Kitchen Sink রান্নাঘরের একটি প্রয়োজনীয় অংশ । রান্নাঘরে কাজের সময় সারাক্ষণ এর ব্যবহার লেগেই থাকে । একটু যত্ন না নিলে দাগ, মরিচা পড়ে কিচেন সিঙ্কটি নষ্ট হয়ে যেতে পারে । এছাড়া জীবানুমুক্ত রান্নাঘরের জন্য ও কিচেন সিঙ্ক পরিষ্কার থাকা প্রয়োজন । কিচেন সিঙ্ক দুর্গন্ধমুক্ত ও জীবানুমুক্ত রাখলে আপনার পরিবারের সুস্বাস্থ্য ও নিশ্চিত হবে ।
কিচেন সিঙ্ক নিয়মিত পরিষ্কারের মাধ্যমে শুকনো ও পরিষ্কার রাখার চেষ্টা করুন । খেয়াল রাখবেন, কিচেন সিঙ্কে যেন ময়লা জমে না থাকে । আজকে জেনে নিন কিচেন সিঙ্ক নিয়মিত পরিষ্কার রাখার কিছু কার্যকরী টিপস ।
- কিচেন সিঙ্কে হলুদের দাগ পরিষ্কার করতে পানির সাথে ভিনেগার মিশিয়ে পরিষ্কার করুন। এতে দুর্গন্ধও দূর হবে ।
- কিচেন সিঙ্ক শুকনো রাখার জন্য পরিষ্কার শুকনো কাপড় বা তোয়ালে সবসময় সিঙ্কের পাশেই রাখুন ।
- তেল চিটটিচে ভাব দূর করতে হালকা কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে সিঙ্ক পরিষ্কার করুন ।
- ভালোভাবে পরিষ্কারের জন্য সপ্তাহে একবার বেকিং সোডা ছিটিয়ে ২০ মিনিট রেখে দিন । তারপর ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করুন ।
- লেমন ফ্লেভার সমৃদ্ধ লিকুইড দিয়ে নিয়মিত কাজ শেষে কিচেন সিঙ্ক পরিষ্কার রাখুন ।
- সিঙ্কের ড্রেইন নিয়মিত পরিষ্কার রাখুন । পোকা-মাকড়ের আক্রমন থেকে রক্ষার জন্য সিঙ্কের ড্রেইনে ন্যাপথলিন দিয়ে রাখতে পারেন । এতে সুন্দর গন্ধ ও ছড়াবে ।
ঝকঝকে রান্নাঘর কে না চায়! আপনার রান্নাঘর পরিষ্কার রাখতে রান্নাঘরের সিঙ্ক ও পরিষ্কার রাখা জরুরী । এছাড়া, নতুন কিচেন সিঙ্ক ইনস্টলেশন বা রিপেয়ার সংক্রান্ত সেবার জন্য আপনার স্মার্টফোন থেকে অনলাইনে অর্ডার করতে পারেন Sheba.xyz এ ।