বাংলা পঞ্জিকার শেষ ঋতু বসন্তের প্রথম দিনটিকে পালন করা হয় “পহেলা ফাল্গুন” অথবা “বসন্ত উৎসব” নামে। এ উৎসব হয়ে উঠেছে বাঙালির সার্বজনীন প্রাণের উৎসবে। শুধু তাই নয়, নাগরিক জীবনেও বইতে শুরু করে ফাগুন হাওয়া। বসন্তকে গণ্য করা হয় নতুন প্রানের প্রতীক হিসেবে। এদিনে শুধু কেবল প্রকৃতি নয় মানুষও সেজে উঠে রঙিন রঙে বসন্ত বরণে।