শীতের রোদ ভিষণ পাজি?
আছে- ভেষজ কারসাজি!

শীত হোক বা গ্রীষ্ম! রোদে ত্বক পুড়বেই! এমনকী বেড়াতে গেলেও! আর কে বলেছে শুধু মেয়েদের ত্বক পুড়ে যায়! রোদের রশ্মিতে কম বেশি নারী –পুরুষ সবারই ত্বকের ক্ষতি হয়! এমন কী মেলানিন-এর তারতম্যও ঘটে! তাই রোদে যাওয়া বন্ধ করতে না পারলেও রোদ থেকে ফিরে কিন্তু সহজেই ত্বকের যত্ন করে ফেলা যায় ! তাতে মোটেও হ্যাপা নেই! বাসায় সবসময় যা থাকে তা নিয়ে ঝাপিয়ে পড়তে হবে এবং নিজের জন্য মাত্র কয়েকটা মিনিট বের করতে হবে!

শীতের রোদে ভেষজ কারসাজি
শীতের রোদে ভেষজ কারসাজি

আলু:

বাসায় আলু থাকে না- তা হতেই পারে না। ভাত না হলেও চলে কিন্তু আলু ছাড়া অনেকের একদিনও চলে না। সেই আলু একটা হাতিয়ে নিয়ে টুকরো করে ঘষে ঘষে রসটা ত্বকে লাগাতে থাকুন। মুখে এবং হাতে বিশেষ করে। এর পর শুকাতে দিন! কিছু দিন পর দেখুন আলুর ম্যাজিক!

টমেটো:

বাজারে এখন তাজা টমেটো। সালাদের জন্য কয়েকটি কিনে নিন। সেখান থেকে একটা আলাদা করে নিন। এবার পরিষ্কার চাকু  দিয়ে একফালি কাটুন। ফ্রেশ টুকরো একইভাবে রোদে পোড়া ত্বকে ঘষতে থাকুন। টমেটোর রস ত্বকের জন্য কত যে উপকারি- তা বুঝবেন মাত্র কয়েকদিনের ব্যবহারের পরেই!

ডিমের সাদা অংশ:

অনেকেই ডিমের কুসুম চুলের যত্নে ব্যবহার করে তাকেন! তাহলে সাদা অংশ কি করবেন ভাবছেন? রোদে পোড়া দূর করতে এই সাদা অংশ কিন্তু অন্যতম সেরা টোটকা। মুখে বা হাতে ক্রিমের মত মেখে  অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া অবধি। এবং এর মাঝে মোটেও হাহা-হিহি করা যাবে না! খুব বেশি হলে একটা-দুটো স্টেটাস দিতে পারেন সোশাল মিডিয়াতে। এরপর ধুয়ে ফেলুন আঙুল দিয়ে ঘষে ঘষে!

অ্যালোভেরা:

যেকোনও ছাদের টবে দিব্যি অ্যালোভেরার চাষ করুন। শুক্রবারে সময় করে অ্যালেভেরার জেল কেটে বের করে অবশ্যই কাঁচের বোতলে সংরক্ষণ করুন। এবং ফ্রিজে রাখুন! প্রতিদিন বাসায় ফিরে সকল ব্যস্ততা শেষ হলে ঘুমানোর আগে অ্যলোভেরা মুখে আর হাতে মেখে ঘুমিয়ে পরুন! পরদিন সকালে আবার রোদে বের হয়ে যান! বিন্দাস!

আর অবশ্যই সপ্তহান্তে Sheba.xyz -এর স্পেশাল বিউটি হোম সার্ভিসটা তো আছেই। এতো আয়োজন তো রাস্তার সময় বাঁচানোর জন্যই তাই না? তাহলে বিউটি কেয়ারটাও ঘরেই হোক, পছন্দের অনুষ্ঠানটাও দেখাটা হলো সেই অবসরে!

এজন্য আজই ইনস্টল করতে হবে sheba.xyz অ্যাপ বা ছোট্ট একটি কল করতে হবে 16516 এই নম্বরে।

 

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS