Tag: winter care

dry lip care in winter

শুষ্ক ঠোঁটের যত্নে

সুন্দর ঠোঁটে, সুন্দর হাসি ! শীতকালে বৈরী আবহাওয়ায় ত্বকের সাথে ঠোঁট ও প্রাণহীন হয়ে পড়ে। অতিরিক্ত শুষ্কতা থেকে ঠোঁটের কোণায় ঘা, ঠোঁট ফেটে যাওয়া, রক্ত পড়া সহ নানা রকম সমস্যার উৎপত্তি ঘটে । তাই নিয়মিত ঠোঁটের যত্ন নিন আর ঠোঁটে নিয়ে আসুন সুন্দর গোলাপী আভা।

শীতে ত্বকের যত্নে প্রসাধনীর ব্যবহার

শীতকালে কী ধরনের প্রসাধনী ব্যবহার করা উচিত তাই নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পরেন। ধরনভেদে, বিভিন্ন ধরনের ত্বকের যত্নে বিভিন্ন ধরনের প্রসাধনীর ব্যবহার হয়ে থাকে । তবে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের প্রসাধনী ব্যবহার করতে । আপনার ত্বকের সুরক্ষায় প্রয়োজনীয় প্রসাধনীটি কাছেই যে কোন দোকান বা সুপারশপে পেয়ে যাবেন ।

Skin care in winter by Sheba.xyz

শীতে ত্বকের সুরক্ষায়

শীত চলে এসেছে!  শীতের এই শুষ্ক আবহাওয়া ও বাইরের ধূলোবালি ত্বকে অমসৃন ও রুক্ষ ভাব নিয়ে আসে । এজন্য ত্বক ফেটে যাওয়া, কালচে হয়ে যাওয়া, অ্যালার্জিসহ দেখা যায় নানা রকমের সমস্যা । তাই ত্বকের জন্য প্রয়োজন নিয়মিত যত্নের পাশাপাশি একটু বাড়তি যত্নের ।  আপনার ত্বকের এই বিশেষ সুরক্ষার জন্য জেনে নিন কিছু প্রয়োজনীয় টিপস ।

সর্দি-কাশি থেকে বাঁচতে

শীতে সর্দি-কাশির প্রভাব একটি সাধারণ সমস্যা । বাইরে বের হলেই একটু বাতাস থেকে হয়ে যেতে পারে ঠান্ডা, সর্দি, জ্বরসহ ভয়াবহ…

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS