বাড়িতে পোকা-মাকড়ের উপদ্রব নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, এটি পরিবারের স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে দেয় অনেকাংশে । বাজারে পোকা-মাকড় তাড়াতে বিভিন্ন ধরনের ঔষধ বা স্প্রে কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলোর কার্যকর ক্ষমতা মোটেই সন্তোষজনক নয় । আজ জেনে নিন বাড়ি থেকে পোকা-মাকড় দূর করার কিছু ঘরোয়া উপায়।
ইঁদুর তাড়াতে
প্রায় অনেক বাসাতেই ইঁদুরের উৎপত্তি দেখা যায় । এছাড়াও ইঁদুর অনেক জটিল রোগের জীবানুও বহন করে থাকে । ইঁদুর তাড়াতে ঘরের প্রতিটি কোণায় পুদিনা পাতা ব্যবহার করতে পারেন কারন ইঁদুর পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না । নিয়মিত ঘরের কোণায় রেখে দিলে বাড়িতে ইঁদুরে উপদ্রব কমে যাবে।
তেলাপোকার উপদ্রবে
বাড়িতে তেলাপোকার উপদ্রব একটি বিরক্তিকর বিষয়, তাই ঘর থেকে এটি দূর করা অত্যন্ত জরুরী । বাড়িতে তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি পেতে বেকিং সোডা ছিটিয়ে রাখুন ঘরের কোণায় । শীঘ্রই এর যন্ত্রনা থেকে মুক্তি পেতে পারেন।
ছারপোকার যন্ত্রনায়
সাধারণত, ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে ছারপোকার উৎপত্তি, বিছানায় ও দেয়ালে এদের চলাচল বেশি দেখা যায় । বিছানায় ছারপোকা দেখা দিলে বালিশ, তোষক, চাদর কিছুদিন নিয়মিত রোদে দিন, এর উপদ্রব কমে যাবে । ছারপোকা তাড়াতে যেখানে ছারপোকা বেশি দেখা যায়, সেখানে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন ।
এছাড়া, পোকা-মাকড়ের যন্ত্রনা থেকে বাঁচতে আপনার বাড়িঘর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। বাড়িতে গাছ থাকলে সেগুলোর আগাছা ছেটে আশেপাশের জায়গা প্রতিদিন পরিষ্কার করুন । সাধারণ উপায়ে পোকা মাকড় তাড়াতে না পারলে, প্রফেশনাল সার্ভিসের জন্য Sheba.xyz থেকে নিতে পারেন পেস্ট কন্ট্রোল সার্ভিস।