বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে পহেলা ফাল্গুনের সূচনা হয় বসন্তের। সাধারণত রং কিংবা আনন্দের ঋতু হিসাবে এই সময়টাতে বেশ উৎসবের সাথেই শীতকে বিদায় জানানো হয়। সেই সাথে গ্রহণ করা হয় বসন্তের উষ্ণতা এবং প্রাণবন্ততা। এরই পরিপ্রেক্ষিতে অনেকেই এই উৎসব উদযাপনের প্রস্তুতি নেয়। আর এই প্রস্তুতি শুরু হয় রুচিশীল ড্রেস এবং সাজ পছন্দের মাধ্যমে। উৎসবের ধরণ, নিজের পছন্দ এবং বাজেটসহ সবকিছু মিলিয়ে এই সময়ে পছন্দের ড্রেস ও সাজ বেছে নেওয়াটা কিছুটা কঠিন মনে হতে পারে।
বাংলা পঞ্জিকার শেষ ঋতু বসন্তের প্রথম দিনটিকে পালন করা হয় “পহেলা ফাল্গুন” অথবা “বসন্ত উৎসব” নামে। এ উৎসব হয়ে উঠেছে বাঙালির সার্বজনীন প্রাণের উৎসবে। শুধু তাই নয়, নাগরিক জীবনেও বইতে শুরু করে ফাগুন হাওয়া। বসন্তকে গণ্য করা হয় নতুন প্রানের প্রতীক হিসেবে। এদিনে শুধু কেবল প্রকৃতি নয় মানুষও সেজে উঠে রঙিন রঙে বসন্ত বরণে।