একটি স্বাস্থ্যকর বাথরুম বজায় রাখা গুরুত্বপূর্ণ, তবে আমরা অনেকেই নিয়মিত পরিস্কার এবং ব্যাকটেরিয়া-মুক্ত বাথরুমের জন্য সঠিক পদক্ষেপের ব্যাপারে অসুবিধা অনুভব করতে পারি। বাথরুম প্রতিদিন ব্যবহৃত হয়, তাই এটি দ্রুত অপরিষ্কার হয়ে জীবাণু প্রতিষ্ঠানে রূপ নেয়া সম্ভাবনা রয়েছে।
বাড়ির সবচেয়ে বেশি নোংরা হয় যে জায়গাটি সেটি হল বাথরুম। আজকাল বাথরুমে টাইলস ব্যবহার করার প্রবণতা বেড়েই চলছে। আর চকচকে টাইলসের মেঝের ঘরও সবার কাছেই খুব আকর্ষণীয়। তবে টাইলস এর সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন এর সঠিক যত্ন নেয়া। তাই টাইলস সহজে পরিষ্কার করতে যা যা করতে হবে সেই সম্পর্কে কিছু টিপস জেনে নিন-