেবে), যেন তাঁরা গতি প্যাকেজ-এ আপডেট করার সিদ্ধান্তে পর্যাপ্ত সময় পান।