নিত্যপ্রয়োজনীয় দরকারি জিনিস গুলোর মধ্যে ফ্রিজ অন্যতম। আর বাংলাদেশের আবহাওয়া বিবেচনা করলে আমরা সবাই কম বেশি ফ্রিজ এর উপর অনেকখানি নির্ভরশীল, কারন ফ্রিজ হছে একমাত্র মাধ্যম যা খাবারকে সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু যদি হুট করে ফ্রিজ কাজ করা বন্ধ করে দেয় তাহলে যেন আমাদের জীবনটা থমকে দাড়ায়। আর প্রতি বছর আমরা হাজার হাজার টাকা ফ্রিজ মেরামত এর জন্য ব্যয় করি। অনেক সময় ছোট ছোট সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি। কিন্তু সঠিক তথ্যের না জানায় নিজের অজান্তেই সার্ভিসিং-এর জন্য অনেক টাকা খরচ করে ফেলি। চলুন দেখে নেয়া যাক কিছু সাধারণ সমস্যা ও তার সহজ  সমাধানঃ

ফ্রিজ সমস্যা-

১- ফ্রিজ ঠাণ্ডা হচ্ছে না- আপনার ফ্রিজ কাজ করত কিন্তু হঠাৎ খাবার ঠাণ্ডা হচ্ছে না, এমন সমস্যার মুখোমুখি মনে হয় সকলেই একবার হলেও হয়েছি । সাধারণত ফ্রিজ condenser বেশি ময়লা হয়ে গেলে এমনটি হয়।

২- ফ্রিজ  থেকে পানি পড়ামাঝে মাঝে ফ্রিজ থেকে পানি পড়তে হতে দেখা যায়। সাধারণত  ফ্রিজে  defrost drain যদি কোন কারনে বন্ধ হয়ে যায়  তাহলে এই সমস্যা দেখা দিতে পারে।

সমাধান-

১- প্রতিদিন অন্তত ৩০মিনিট ফ্রিজ বন্ধ রাখুন।

২- ফ্রিজের condenser (ফ্রিজ এর নিচের দিকে থাকে) সপ্তাহে একবার ভেজা কপড় দিয়ে পরিষ্কার করুন।

৩- ফ্রিজের defrost drain মাসে এক বার পরিষ্কার করবেন ।

দুঃখের বিষয় এই যে, দৈনন্দিন যন্ত্রপাতি সম্পর্কে ধারনা না থাকায় কিছু Mechanic সামান্য একটা ব্লকেজ এর জন্য ৬-৭ হাজার টাকা দাবী করে। এই লেখাটি শেয়ার করে অন্যদের মধ্যেও সচেতনতা তৈরি করুন ও অনর্থক খরচের হাত থেকে বাঁচুন। আপনাদের সর্বদা যেকোনো service দেয়ার জন্য আমরা Sheba.xyz আপনার পাশেই আছি ।

Service app in Bangladesh- Sheba.xyz

Written By-Anika Tabasum

 

1 Comment

  • Zeedan
    Posted November 16, 2023 1:03 pm 0Likes

    Informative

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS