বর্তমান সময়ে গিজার খুবই জনপ্রিয় একটি ইলেকট্রনিক ডিভাইস আর এখন পর্যন্ত গিজার ব্যবহার করেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। দ্রুত পানি গরম করার ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে গিজার ব্যবহৃত হয়ে থাকে, তবে গিজার কেনার সময় সঠিক মডেল নির্বাচন করতে না পারার ফলে তা দীর্ঘদিন টেকসই হয় না এবং অনেক সময় বিভিন্ন দুর্ঘটনাও ঘটতে পারে। তাই গিজার কেনার আগে আপনার প্রয়োজনীয়তা ও চাহিদা অনুযায়ী অবশ্যই বিশেষ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আজকে সেবা ব্লগে আমরা গিজার কেনার আগে যে ৫টি জিনিস খেয়াল রাখা উচিত তা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো। 

১. ক্যাপাসিটি বা কর্ম ক্ষমতা

বর্তমান বাজারে গিজারের বিভিন্ন ধরনের মডেল থাকায় এর ক্যাপাসিটি বা কর্মক্ষমতা ভিন্ন ভিন্ন বা কম বেশি হয়ে থাকে আর এ কারণেই গিজার কেনার আগে অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী কর্ম ক্ষমতা বা ক্যাপাসিটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আপনার পরিবারের সদস্য সংখ্যা, গরম পানি ব্যবহারের চাহিদা ইত্যাদির উপর ভিত্তি করে গিজারের ক্যাপাসিটি বা কর্মক্ষমতা নির্বাচন করতে হবে। আপনার পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি উচ্চ ক্যাপাসিটি বা কর্মক্ষমতা সম্পন্ন গিজার বাছাই করতে হবে, তবে আপনার যদি ছোট পরিবার হয়ে থাকে তাহলে কম বা সাধারণ কর্মক্ষমতা বা ক্যাপাসিটি সম্পন্ন গিজার নির্বাচন করতে হবে। গিজার বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে তাই আপনার ও আপনার পরিবারের সদস্য সংখ্যা ও চাহিদার উপর ভিত্তি করে গিজার কেনার আগে অবশ্যই এর ক্যাপাসিটি বা কর্মক্ষমতা নির্বাচন করার বিষয়টি মাথায় রাখতে হবে।

২. শক্তির দক্ষতা

গিজার কেনার পূর্বে তা কতটা শক্তি সম্পন্ন বা কতটা দক্ষতা সম্পন্ন তা যাচাই বাছাই করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিদ্যুৎ বিল বাঁচাতে দক্ষ ও শক্তি সম্পন্ন গিজার নির্বাচন করতে হবে যা স্বল্প বিদ্যুৎ ব্যবহার করে খুব দ্রুত পানি গরম করতে পারে। এক্ষেত্রে গিজারের শক্তির দক্ষতা যাচাই বাছাই করে এর রেটিং ও রিভিউ দেখে এবং তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে তবেই গিজার কেনা উচিত। আবার বিদ্যুৎ বিল বাঁচাতে গিজারের বিকল্প কিছু ইলেকট্রনিক ডিভাইস যেমন ওয়াটার হিটার, ট্যাংকবিহীন গিজার ইত্যাদি কেনার বিষয় বিবেচনা করা যেতে পারে যা আপনার চাহিদা অনুযায়ী খুব কম সময়ে পানি গরম করতে পারে এবং গিজার না কিনে পানি গরম করার প্রয়োজনীয়তা দূর করতে পারে। তবে আপনার যদি একান্তই গিজার প্রয়োজন হয়ে থাকে তাহলে তা কেনার পূর্বে অবশ্যই এর শক্তির দক্ষতা এবং দ্রুত পানি গরম করার ক্ষমতা পর্যবেক্ষণ করে নিতে হবে।

৩. গিজারের প্রকার বা মডেল

বর্তমান সময়ে দ্রুত পানি গরম করার জন্য গিজার অন্যতম একটি ইলেকট্রনিক ডিভাইসে পরিনত হয়েছে গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে বর্তমান বাজারে বিভিন্ন ধরনের গিজারের মডেলও এসেছে যেমন ট্যাংক টাইপ গিজার (স্টোরেজ ওয়াটার হিটার) , ট্যাংকবিহীন গিজার ইত্যাদি। গিজারের একেক ধরনের মডেল পানি গরম করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে থাকে। স্টোরেজ ওয়াটার হিটার বা গিজারগুলো নির্দিষ্ট পরিমাণ পানি সঞ্চয় করে রাখে এবং প্রয়োজনের সময় কেবল পানি গরম করে। আবার ট্যাংক বিহীন গিজারের মডেল গুলো বৈদ্যুতিক ইউনিটের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে পানি গরম করে। ট্যাংক টাইপ গিজার গুলো থেকে ট্যাংকবিহীন গিজার গুলো অধিক শক্তি ও দক্ষতা সম্পন্ন হলেও এর বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তাই গিজার কেনার পূর্বে আপনার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী গিজারের মডেল নির্বাচন করতে হবে এবং মডেল যাচাই বাছাই করে তবেই গিজার কিনতে হবে।

