বর্তমানে এই ডিজিটাল যুগে কম্পিউটার ছাড়া একটি দিন ও চিন্তা করা যায় না । ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের মধ্যে ল্যাপটপের ব্যবহারই সবচেয়ে বেশি সুবিধাজনক । ল্যাপটপ ব্যবহারের সময় অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকেন । কাজের মাঝে ল্যাপটপ হ্যাঙ্গ হয়ে যাওয়া বা স্লো হলে কার না বিরক্ত লাগে!
বিভিন্ন কারনে আপনার ল্যাপটপটি স্লো হয়ে পরতে পারে । কিছু টিপস জেনে নিয়ে আপনার ল্যাপটপের গতি বাড়িয়ে নিন আর কাজ করুন নিশ্চিন্তে।
বছরজুড়ে এখন লেগে থাকে রাজ্যের অনুষ্ঠান। বিয়ে থেকে শুরু করে জন্মদিন পর্যন্ত, এখন সব কিছুতেই ছোট বড় অনুষ্ঠান করা যেন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা অনেকই কোন অনুষ্ঠানের কথা শুনলেই ভাবি কিভাবে কি করব! খাবার-দাবার আলোকসজ্জা কিভাবে হবে! সব কিছু কিভাবে ম্যানেজ করব! আর এগুলো চিন্তা করতে করতেই যেন অনুষ্ঠানের আনন্দটাও হারিয়ে যায়। আপনার এই সমস্যা সমাধানে এখন রয়েছে বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। আপনার যেকোনো অনুষ্ঠানের খাবারে আয়োজন থেকে আলোকসজ্জা পর্যন্ত সব কিছুতে সাহায্য করবে তারা। কিন্তু বুকিং এর আগে কিছু ব্যাপার বুঝে নেয়া খুবই জরুরীঃ
Your laundry is only as clean as your washing machine, so proper washing machine maintenance is important. Don’t worry if…