বর্তমান সময়ে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসা-বাড়ির নিরাপত্তা নিয়ে সবাই চিন্তিত! আর নিরাপত্তা বাবস্থাকে আরো এক ধাপ নিশ্চিত করে সিসিটিভি ক্যামেরা। আমরা অনেকই অফিস বা যেকোনো কাজের জন্য বলতে গেলে সারাদিনই বাসার বাইরে থাকি। এমন সময় সিসিটিভি ক্যামেরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আমাদের অনুপস্থিতিতে বাড়ির ভিতরে কি হচ্ছে না হচ্ছে সিসিটিভি ক্যামেরা সব ধারন করতে সক্ষম। ক্যামেরা কেনার সময় আমাদের কিছু বিষয় অবশ্যই জেনে নেয়া দরকার যা আমরা অনেকেই জানি না-
- এমন একটি ক্যামেরা কিনুন যাতে লাইভ ফিড, texting বা email এর features থাকবে। এতে করে আপনি আপনার বাসায় কি হছে না হছে সব অফিসে বা যেকোনো জায়গায় থেকে দেখতে পারবেন।
- Motion-sensor security ক্যামেরা অন্যান্য ক্যামেরা থেকে ভালো কাজ করে।
- Night vision ক্যামেরাগুলো রাতের বেলা ভালো high-quality images ধারন করে।
- আপনার বাসার সামনের এবং পিছনের দরজায় সিসিটিভি ক্যামেরা লাগান।
- দাম একটু বেশি হলেও সবসময় একটি ভালো সিসিটিভি ক্যামেরা কেনার চেষ্টা করুন যাতে আপনি ভালো image quality পান।
“নিরাপত্তা” এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা আমাদের প্রতিদিন প্রতিটি মুহুর্তেই প্রয়োজন। সঠিক সিসিটিভি ক্যামেরা প্যাকেজ নিন, আর যে কোন জায়গায় থেকে আপনার স্মার্টফোন বা অন্য যে কোনো ওয়েব-সক্রিয় ডিভাইস থেকে লাইভ ফুটেজ দেখুন।যখনই প্রফেশনাল সার্ভিস দরকার পড়বে তখনই আপনার সকল সমস্যা সমাধানে Sheba.xyz আছে আপনারই পাশে।
Written By-Anika Tabassum