৪. হিটিং এলিমেন্ট বা উপাদান

গিজার কেনার পূর্বে এর হিটিং এলিমেন্ট অর্থাৎ কি ধরনের উপাদান ব্যবহার করে পানি গরম করা হয় তা অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। বর্তমানে অধিকাংশ গিজারেই তামা বা স্টেইনলেস স্টিলের মতো উপাদানগুলো পানি গরম করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তামার উপাদানগুলো তাপ স্থানান্তরে অধিক সক্রিয় ও দক্ষ হয়ে থাকে এবং খুব দ্রুত পানি গরম করতে সহায়তা করে থাকে। আবার অপরদিকে, স্টেইনলেস স্টিলের মতো হিটিং এলিমেন্ট গুলো অধিক টেকসই ও তাপ প্রবাহী হয়ে থাকে এবং তামার উপাদান গুলোর তুলনায় স্বল্প বিদ্যুৎ খরচে খুব দ্রুত পানি গরম করে থাকে। গিজার কেনার পূর্বে কোন ধরনের হিটিং এলিমেন্ট আপনার প্রয়োজন তা অবশ্যই নির্বাচন করে নিতে হবে এবং হিটিং এলিমেন্ট যাচাই বাছাই করে তবেই গিজারের মডেল নির্বাচন করতে হবে। অধিক টেকসই হিটিং এলিমেন্ট পাওয়ার জন্য ভালো মানের ব্র‍্যান্ডের গিজার কেনাই অধিক শ্রেয়।

৫. নিরাপত্তামূলক বৈশিষ্ট্য

গিজার একটি শক্তিশালী ইলেকট্রনিক ডিভাইস যা খুব সহজে ও দ্রুততার সাথে পানি গরম করতে সাহায্য করে থাকে তাই এই শক্তিশালী ইলেকট্রনিক ডিভাইসটি কেনার পূর্বে তার নিরাপত্তামূলক বৈশিষ্ট্যগুলো বিবেচনায় রাখতে হবে। আপনার পরিবারে যদি ছোট শিশু বা বয়স্ক ব্যক্তি থাকে তাহলে অবশ্যই গিজার কেনার আগে এই নিরাপত্তামমূলক বৈশিষ্ট্য গুলো যাচাই বাছাই করে নিতে হবে। গিজার ব্যবহারে বিভিন্ন দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদে গিজার ব্যবহার করতে থার্মোস্ট্যাট নিয়ন্ত্রণ, প্রেসার রিলিজ ভালভ এবং অতিরিক্ত গরম প্রতিরোধের মতো বৈশিষ্ট্য সম্পন্ন গিজারের মডেল নির্বাচন করতে হবে। একটি ভালো মানের নিরাপত্তামূলক বৈশিষ্ট্য সম্পন্ন গিজার কেনার ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্র্যান্ড বাছাই করতে হবে এবং উক্ত ব্রান্ডের পণ্যের রিভিউ ও রেটিং পর্যবেক্ষণ করে তবেই গিজার কিনতে হবে। নিরাপদে গিজার ব্যবহার করতে হলে অবশ্যই কেনার পূর্বে এর নিরাপত্তামূলক বৈশিষ্ট্য গুলো যাচাইয়ের বিষয়টি মাথায় রাখতে হবে এবং টেকসই ও ভালো পারফরম্যান্স যুক্ত গিজার বাছাই করতে হবে।

গিজারের মতো শক্তিশালী ইলেকট্রনিক ডিভাইস নিরাপদে ব্যবহার করার জন্য গিজার কেনার পূর্বেই উপরোক্ত এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এবং আপনার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সকল বিষয় যাচাই বাছাই করে তবেই গিজার কিনতে হবে।

শেষ কথা

বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি খুবই জনপ্রিয় ও উপকারী ইলেকট্রনিক ডিভাইস হলো গিজার যা স্বল্প বিদ্যুৎ খরচে খুব দ্রুত পানি গরম করার কাজে ব্যবহার করা হয়। গিজার কেনার পূর্বে এই ৫টি বিষয় বিবেচনায় রাখলে আপনি এমন একটি গিজার নির্বাচন করতে পারবেন যা শুধুমাত্র আপনার গরম পানির চাহিদাই মেটাবে না বরং আপনার নিরাপত্তা ও প্রয়োজনীয়তার সাথেও সামঞ্জস্য বজায় রাখবে। আপনার বাসায় ইলেকট্রনিক ও প্লাম্বিং রিলেটেড যেকোন সমস্যার জন্য সেবার সার্ভিস নিতে পারেন নিশ্চিতে। 

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS