বর্তমানে এই ডিজিটাল যুগে কম্পিউটার ছাড়া একটি দিন ও চিন্তা করা যায় না । ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের মধ্যে ল্যাপটপের ব্যবহারই সবচেয়ে বেশি সুবিধাজনক । ল্যাপটপ ব্যবহারের সময় অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকেন । কাজের মাঝে ল্যাপটপ হ্যাঙ্গ হয়ে যাওয়া বা স্লো হলে কার না বিরক্ত লাগে!
বিভিন্ন কারনে আপনার ল্যাপটপটি স্লো হয়ে পরতে পারে । কিছু টিপস জেনে নিয়ে আপনার ল্যাপটপের গতি বাড়িয়ে নিন আর কাজ করুন নিশ্চিন্তে।
কখনওকি ভেবেছেন কম্পিউটার ছাড়া জীবন কেমন হতো। কম্পিউটার ছাড়া যেন বর্তমান বিশ্বেকে এখন আর কল্পনা করা যায় না। প্রতিদিনের বেক্তিগত কাজে বলুন বা business-এর লেনদেনের জন্য ল্যাপটপ, ডেস্কটপ নিয়মিত প্রয়োজন হয়। কিন্তু কম্পিউটার ব্যবহার করার সময় আমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। কম্পিউটার কিছু ট্রাবলশুটিং টিপস নিয়ে আলোচনা করেছি-