আপনি কি জানেন False Ceiling কী? বাংলাদেশে এর দাম কেমন? ফলস সিলিং সাধারণত আমাদের বাড়ির ঘরের প্রধান ছাদের নিচে ইনস্টল…
একটু গোছানো আর পরিপাটি ঘর মানেই প্রশান্তি! ঘর সুন্দর করে সাজাতে কতই না চেষ্টা! কেউ বিভিন্ন ধরনের শো-পিস দিয়ে ঘর সাজান আবার কেউবা নতুন আসবাবপত্র কিনে থাকেন। একটু লক্ষ্য করলেই দেখবেন যে, পর্দা পরিবর্তনের উপরও ঘরের অবয়ব অনেকটা নির্ভর করে ।
প্রত্যেক মানুষের কম বেশি একটি শখ থাকে আর তা হল, নিজের ঘর সুন্দর করে সাজানো ও গোছানো । ঘর সাজানোর জন্য কত কিছুই না করতে ইচ্ছা করে কিন্তু সব সময় তো আর সব কিছু করা হয়ে উঠে না। ইচ্ছা থাকলেও হয়তো কেনা হয়ে ওঠে না, ঘর সাজানোর পছন্দের জিনিসটি। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে খুব কম খরচেই নতুন আঙ্গিকে সাজাতে পারো নিজের ঘরটি। জেনে নাও ঘর সাজানোর সহজ কিছু কৌশলঃ