নিম্নমানের এসি ব্যবহার কিংবা এসির উপর অনেক বেশি চাপ প্রয়োগ করলে, আবার অনেক সময় দীর্ঘক্ষণ যাবৎ এসি অন রাখলে এসি বিস্ফোরণ বা ব্লাস্ট হতে পারে। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো এসি বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে মারাত্মক ক্ষয়ক্ষতি এমনকি মৃত্যুর মতো ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এমতাবস্থায় সতর্কতা অবলম্বনের কোনো বিকল্প নেই। এরই অংশ হিসাবে চলুন sheba.xyz এর আজকের ব্লগে এসি বিস্ফোরণের কারণ সম্পর্কে জানি এবং সচেতন হই!
তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে অর্থাৎ শীতের শুরু থেকেই আপনার ঘর গরম এবং আরামদায়ক রাখা অপরিহার্য। বেশিরভাগ সময়ই আপনার ঘরের উষ্ণতা বজায় রাখতে আপনাকে এয়ার কন্ডিশনারের উপর নির্ভর করতে হয়। এ সময় এসির সঠিক কার্যকারিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এখানেই এই শীতে Sheba.xyz এর AC Servicing সেবা আপনার ঘরকে আরামদায়ক করতে কাজ করছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে জরুরী মেরামত সবই Sheba.xyz এর প্রশিক্ষিত টিম আপনার এসি মসৃণভাবে চালু রাখতে নির্ভরযোগ্য সেবা প্রদান করে আসছে। সুতরাং Sheba.xyz-এর এসি সার্ভিসিংয়ের মাধ্যমে আপনার ঘরকে উষ্ণ রাখুন। এখন চলুন এই পোস্টে Sheba.xyz-এর এসি সার্ভিসিং নিয়ে আলোচনা করি।
এয়ার কন্ডিশনার বা এসি যেমন দম বন্ধ করা গরমে শান্তি দেয়, তেমনি মাঝেমধ্যে বিকল হয়ে বিড়ম্বনায়ও ফেলে। হুটহুাট নষ্ট হয়ে যাওয়া, গ্যাস কমে যাওয়াসহ নানাবিধ সমস্যা দেখা যায়। তখন শরণাপন্ন হতে হয় মেকানিকের কাছে। এতে যেমন টাকা খরচ হয়, তেমনি অপচয় হয় সময়। তবে এসি ব্যবহারে একটু সচেতন হলে বাড়তি ঝামেলা নিতে হবে না। এসি’র সাধারণ সমস্যাগুলোর এবং সমাধান জানা থাকলে যন্ত্রটি ব্যবহার করা যায় নিশ্চিন্তে। তবে এজন্য আপনার জানতে হবে এসি’র সাধারণ সমস্যাগুলো কী!
এসি সার্ভিসিং মানে শুধুই সার্ভসিং না। উপযুক্ত লোকের হাতে সঠিক সার্ভিসিং সর্বোচ্চ নিরাপত্তার সাথে, এমন হওয়া উচিত এসি সার্ভিসিং পলিসি। অনেক সময় আমরা যেই ব্র্যান্ডের এসি কিনি সেই ব্র্যান্ডের ডেডিকেটেড সার্ভিসিং টিম থাকে। যারা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফ্রি সার্ভিসিং দিয়ে থাকে। কিন্তু এর পর? রিয়েয়ার ওয়ারেন্টি শেষ হয়ে গেলে কি করবেন? লোকাল মেকানিককে ঘরে আনবেন? না তা আর করতে হবে না। আপনি যদি উপযুক্ত সার্ভিস এবং নিরাপত্তার নিশ্চয়তা একসাথে চান তাহলে আপনি Sheba.xyz-এর সেবা নিতে পারেন।
– সর্বনিম্ন তাপমাত্রায় এসি না চালানো
– টাইমারের ব্যবহার
– দরজা জানালা বন্ধ রাখা
– এসি ও ফ্যানের যুগলবন্দি
– পাওয়ার সুইচ বন্ধ রাখুন
– উপযুক্ত সার্ভিসিং