বাসা পরিবর্তনের কথা ভাবলেই মাথায় আসে হাজারো চিন্তা। বাসার সবকিছু গোছাবো কিভাবে? কখন প্যাকিং শুরু করবো? বাচ্চাকাচ্চা সামাল দিয়ে এতগুলো…
বাসা বদলানো মোটেই সহজ ব্যাপার নয় ! সম্ভব হলে আগে থেকেই আত্নীয় -স্বজন বা পরিচিতজনদের সাহায্য নিতে পারেন । এছাড়া ও আপনার পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, হোম শিফটিং, ইলেক্ট্রিক্যাল অ্যাপ্লায়েন্স মাউন্টিং, ডিসমাউন্টিং করতে পারেন Sheba.xyz অ্যাপের মাধ্যমে।